সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজা খাতুন ও শাহজাদপুর উপজেলা বিএনপির ও সদস্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা উপেক্ষা করে মাহফুজা খাতুন এবং হুমায়ুন কবির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ কারণে কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করেছে।
আমরা দলীয় নেতাকর্মীদের বলেছি, এই উপজেলা নির্বাচনে কেউ প্রার্থী হলে কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালানোর তথ্য প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার মার্সি করা হবে না।
মন্তব্য করুন