রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দিচ্ছেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দিচ্ছেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কৌশলে ভোট চেয়ে বহিষ্কার হলেন রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার ১নং ওয়ার্ডে গীতাশ্রম মন্দিরের সামনে রাঙামাটি একতা কল্যাণ সমিতির আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে কৌশলে নৌকার পক্ষে ভোট চান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিনসহ প্রমুখ।

এই সময় রাঙামাটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঙামাটির পৌরসভার প্যানেল মেয়র এবং রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে বলেন, আজকের এই বৈঠকটা কেন এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন। আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আস্থাবাজন এবং আমাদের একজন নেতা ও অভিভাবক। যাকে আমরা সুখে দুঃখে পাই। শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলবো গত সাধারণ সভায় আমাদের এমপি দুই লক্ষ টাকা এবং মুছা ভাই এক লক্ষ টাকা, মোট তিন লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, সে টাকা আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। আপনারা সকলে আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য দোয়া করবো। যাতে উনি যেকোনো কাজে সফল হয় এবং আমাদের ছেলের মতো করে আমাদের অভিভাবক হিসেবে যে ভাবে আমাদের দেখে যাচ্ছেন আগামীতেও আমাদেরকে সেভাবে আগলে রাখে। ছেলের মতো স্নেহ করে এবং সকলকে নিয়ে সুন্দর একটা আগামী প্রজন্ম আমরা গরতে পারি এই আশাবাদ ব্যাক্ত করছি।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা কেনো আসছেন। তো আপনারা সেটা মনে রেখেই আগামীতে তাদেরকে এগিয়ে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে।

হেলাল উদ্দিন জানান, আমি রাঙামাটি একতা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে এই সভায় উপস্থিত ছিলাম। বিএনপি নেতা হিসেবে নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X