উপজেলা নির্বাচন / সিরাজগঞ্জের দুই বিএনপি নেতা বহিষ্কার
সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজা খাতুন ও শাহজাদপুর উপজেলা বিএনপির ও সদস্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা উপেক্ষা করে মাহফুজা খাতুন এবং হুমায়ুন কবির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ কারণে কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করেছে।  আমরা দলীয় নেতাকর্মীদের বলেছি, এই উপজেলা নির্বাচনে কেউ প্রার্থী হলে কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালানোর তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার মার্সি করা হবে না। 
১৫ মে, ২০২৪

নাটোরে বিএনপি নেতা বহিষ্কার
নাটোরের লালপুরে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ৫নং বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। বুধবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লালপুর উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।  জানা যায় গত ৯ ডিসেম্বর লালপুর উপজেলা বিলমাড়িয়ায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটোর-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলের উপস্থিতিতে তার পক্ষে ভোট চাওয়ায় এ বহিষ্কারাদেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু দৈনিক কালবেলাকে জানান, গত ৯ ডিসেম্বর লালপুর উপজেলা বিলমাড়িয়ায় একটি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যকে এডিট  করে বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়ে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এ আদেশ প্রদান করেছেন। আমি বিএনপির সঙ্গে আছি আগামীতেও থাকব।
০৪ জানুয়ারি, ২০২৪

নীলফামারী-১ আসনে নৌকার ভোট চেয়ে বিএনপি নেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন ডোমার উপজেলা বিএনপির নেতা মোমিনুর রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডোমার উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি এবং একই উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে মোমিনুর রহমানকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ ডিসেম্বর ডোমার উপজেলার বামুনিয়া ইনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তার এসব গণসংযোগ ও পথসভায় যোগ দিয়ে আওয়ামী লীগে সরকারের গুণগান গেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুর রহমান। তার এমন ভোট চাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিএনপির নেতাকর্মীরা তার বহিষ্কার দাবি করেন। এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, আমরা দলীয়ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছি। কিন্তু উপজেলা বিএনপির সহসভাপতি মোমিনুর রহমান গত ৩০ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকারের পক্ষে বামুনিয়া ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি আমাদের নজরে আসার পর সেটি কেন্দ্রে অবহিত করা হলে ১ জানুয়ারি সোমবার তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডোমার উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি এবং একই উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমানের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
০১ জানুয়ারি, ২০২৪

রাঙামাটিতে আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কৌশলে ভোট চেয়ে বহিষ্কার হলেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার ১নং ওয়ার্ডে গীতাশ্রম মন্দিরের সামনে রাঙামাটি একতা কল্যাণ সমিতির আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে কৌশলে নৌকার পক্ষে ভোট চান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিনসহ প্রমুখ। এই সময় রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঙামাটির পৌরসভার প্যানেল মেয়র এবং রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে বলেন, আজকের এই বৈঠকটা কেন এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন। আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আস্থাবাজন এবং আমাদের একজন নেতা ও অভিভাবক। যাকে আমরা সুখে দুঃখে পাই। শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলবো গত সাধারণ সভায় আমাদের এমপি দুই লক্ষ টাকা এবং মুছা ভাই এক লক্ষ টাকা, মোট তিন লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, সে টাকা আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। আপনারা সকলে আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য দোয়া করবো। যাতে উনি যেকোনো কাজে সফল হয় এবং আমাদের ছেলের মতো করে আমাদের অভিভাবক হিসেবে যে ভাবে আমাদের দেখে যাচ্ছেন আগামীতেও আমাদেরকে সেভাবে আগলে রাখে। ছেলের মতো স্নেহ করে এবং সকলকে নিয়ে সুন্দর একটা আগামী প্রজন্ম আমরা গরতে পারি এই আশাবাদ ব্যাক্ত করছি।  তিনি বলেন, আপনারা জানেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা কেনো আসছেন। তো আপনারা সেটা মনে রেখেই আগামীতে তাদেরকে এগিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। হেলাল উদ্দিন জানান, আমি রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে এই সভায় উপস্থিত ছিলাম। বিএনপি নেতা হিসেবে নই।
৩১ ডিসেম্বর, ২০২৩

নৌকার পক্ষে গণসংযোগ, সুনামগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করায় এবার বহিষ্কৃত হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রমিজ উদ্দিন (মাস্টার)। এ ছাড়াও তাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।  বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রমিজ উদ্দিন (মাস্টার) ডামি ও নীল নকশার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপস্থি। এটা জেলা বিএনপির দৃষ্টি গোচরে আসে। সুনামগঞ্জ জেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করেছে।  এদিকে এ নিয়ে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করল সুনামগঞ্জ জেলা বিএনপি। এর আগে ২৫ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব করায় ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল সুনামগঞ্জ জেলা বিএনপি। তাকেও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়ছে।  সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল, গত ২৪ ডিসেম্বর ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তামাশার নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব ও বক্তব্য রেখেছেন। এজন্য তাকে ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। 
২৮ ডিসেম্বর, ২০২৩

কর্মসূচিতে অনুপস্থিত থাকায় খুলনায় বিএনপি নেতা বহিষ্কার
খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহণ না করায় সব পদ-পদদি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে একই কারণে ৬ উপজেলা বিএনপির আহ্বায়কসহ মোট ৮ জনকে শোকজ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দলের পদধারীদের নিষ্ক্রিয় থাকার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি নিজেই বিষয়টি মনিটরিং করছেন। কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।
১৪ ডিসেম্বর, ২০২৩

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার পক্ষে ভোট চাওয়ায় পদ হারিয়েছেন সাইফুল ইসলাম নামে এক বিএনপি নেতা। তিনি মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মানিক সওদাগর স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।  গত রোববার (১০ ডিসেম্বর) রাতে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি নৌকার পক্ষে ভোট চান। সেইসঙ্গে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করারও ঘোষণা দেন। জানা যায়, নির্বাচন উপলক্ষে গত রোববার রাতে বকশীগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম সওদাগর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কাঁচাবাজার সমিতির সভাপতি সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনে সবাইকে কাজ করার আহ্বান ও নৌকায় ভোট চান সাইফুল ইসলাম। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কারের দাবি ওঠে।  মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, আমি দলীয় নেতা হিসেবে নৌকার পক্ষে ভোট চাইনি। একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভায় নৌকার পক্ষে ভোট চেয়েছি।
১৩ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / ফেনীতে নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী মো. আবুল বাশারের মতবিনিময় সভায় বক্তব্য রাখায় দাগনভূঞা উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিলনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলনকে (মিলন মেম্বার) দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফেনী-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী মো. আবুল বাশারের মতবিনিময় সভায় দেলোয়ার হোসেন মিলন অংশগ্রহণ করে বক্তব্য রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে আন্দোলনে চালিয়ে যাচ্ছে। সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মিলন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
০২ ডিসেম্বর, ২০২৩
X