নাটোরের লালপুরে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ৫নং বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
বুধবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লালপুর উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায় গত ৯ ডিসেম্বর লালপুর উপজেলা বিলমাড়িয়ায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটোর-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলের উপস্থিতিতে তার পক্ষে ভোট চাওয়ায় এ বহিষ্কারাদেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু দৈনিক কালবেলাকে জানান, গত ৯ ডিসেম্বর লালপুর উপজেলা বিলমাড়িয়ায় একটি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যকে এডিট করে বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়ে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এ আদেশ প্রদান করেছেন। আমি বিএনপির সঙ্গে আছি আগামীতেও থাকব।
মন্তব্য করুন