বিগ বস ওটিটি দ্বিতীয় সিজনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের সিজনে বিজয়ী হয়েছেন ‘বিগ বস ওটিটি-২’-এর এলভিস যাদব। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে পূজা ভাট, মনীষা রানি ও বেবিকাদের হারিয়ে ট্রফি জয় করে নিয়েছেন এলভিস।
গতকাল সোমবার বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে ছিল। এবারের ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। মঞ্চে পূজা, বেবিকা ও মনীষাদের সঙ্গে টক্কর দিতে হয়েছে এলভিসকে। এলভিস একজন ইউটিউবার। বিগ বস ওটিটি-২-এর রানার আপ হয়েছেন অভিষেক মলহান।
আরও পড়ুন : জুটি বাঁধছেন শাহরুখ-রাশমিকা
এলভিস প্রথম কোনো প্রতিযোগী যিনি রিয়ালিটি শোয়ের মঞ্চে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ট্রফি জয় করে নজির গড়েছেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এলভিসের শোয়ে যোগ দেওয়া নিয়ে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিগ বসের সদস্যরা।
বিগ বসে এলভিসের গডফাদার হয়ে উঠেছিলেন সালমান খান। প্রতিযোগীর মধ্যে এলভিসের লড়াই সবচেয়ে কঠিন হবে বলে শুরু থেকেই বলে আসছিলেন বলিউড ভাইজান। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ‘বিগ বস ওটিটি-২’ চ্যাম্পিয়ন হলেন এলভিসই।
মন্তব্য করুন