নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করল পুলিশ
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। তিনি বলেন, আজকে অভিযানের পর এই সড়কে ইফতারের আগে কোনো যানজট হয়নি, চুরি-ছিনতাইও কম হয়েছে। ট্রাফিক ও ক্রাইম বিভাগ একসঙ্গে এই অভিযান চালিয়েছে। অভিযোগ আছে, পুলিশ অভিযান চালিয়ে দখলমুক্ত করে চলে যাওয়ার পর আবার একইস্থানে বসে দোকানিরা। এ বিষয়ে কমিশনার রেফাতুল বলেন, মনিটরিং বাড়ানো হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৭ মার্চ, ২০২৪

প্রতারণা করে ফুটপাত থেকে ‘রাজপ্রাসাদে’ আসা সেই মোস্তাফিজ গ্রেপ্তার 
আবাসন ব্যবসার নামে প্রতারণা করে ‘ফুটপাত থেকে রাজপ্রাসাদে’ যাওয়া সেই গ্রিন প্লাজা রিয়েল অ্যাস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোটাহাট উপজেলার বাসিন্দা। বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোস্তাফিজের বিরুদ্ধে অনেকগুলো প্রতারণার অভিযোগ রয়েছে। একটির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছি। বর্তমানে থানা হাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে গোদাগাড়ী উপজেলার বাসিন্দা এজাজুল হক ১২ লাখ টাকা প্রতারণার অভিযোগে মোস্তাফিজের বিরুদ্ধে মামলা করেন। এজাজুল হক অভিযোগ করে বলেন, ‘আমার কাছে একটি ফ্ল্যাট বিক্রি করে ১২ লাখ টাকা নেন মোস্তাফিজ। কিন্তু তিনি ওই ফ্লাটটি না দিয়ে উল্টো আমাকে ভয়ভীতি দেখিয়ে কাগজপত্র জোর করে কেড়ে নেন।’ পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজের বিরুদ্ধে ৬৩ লাখ টাকা নিয়ে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে আরও একটি অভিযোগ দেওয়া হয়েছে বোয়ালিয়া থানায়। চাঁপাইনবাবগঞ্জের এক নারী অভিযোগ দেন। পুলিশকে মধ্যস্থতা করে তার নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য মোস্তাফিজকে চাপ প্রয়োগ করতে অভিযোগটি দেন সেই নারী। ওই নারী অভিযোগ করে বলেন, ‘নগরীর ঘোড়ামারা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ফ্ল্যাট মোস্তাফিজ ৬৪ লাখ টাকা দাম ধরে তার কাছে বিক্রি করেন। এরই মধ্যে মোস্তাফিজকে ৬৩ লাখ টাকা দেওয়া হয়েছে। পরে আরও ১১ লাখ টাকা দাবি করছেন তিনি। টাকা না দিলে ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের কাছে অভিযোগ করে ফ্ল্যাট বুঝে পেলেও রেজিস্ট্রি করে দেননি মোস্তাফিজ।’ তাকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে আবু হানিফ এক ভুক্তভোগী কালবেলাকে বলেন, ‘পূর্ব পরিচিত হওয়ায় মোস্তাফিজকে প্রায় বছরখানেক আগে ভবন নির্মাণের জন্য একখণ্ড জমি দিয়েছিলাম। চুক্তি হয়েছিল ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। সে আমার সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছিল।’  তিনি বলেন, ‘সেই চুক্তি বাতিল করে অন্য একজন আবাসন ব্যবসায়ীকে জমিটি বিল্ডিং নির্মাণের জন্য দিলে সে আমার সঙ্গে আরও বড় প্রতারণা ফাঁদ আঁটে। আমার একটি ব্যাংক একাউন্টের ফাঁকা চেক চুরি করে নিয়ে সেখানে দুই কোটি ৩২ লাখ টাকার এমাউন্ট বসিয়ে মিথ্যা চেকের মামলায় আমাকে ফাঁসায়। এই মামলায় আমাকে আবার আড়াই মাস জেল খাটতে হয়েছে।’ আবু হানিফ আরও বলেন, ‘প্রকৃতির বিচার খুব নির্মম। জমি আমার অথচ জেল খাটতে হয়েছে আমাকেই। আজ সে গ্রেপ্তার হয়েছে জেনে আমি খুশি হয়েছি। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ মাত্র ১০-১২ বছর আগেও রাজশাহীর একটি বেসরকারি কোম্পানির অফিস সহকারী ছিলেন মোস্তাফিজ। পড়াশোনার খরচ জোগাতে প্রয়াত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাদের কাছে থেকে প্রতারণা করে ৯০ লাখ টাকা এবং ৩ কাঠার একটি জমি নিয়ে নেন তিনি। এরপর থেকে মোস্তাফিজের উত্থান শুরু। একের পর এক প্রতারণা করে মোস্তাফিজ বনে যান কোটিপতি। অল্প সময়ে ফুটপাত থেকে পৌঁছে যান ‘রাজপ্রাসাদে’। বাগিয়ে নিয়েছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের মতো প্রতিষ্ঠানের পরিচালকের পদও।  শনিবার (২৩ মার্চ) ‘প্রতারণা করে ফুটপাত থেকে রাজপ্রাসাদ’ শিরোনামে কালবেলায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ পায়। একই শিরোনামে কালবেলার মাল্টিমিডিয়াতেও মোস্তাফিজের প্রতারণার বিষয়টি উঠে আসে। চাঞ্চল্যকর এই খবর প্রকাশিত হলে রাজশাহীতে সৃষ্টি হয় ব্যাপক তোলপাড়। এরপরই তার বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা করে।
২৬ মার্চ, ২০২৪

ফুটপাত বেদখল, ৭ জনের বিরুদ্ধে চসিকের মামলা
ফুটপাত দখল করে দোকান নির্মাণ এবং গাড়ির গ্যারেজ বসানোর দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের ৪২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  রোববার (২৪ মার্চ) নগরের বায়েজিদ এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ মামলা করেন। চসিক সূত্রে জানা গেছে, এর আগে নগরের ফুটপাত ও সড়ক বেদখলমুক্ত করতে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুসারেই রোববার নগরের বায়েজিদ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়েজিদের চৌধুরী নগরে সাতজনকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক দখল করে দোকান নির্মাণ ও গাড়ির গ্যারেজ বসানোর দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। 
২৪ মার্চ, ২০২৪

ফুটপাত হকারমুক্ত রাখতে একমত এমপি-মেয়র
নারায়ণগঞ্জ হকারমুক্ত করতে ফুটপাতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে পুলিশ। এ নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করছেন হকাররা। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করেছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় এমপি সেলিম ওসমান বলেন, এই শহরের ফুটপাত হকারমুক্ত ও রাস্তা যানজটমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। জণগণের স্বার্থ ক্ষুণ্ন করে কারও স্বার্থ দেখা হবে না। আলোচনা সভা শেষে মেয়র আইভী বলেন, আমি নারায়ণগঞ্জের মানুষের ফুটপাতে স্বস্তিতে হাঁটার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় ৭০০ হকারকে পুনর্বাসন করেছিলাম। তারা সেখানে না থেকে ফের রাস্তায় এসে জনগণের ফুটপাতে স্বস্তিতে চলাচলের অধিকার ক্ষুণ্ন করছে। এদিকে গতকাল দুপুরে সমস্যা সমাধানের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেধে দিয়েছেন হকার নেতারা। সমাধান না হলে আগামী মঙ্গলবার থেকে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে ফুটপাত ফের দখল করে ব্যবসা করার আলটিমেটাম
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে জেলা হকার্স সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে হকার নেতারা ফুটপাতে ফের ব্যবসা করার সুযোগ দিতে আলটিমেটাম এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। নেতারা বলেন, ‘আমরা  আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করব। এর আগে যদি আলোচনা করে আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি সোমবারের মধ্যে তা মেনে না নেয়, তাহলে মঙ্গলবার থেকে আমাদের লাগাতার কর্মসূচি শুরু হবে। পরিবার-পরিজন নিয়ে রাস্তায় নামব।’ দাবি বিষয়ে তারা বলেন, সারা দেশে ফুটপাতে হকার আছে; তাহলে নারায়ণগঞ্জে ফুটপাতে কী সমস্যা। সামনে রমজান মাস। বিকেল ৫টা থেকে আমাদের নিয়মতান্ত্রিকভাবে ফুটপাতে দোকানদারি করতে দিন।’ নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে দেন হাফিজুল ইসলাম, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন, এম এ শাহিন, মহানগর হকার্স লীগের সভাপতি আ. রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মো. পলাশ, হকার নেতা মো. রানা, মো. শাহিন, নিলুফা বেগম প্রমুখ। অবস্থান কর্মসূচি শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই রেলগেট হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়। এতে চলাচলে স্বস্তিতে রয়েছেন বাসিন্দারা।
২২ ফেব্রুয়ারি, ২০২৪

ফুটপাত দখলমুক্ত করতে কড়া অবস্থানে পুলিশ
বরিশাল নগরীর সদর রোড এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ব্যস্ততম জেলখানার মোড় থেকে নাজিরের পুল এবং চকবাজার এলাকায় এ অভিযান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লায়লা। বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বিএমপি কমিশনার জিহাদুল কবিরের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন তিনি। রুনা লায়লা বলেন, ইতোপূর্বে নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাদের সেই দুর্ভোগ লাঘবে গত ২২ জানুয়ারি বরিশাল সিটি মেয়র ও বিএমপি কমিশনারের উপস্থিতিতে সমন্বয় সভা হয়। সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে যানজট মুক্ত শহর বিনির্মাণে ফুটপাত দখলমুক্ত করণ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল লতিফ, পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে, আব্দুর রহিমসহ অন্যান্য ট্রাফিক সার্জেন্টরা উপস্থিত ছিলেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

শীতের তীব্রতায় রাজধানীর ফুটপাতে গরম কাপড়ের দোকানে ভিড়
সারা দেশে ঋতু পরিবর্তনের হাওয়া লেগেছে বুড়িগঙ্গা নদীর পাড়ে রাজধানীর পুরান ঢাকার বুকেও। ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতল বাতাস, তার সঙ্গে কাঁপতে শুরু করেছে মানুষের শরীর। আর এরই মধ্যে সকালে কুয়াশা পড়ছে। এমন সময় শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে পুরান ঢাকার বাজার ও ফুটপাতের দোকানগুলোতে। শীতবস্ত্র নিয়ে এখানকার ফুটপাতে থাকা দোকানিরা ব্যস্ত সময় পার করছেন। দাম কম হওয়াতে আগ্রহ নিয়ে আসছেন ক্রেতারাও। কেউ দামাদামি পর্যন্ত সীমিত, আবার কেউ পছন্দমতো কিনে নিচ্ছেন শীতের পোশাকটি। শনিবার ২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সদরঘাট, বাবুবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাতগুলো ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের ব্যাপক ভিড়। লক্ষ্মীবাজার ও সদরঘাট এলাকাজুড়ে সর্বত্রই দেখা যায়, ফুটপাতের দোকানিরা কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ১০০ টাকা, ৫০ টাকা বলে ডাক হাঁকছে। আবার কেউ অডিও সাউন্ড বাজিয়ে ১০০ টাকা অথবা ২০০ টাকা বলে ডাকছে। এভাবে ডাকাডাকি শব্দে মুখরিত হচ্ছে গুলিস্তান এলাকার ফুটপাতগুলো। এ সময় ফুটপাতে উলের টুপি, হাত মোজা, পা মোজা, মাফলার, সোয়েটার, কানটুপিসহ বাচ্চাদের নানা ধরনের শীতের কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। তা ছাড়া কম্বল ও কোর্টের দোকানেও রয়েছে প্রচুর ভিড়। সদরঘাট এলাকা-লক্ষ্মীবাজার ভ্যানে করে গরম কাপড় বিক্রি করছেন বিক্রেতা মোতালেব মুন্সী তিনি কালবেলাকে বলেন, কয়েক দিনের বৃষ্টির কারণে দোকানে বেচাকেনা একটু বেশি হচ্ছে। আজকেও মাশাআল্লাহ বেচা-বিক্রি ভালো হইছে তবে ফুটপাতে ভ্যান গাড়ি নিয়ে পোশাক বিক্রি করতেও দিতে হচ্ছে বিভিন্ন চাঁদা।  লক্ষ্মীবাজারের ফুটপাতের আরেক দোকানি আকলিমা আক্তার জানান, শীত যত বাড়বে বেচা-কেনা ততই বাড়বে। গত কয়েক দিন বেচা-কেনা ভালোই হচ্ছে। তবে আশা করি কয়েকদিনের ভেতরে আবারও বাড়বে বেচা-বিক্রি। এসময় আকলিমার কাছ থেকে গরম পোশাক হুডি নিতে দেখা যায় কয়েকজনকে তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। তিনি বলেন, শীত এসে গেছে তাই টুকিটাকি কিছু গরম পোশাক কিনছি, তবে বিভিন্ন দোকানের চেয়ে ভ্যান ও ফুটপাতের দোকানগুলোতে অল্প টাকায় মোটামুটি ভালোমানের পোশাক পাওয়া যায়। তাই এখান থেকেই পোশাক কিনছি। দিন দিন শীতের তীব্রতা বাড়ছে মানুষের উষ্ণতা খোঁজে সাশ্রয়ী মূল্যে ভিড় করছে ফুটপাত ও ভ্যানের করে পোশাক বিক্রি করা দোকানগুলোতে।
২৩ ডিসেম্বর, ২০২৩

সিলেটে পুলিশের অভিযানে পরিষ্কার হলো ফুটপাত
সিলেটের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ।  শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সুরমা টাওয়ারের সামন থেকে অভিযান শুরু করে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্রা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় হকারমুক্ত করল পুলিশ। স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ফুটফাতের রাস্তা দখল করে ব্যবসা করে আসছে হকাররা। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে ছোট সড়ক ও পাড়া-মহল্লায়ও ছড়িয়ে পড়েছে হকারদের বিস্তৃতি। সিলেট যেন হয়ে উঠেছে হকারময় এক নগরী। প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ফুটপাতও হকারদের দখলে চলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত সমানভাবে হকারদের উপস্থিতি চোখে পড়বে। এর ফলে মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। শনিবার সকাল থেকে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্রা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তা দখল করে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। পুলিশের এ অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ওসি আলী মাহমুদ ও বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি নিশু লাল দেসহ থানা পুলিশ, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জরা। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ফুটফাতের কারনে মানুষের নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল, মহিলাদের ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। তা ছাড়া মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। আমরা শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় হাজার খানেক হকার উচ্ছেদ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৩
X