নেত্রকোনার কেন্দুয়ায় গর্তের পানিতে ডুবে হামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে।
জানা যায়, বাড়ির পার্শ্বে পানির গর্ত ছিল। বৃষ্টি হওয়ার কারণে গর্তটি পানিতে ভর্তি ছিল। সোমবার বিকেলে ঘর থেকে বের হয়ে খেলা করছিল শিশু হামিম। কোনো এক সময় গর্তের পানিতে পড়ে যায় হামিম। পরে ঘরের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে দেখে বাড়ির পার্শ্বের গর্তের পানিতে ভাসছে তামিমের লাশ। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক সাদ্দাম হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন