আইসিসি স্বীকৃতিপ্রাপ্ত ‘এম ডিনা’ কাপ ইউরোপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।
স্থানীয় সময় রোববার (১২ মে) ফ্রান্সের দ্রো ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেলজিয়াম ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ রানে স্বাগতিক ফ্রান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে, টস জিতে ফ্রান্স ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেটে হারিয়ে ১৩৯ রান করে। জবাবে বেলজিয়াম ১৪.২ ওভারে ৫ উইকেটে ১১২ রান করলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
নির্ধারিত সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) বেলজিয়ামকে বিজয়ী ঘোষণা করা হয়।
খেলা শেষে বিজয়ী এবং ম্যাচ অফিসিয়ালদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক জুবায়ের আহমেদ এবং ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালানসহ আরও অনেকে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ফ্রান্সের বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শাহ্ গ্রুপ।
মন্তব্য করুন