খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহণ না করায় সব পদ-পদদি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে একই কারণে ৬ উপজেলা বিএনপির আহ্বায়কসহ মোট ৮ জনকে শোকজ করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দলের পদধারীদের নিষ্ক্রিয় থাকার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি নিজেই বিষয়টি মনিটরিং করছেন। কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন