কর্মক্ষেত্রে কাজের চাপ কিংবা বসদের আচরণ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা সন্তোষ-অসন্তোষ কাজ করে। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় আলোচনা-সমালোচনা। সম্প্রতি রেডিটে ভাইরাল হয়েছে এমন একটি ঘটনা। সেখানে এক ব্যবহারকারী অভিযোগ
করেছেন, অফিসে মোবাইল চার্জ দেওয়ায় বসের কাছে অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি তাকে ‘বিদ্যুৎ চোর’ও বলা হয়েছে। গত বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এমন ঘটনা। এতে ‘মেলোডিক কোড-২৫৯৪’ নামে এক রেডিট ব্যবহারকারীর ভাইরাল হওয়া একটি পোস্ট তুলে ধরা হয়। পোস্টে তিনি লেখেন, আজ অফিসে গিয়ে মোবাইলে চার্জ দেওয়ায় আমাকে পেয়ে বসেছিলেন বস। তার মতে, অফিসের বিদ্যুৎ চুরি করে নিজের প্রয়োজনে ব্যবহার করছি আমি। আপনারা কি মনে করেন? আমি সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকি না। শুধু রাতে ঘুমোনোর আগে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম।
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনরাও সেখানে তাদের প্রতিক্রিয়া জানান। পরে অবশ্য ওই ব্যবহারকারী জানান, চলতি মাসের শেষেই বস চাকরি ছেড়ে দিচ্ছেন।
মন্তব্য করুন