রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দিচ্ছেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দিচ্ছেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কৌশলে ভোট চেয়ে বহিষ্কার হলেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার ১নং ওয়ার্ডে গীতাশ্রম মন্দিরের সামনে রাঙামাটি একতা কল্যাণ সমিতির আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে কৌশলে নৌকার পক্ষে ভোট চান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিনসহ প্রমুখ।

এই সময় রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঙামাটির পৌরসভার প্যানেল মেয়র এবং রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে বলেন, আজকের এই বৈঠকটা কেন এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন। আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আস্থাবাজন এবং আমাদের একজন নেতা ও অভিভাবক। যাকে আমরা সুখে দুঃখে পাই। শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলবো গত সাধারণ সভায় আমাদের এমপি দুই লক্ষ টাকা এবং মুছা ভাই এক লক্ষ টাকা, মোট তিন লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, সে টাকা আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। আপনারা সকলে আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য দোয়া করবো। যাতে উনি যেকোনো কাজে সফল হয় এবং আমাদের ছেলের মতো করে আমাদের অভিভাবক হিসেবে যে ভাবে আমাদের দেখে যাচ্ছেন আগামীতেও আমাদেরকে সেভাবে আগলে রাখে। ছেলের মতো স্নেহ করে এবং সকলকে নিয়ে সুন্দর একটা আগামী প্রজন্ম আমরা গরতে পারি এই আশাবাদ ব্যাক্ত করছি।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা কেনো আসছেন। তো আপনারা সেটা মনে রেখেই আগামীতে তাদেরকে এগিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে।

হেলাল উদ্দিন জানান, আমি রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে এই সভায় উপস্থিত ছিলাম। বিএনপি নেতা হিসেবে নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X