অর্ধযুগে পা রাখল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
‘ঐক্যে মোরা, সত্যের পথে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পাচঁ বছর পূর্ণ ও ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কেটে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান। এরপর দুপুরে আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) শেখ মো. শহীদুল ইসলাম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার। ২০১৯ সালের ৯ মে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
১০ মে, ২০২৪

সোনাইমুড়ী প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. বেলাল হোছাইন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভি প্রতিনিধি ইয়াকুব আল মাহমুদ। ২৭ জন ভোটারের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। এ ছাড়াও সহসভাপতি পদে মো. সেলিম ও শাহজাহান আলম নির্বাচিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অনুপ সিংহ ভোটে নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সালাম মাসুদ, দপ্তর সম্পাদক টিএ সেলিম, কার্যকরী সদস্য আবুল কাশেম সামছুদ্দিন ও মাহফুজুর রহমান ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে সোনাইমুড়ী প্রেস ক্লাবের কার্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা।  নির্বাচন পরিচালনা কমিটি প্রফেসর সালাউদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের পরিচালনায় নির্বাচন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি মমিনুল হক বাকের, সোনাইমুড়ী পৌর মেয়র ভিপি নুরুল হক, সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, সোনাইমুড়ী উপজেলা আ.লীগের নেতা হিরন পাটোওয়ারী, মেটলাইফ সোনাইমুড়ীর নাছের এজেন্সির ব্র্যাঞ্চ ম্যানেজার আবু নাছেরসহ সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বেগমগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম।
২২ এপ্রিল, ২০২৪

ডিইউজের একাংশের নির্বাচন / তপু ও সোহেল হায়দার সমান ভোটে সভাপতি
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী সমান ৮১২ ভোট করে পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা এক বছর করে দায়িত্ব পালন করবেন।  সোমবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফরিদ হোসেন। লটারির মাধ্যমে প্রথম বছর সোহেল হায়দার চৌধুরী, দ্বিতীয় বছর সাজ্জাদ আলম খান তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে। সাধারণ সম্পাদক আকতার হোসেন ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু  ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত, সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোটে নির্বাচিত, যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী ৫৫০ ভোট,  সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান ৮৭৬ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ ৭৪৮, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৭১৭ ভোট, কল্যাণ সম্পাদক পদে শাহজাহান স্বপন ৭১৬ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান ৫৭৪ ও নারীবিষয়ক সম্পাদক পদে সুমি খান ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  এ ছাড়াও নির্বাহী পরিষদ সদস্য পদে ৮টি পদে জি এম মাসুদ ঢালী ৭৪১ ভোট, নাসরিন বেগম গীতি ৬৯৪, এ এম শাহজাহান মিয়া ৬৪৭, আনোয়ার সাদাত সবুজ ৫৪৬, সাজেদা হক ৫২৯, আহমেদ মুশফিকা নাজনীন ৫০৯, রারজানা সুলতানা ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।   
১১ মার্চ, ২০২৪

ইতালিতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আফজাল, সম্পাদক রিয়াজ
ইতালিতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। শনিবার (২ মার্চ) রোমে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় এনটিভি ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমানকে সভাপতি, নিউজ টোয়েন্টিফোরের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেনকে সাধারণ সম্পাদক এবং আরটিভি ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় সময় টিভির ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের সভাপতিত্বে এবং নিউজ২৪ এর ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শাহীন খলিল কাউসার উদ্বোধনী ভাষণ দেন। বিদায়ী সাধারণ সম্পাদক এম কে রহমান লিটন ইতালি প্রবাসী সাংবাদিকদের প্রেক্ষাপট তুলে ধরেন।  এ ছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে আঁখি সীমা কাউসার, মোল্লা মনিরুজ্জামান, শিমুল রহমান, মনজুর মালিক, হাসাদুর রহমান হান্নান, আহমেদ রিয়নসহ আরও অনেকে বক্তব্য রাখেন। সবাই বিদায়ী সভাপতি শাহীন খলিল কাওসারের প্রস্তাবে আফজাল হোসেন রোমান সভাপতি পদে এবং এমডি রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হন।  সভায় স্বদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।  কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সহ-সভাপতি আঁখি সীমা কাউসার, মোল্লা মনিরুজ্জামান, রুহুল আমিন সান, ইসমাইল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান ,মঞ্জুর মালিক ও সাইফুল ইসলাম মুন্সী, ওয়াহিদুজ্জামান দিপু,প্রচার সম্পাদক সজীব আহমেদ রিয়ন, কোষাধ্যক্ষ আবু নাঈম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রাজন ভূঁইয়া, মহিলা সম্পাদক ফাহিমা রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আক্তার, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক জুমানা মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী ফেরদৌস হোসেন, আইন বিষয়ক সম্পাদক টিসা সুলতানা এবং সদস্য খলিল কাওসার শাহীন, হাসান মাহমুদ, এ কে জামান ও আবুল বাশার মালত। সভায় বক্তারা প্রবাসী সাংবাদিকদের অধিকার, তাদের মানোন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। খুব শিগগিরই বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। 
০৩ মার্চ, ২০২৪

লন্ডন-বাংলা প্রেস ক্লাব নির্বাচন : জুবায়ের প্রেসিডেন্ট ও তাইসির সেক্রেটারি
যুক্তরাজ্যের সংবাদকর্মীদের প্রাণের সংগঠন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে চ্যানেল এস-এর সাবেক চিফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের সভাপতি, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারি এবং বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন সালেহ আহমদ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন। গত ২৮ জানুয়ারি ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানু হলে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে জুবায়ের-তাইসির-মুরাদ অ্যালায়েন্স প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ মোট ১২টি এবং নাহাস-মুসলেহ-সালেহ অ্যালায়েন্স ট্রেজারারসহ মোট ৩টি পদে জয়লাভ করে। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে কবি গল্পকার সাঈম চৌধুরী বিজয়ী হন।  মো. রেজাউল করিম মৃধা অ্যাসিসট্যান্ট সেক্রেটারি, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল অ্যাসিসট্যান্ট ট্রেজারার, এনটিভির চিফ রিপোর্টার মো. আকরামুল হোসেন অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি, মো. আবদুল হান্নান মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি, চ্যানেল এসের নিউজ প্রেজেন্টার রূপি আমিন ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি পদে জয়লাভ করেন।  এ ছাড়া পাঁচটি এক্সিকিউটিভ মেম্বার পদে সাহিদুর রহমান সোহেল, ফয়সল মাহমুদ, মরিয়ম পলি রহমান, জাকির হোসেন কয়েস ও আনোয়ার শাহজাহান বিজয়ী হয়েছেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, আব্দুল আজিজ ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রেস ক্লাব মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় ক্লাবের বিদায়ী সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় বিগত বছরের রিপোর্ট পেশ করা হয়। পরে ক্লাবের সাধারণ সদস্যরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্সে উপস্থিতি এবং নিউজ কাভার করায় জাকির হোসেনকে সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড ফর প্রেস কনফারেন্স এবং ইসি কমিটি সবচেয়ে বেশি উপস্থিতির জন্য রেজাউল করিম মৃধাকে ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  উল্লেখ্য, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের পনেরোটি পদের জন্য দুটি অ্যালায়েন্সের তিরিশজন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ক্লাবের ২৮৮ জন সদস্য ভোট দেন।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

কেরানীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা
আসন্ন কেরানীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত ৩ জানুয়ারি এক চিঠির মাধ্যমে কেরানীগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ এ আদেশ দেন। এতে কেরানীগঞ্জ মডেল থানার ওসিকে এ নিষেধাজ্ঞা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেরানীগঞ্জ প্রেস ক্লাবে নতুন করে কোনো প্রকার নির্বাচন করা যাবে না মর্মে মামলার বিবাদী শফিক চৌধুরী গংদের নোটিশ দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মুন্সি আশিকুর রহমান এটি ইস্যু করেন। মামলার বাদী মজিবুর রহমান জানান, ২০১৬ সালে আদালতে নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের করি । এ মামলায় ২০২২ সালে আদালত কেরানীগঞ্জ প্রেস ক্লাবে কোনো প্রকার নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সে বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। এ নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী পক্ষ অবৈধভাবে একটি নির্বাচন করেন। পরে আদালত অবমাননা করার একটি মামলা দায়ের হয়। বিবাদী পক্ষ আদালতকে উপেক্ষা করে ৩১ জানুয়ারি আবারও একটি অবৈধ নির্বাচন করার জন্য তপশিল ঘোষণা করেছেন। এতে আমি নির্বাচন বন্ধের আবেদন করলে আদালত পূর্বের আদেশ বহাল রাখে। ওই নিষেধাজ্ঞার আদেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ মডেল থানার ওসিকে নির্দেশ দেন।  তিনি বলেন, বিষয়টি ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবারও বিবাদী পক্ষ অবৈধভাবে জোরপূর্বক  নির্বাচন করার পাঁয়তারা করছে। এ নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।  এই বিষয়ে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমি আদালতের আদেশকে সম্মান দেখিয়ে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগকৃত নির্বাচন কমিশনার শফিক চৌধুরীকে অব্যাহতি দিয়েছি। চিঠিটি তার বরাবর প্রেরণ করা হয়েছে। সুতরাং এ কমিশনারের নির্বাচন করার এখতিয়ার নেই। অপরদিকে শফিক চৌধুরী বলেন, নির্বাচন কমিশনারকে এককভাবে অব্যাহতি দেওয়ার এখতিয়ার সাধারণ সম্পাদকের নেই। আমি বৈধ নির্বাচন কমিশনার। এ নির্বাচন বন্ধ রাখার কারণ নেই। আমরা নির্বাচন করব। আমরা মামলা বিষয়ে উচ্চ আদালতে যাব। 
২৯ জানুয়ারি, ২০২৪

সচিবালয় স্টেশনের নাম বদলে প্রেস ক্লাব করার দাবি
মেট্রোরেল স্টেশনের নাম ‘বাংলাদেশ সচিবালয়’ পরিবর্তে অবিলম্বে ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার জোর দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তারা ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় তারা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অতিরিক্ত সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। পরে ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পড়ে শোনান। এরপর সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী নিজ নিজ রিপোর্ট পেশ করেন। রিপোর্টের ওপর ১৫ সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন সাইফুল আলম, মন্জুরুল আহসান বুলবুল, মো. ওমর ফারুক, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, উম্মুল ওয়ারা সুইটি, খায়রুল আলম, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), মো. সিদ্দিকুর রহমান, একেএম মহসীন, আকতার হোসেন, দেলোয়ার হাসান, সাঈদ তারেক, নাজমূল হক সরকার ও মনির হোসেন লিটন। আলোচনায় দ্রুত নতুন সদস্যপদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সব সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনা এবং সদস্যদের স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন সদস্যরা। সভাপতি ফরিদা ইয়াসমিন সব প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার এবং ক্রমান্বয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, ক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনটির নাম জাতীয় প্রেস ক্লাব করতে অনেক আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সে দাবি বাস্তবায়ন হয়নি।
২৩ ডিসেম্বর, ২০২৩

অতিরিক্ত সাধারণ সভায় প্রস্তাব / ‘বাংলাদেশ সচিবালয়’ পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব স্টেশন করার দাবি  
মেট্রোরেল স্টেশনের নাম ‘বাংলাদেশ সচিবালয়’র পরিবর্তে অবিলম্বে ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার জোর দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব সদস্যরা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তারা ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান।  শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় তারা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে না হওয়ায় সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অতিরিক্ত সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। পরে ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পড়ে শোনান। এরপর সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী স্ব স্ব প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের ওপর মোট ১৫ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন, সাইফুল আলম, মন্জুরুল আহসান বুলবুল, মো. ওমর ফারুক, তরুণ তপন চক্রবর্তী, সৈয়দ শাহনেওয়াজ করিম, উম্মুল ওয়ারা সুইটি, খায়রুল আলম, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), মো. সিদ্দিকুর রহমান, একেএম মহসীন, আকতার হোসেন, দেলোয়ার হাসান, সাঈদ তারেক, নাজমূল হক সরকার ও মনির হোসেন লিটন। আলোচনায় সদস্যরা দ্রুত নতুন সদস্য পদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সব সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনাসহ সদস্যদের স্বাস্থ্য সেবা বৃদ্ধির পরামর্শ দেন।  সভাপতি ফরিদা ইয়াসমিন সব প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার এবং ক্রমান্বয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের স্টেশনটির নাম জাতীয় প্রেস ক্লাব করতে অনেক আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হয়নি।
২২ ডিসেম্বর, ২০২৩

জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেস ক্লাব সভাপতিসহ আহত ৬
মৌলভীবাজার জেলার জুড়ীতে সন্ত্রাসী হামলায় উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় জুড়ী থানায় মামলা হয়েছে।  অভিযোগ সূত্রে জানা যায়, চম্পকলতা গ্রামের আজমল আলীর সাথে কালিনগর গ্রামের লুকুছ-লতিফদের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় আজমল আলী, তার পুত্র সেলিম আহমদ ও নাঈম আহমদ প্রাইভেটকার যোগে বাজার থেকে বাড়ি যাবার সময় প্রতিপক্ষের বাড়ির পার্শ্বে কালভার্টের কাছে পূর্ব থেকে অপেক্ষমাণ প্রতিপক্ষ শিমুল, লুকুছ, রোমন, বদরুল, ইমন, লিমন, সায়মন, সুবল খা, গেন্দু মিয়াসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের গতিরোধ করে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আজমল আলী রক্তাক্তসহ তিন জন আহত হন। খবর পেয়ে তাদের আত্মীয় জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সালমা বেগম ও সায়মন মিয়া এগিয়ে গেলে শিমুল-লুকুছ গং তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত আজমল আলীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  এ ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জুড়ী থানায় (মামলা নং-০১, তারিখ ০৯.১২.২৩) মামলা দায়ের করেন (ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪)। তবে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করেও মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৯ ডিসেম্বর, ২০২৩
X