মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
জরুরি অবস্থা বলে পালালেন নারী, বস তাকে দেখলেন আইপিএল গ্যালারিতে
ভারতের ব্যাপক জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল। গ্যালারিতে বসে আইপিএলের ম্যাচ দেখার জন্য কি না করেন ভারতীয়রা। সম্প্রতি বেঙ্গালুরুতে পারিবারিক জরুরি অবস্থার কথা বলে অফিস ছুটি নিয়ে বের হয়ে যান এক নারী। তবে অফিসের বস তাকে দেখলেন লাইভ টেলিভিশনে আইপিএল গ্যালারিতে।  ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে ওই নারী বলেন, অফিস ফাঁকি দিয়ে তিনি যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে গিয়েছিলেন তখন তার বস তাকে টিভিতে দেখেছেন। পরে বস তাকে মেসেজ করে খেলা দেখতে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন। বসের সঙ্গে তার কথপোকথনের স্কিনশটও প্রকাশ করেন তিনি। https://www.instagram.com/reel/C5SgpebP07H/?utm_source=ig_embed&ig_rid=0c16a182-5bad-4961-94c6-8badbee8e858 ক্যাপশনে লিখেছেন, ‘ময়ে ময়ে দিন দিন বাস্তব হতে হচ্ছে।’ শেয়ার করার পর থেকে তার পোস্টটি ইনস্টাগ্রামে দুই লাখের বেশি ভিউ হয়েছে এবং চার হাজার মানুষ তার পোস্টে লাইক দিয়েছেন।  পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘গ্যালারিতে বসে সবারই ইচ্ছে হয় ক্যামেরার সামনে ফোকাস পেতে। আপনি ফোকাস হয়েছেন এটা আপনার জন্য আনন্দের ব্যাপার।’  আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা দেখতে যাওয়া ঠিক হয়েছে। ম্যানেজারের উচিত কর্মচারীকে স্বাধীনতা প্রদান করা যাতে সে সত্য বলতে পারেন বা ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারেন।’ বিথিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন বড় ভক্ত। তবে সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টদের কাছে হেরে যায় তার দল।  
০৯ এপ্রিল, ২০২৪

বিচিত্র / অফিস ফাঁকি ঠেকাতে কর্মীদের গাড়িতে নিয়ে আসেন বস
তীব্র শীতে বিপর্যস্ত বিশ্বের অধিকাংশ অঞ্চল। কোথাও কোথাও তুষারঝড় হচ্ছে। তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের নিচে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে কাজকর্ম ব্যাহত হয়। হাড় কাঁপানো শীতে কারও কারও সর্দি-কাশির মতো সামান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। অনেকেই এ পরিস্থিতিতে কর্মস্থলের পরিবর্তে বাসাবাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই কেউ কেউ অফিস ফাঁকি দিতে দায়িত্বপ্রাপ্তকে বিভিন্ন অজুহাত দেখান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে এক বস নিজে তার কর্মীদের অফিস ফাঁকি ঠেকাতে সবাইকে গাড়িতে করে তাদের প্রতিষ্ঠানে এনেছেন। এ ঘটনার একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে। ওই প্রতিষ্ঠানের কর্মী ২১ বছর বয়সী টিকটকার আমিরা রাফিন গত রোববার ওই ভিডিও শেয়ার দেওয়ার ৫ দিনের মধ্যে প্রায় ৫ মিলিয়ন ভিউ হয়েছে। রাফিন জানান, তুষারঝড়ের পর কর্মীরা যাতে অফিসে অনুপস্থিত না থাকে, এর জন্য গাড়িতে করে সবাইকে অফিসে পৌঁছে দিয়েছেন বস। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমি অন্তত ভেবেছিলাম যে, তিনি (বস) এ দিনটার জন্য প্রতিষ্ঠান বন্ধ করবেন। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, কাজ শেষে বস তাদের বাসায় পৌঁছে দিয়েছেন। এর নিচে অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, আমি একদিন আমার বসকে টায়ার পাংচারের কথা বলেছিলাম, তখন তিনি আমাকে তার গাড়িতে তুলে নেন। যদিও আমার টায়ার পাংচার ছিল না। সূত্র: এনডিটিভি।
১৯ জানুয়ারি, ২০২৪

বিগ বস-এ অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা!
‘বিগ বস ১৭’-এ বিরাজ করছে টানটান উত্তেজনা। সেখানে আলোচনার তুঙ্গে রয়েছেন শো-এর প্রতিযোগী অভিনেত্রী আয়েশা খান। তবে সম্প্রতি অসুস্থ হয়েছেন তিনি। বিগ বসের বাড়িতে শোয়ের মাঝেই আকস্মিক অজ্ঞান হয়ে পড়েন এই অভিনেত্রী। ‘বিগ বস’-এর নিয়ম অনুসারে হাউসে একবার ঢুকলে দর্শকের বিচারে বাতিল না হওয়া পর্যন্ত কেউ বের হতে পারে না। কিন্তু আয়েশা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, কিছু সময়ের জন্য অনুমতি নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  নানা ধরনের শারীরিক পরীক্ষা করা হয়েছে আয়েশার। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আবারও নিয়ে আসা হয় বিগ বসের বাড়িতে। বর্তমানে সুস্থ আছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। এবারের শোয়ে আয়েশা ছাড়াও আলোচনার কেন্দ্র আছেন অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈন। ‘বিগ বস ১৭’র ঘরে ‘অশান্তি’ লেগে আছে অঙ্কিতা ও ভিকির মধ্যে। ঝগড়া থেকে শুরু করে কটূক্তিও চলছে তাদের মধ্যে। বিগ বসের অন্য প্রতিযোগীর সামনে ভিকির কাছে অপমানিত হওয়ার পর তাকে বিচ্ছেদের হুঁশিয়ারিও দিয়েছেন অঙ্কিতা। কিন্তু তাতেও দমে যাননি ভিকি। সম্প্রতি বিগ বসের এক পর্বে দেখা যায়, অঙ্কিতার ওপর হাত তুলতে চেয়েছিলেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
৩১ ডিসেম্বর, ২০২৩

বিচিত্র / অফিসে ফোন চার্জ দেওয়ায় ‘বিদ্যুৎ চোর’ বললেন বস
কর্মক্ষেত্রে কাজের চাপ কিংবা বসদের আচরণ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা সন্তোষ-অসন্তোষ কাজ করে। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় আলোচনা-সমালোচনা। সম্প্রতি রেডিটে ভাইরাল হয়েছে এমন একটি ঘটনা। সেখানে এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, অফিসে মোবাইল চার্জ দেওয়ায় বসের কাছে অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি তাকে ‘বিদ্যুৎ চোর’ও বলা হয়েছে। গত বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এমন ঘটনা। এতে ‘মেলোডিক কোড-২৫৯৪’ নামে এক রেডিট ব্যবহারকারীর ভাইরাল হওয়া একটি পোস্ট তুলে ধরা হয়। পোস্টে তিনি লেখেন, আজ অফিসে গিয়ে মোবাইলে চার্জ দেওয়ায় আমাকে পেয়ে বসেছিলেন বস। তার মতে, অফিসের বিদ্যুৎ চুরি করে নিজের প্রয়োজনে ব্যবহার করছি আমি। আপনারা কি মনে করেন? আমি সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকি না। শুধু রাতে ঘুমোনোর আগে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনরাও সেখানে তাদের প্রতিক্রিয়া জানান। পরে অবশ্য ওই ব্যবহারকারী জানান, চলতি মাসের শেষেই বস চাকরি ছেড়ে দিচ্ছেন।  
১৮ আগস্ট, ২০২৩
X