আ.লীগ নেতাকে বেধড়ক পিটুনি
নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন কেন্দ্র করে শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার গোপিকান্তপুর গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। জানা গেছে, নড়াইল উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ আলম উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহামুদের ঘোড়া প্রতীকের নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন। বুধবার রাত ১১টার দিকে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকের লোকজন আশরাফ খানের ওপর হামলা করে। হামলায় তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী আজিজুর রহমান ভুঁইয়া বলেন, কে কাকে মারছে বিষয়টি আমার জানা নেই। সদর থানার ওসি সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মে, ২০২৪

সরকারি জমি দখলে বাধা দেওয়ায় বেধড়ক পিটুনি
ঝালকাঠির রাজাপুরে সরকারি জমি দখল করার সময় বাধা দিলে মো. আল আমিন খান নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার মধ্যে জোরপূর্বক বেড়া দিয়ে আটকে দিচ্ছিলেন একই এলাকার মো. সুলতান তালকুদার (৫২), মো. ইমন তালুকদার (২৮), মো. মীর আজাদ (৫০), মো. রুস্তুম আলী (৫৮)। এ সময় তাদের কাজে বাধা দিলে আল আমিনের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা লোহার রড, শাবল, দা ও লাঠিশোটা দিয়া এলোপাতাড়িভাবে মারধর করে।  তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় গালুয়া বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আহত আল আমিন খান বলেন, সরকারি জমি দখল করে বেড়া দেওয়ার কাজে বাধা দিলে প্রতিপক্ষরা আমাকে পিটিয়ে আহত করে।  সুলতান তালকুদার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। আমরা আমাদের জমিতেই বেড়া দিচ্ছিলাম। ওটা কোনো সরকারি জমি না। আল আমিনকে মারধর করা হয়নি। সে উল্টো আমাকে মারধর করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার এএসআই মনজুর আলম জানায়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে শনিবার বিকেলে থানায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০ মে, ২০২৪

বিজয়ী প্রার্থীর সমর্থককে বেধড়ক পিটুনি
নাটোরে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী শরিফুল ইসলাম রমজানের সমর্থককে তুলে নিয়ে মারধরের অভিযোগে পরাজিত প্রার্থী জামিল হোসেন মিলনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের পক্ষে ভোট করেন তালতলা হাফরাস্তা এলাকার রুবেল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিলুর রহমান মিলন ও তার সমর্থকরা রুবেলকে বাড়ি থেকে তুলে মিলনের নির্বাচনী ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ব্যাপক মারপিট করা হয় রুবেলকে। পরে নাটোর ডিবি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ প্রথমে মিলনের গাড়িচালক বাশারকে আটক করে। পরে রাতেই অভিযান চালিয়ে মিলনকে সদর থানায় নেওয়া হয়।  নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মিলনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে ভুক্তভোগী। সেই মামলায় মিলন ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১০ মে, ২০২৪

চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ থানা মোড়ে সোহাগের নিজের গার্মেন্টসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদ সরকারসহ দলীয় নেতাকর্মী। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন।  ছাত্রলীগের ওই নেতার নাম মাহবুবুল আলম সোহাগ। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি। সোহাগ বলেন, সামনের উপজেলা নির্বাচনের জন্য আমি না কি একজনের থেকে ৫ লাখ টাকা এনেছি। সেই টাকা এখনই বের করে দে বলে, আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই জাহাঙ্গীর পালোয়ানের নেতৃত্বে আলমগীর হোসেন আলো, মোসাদ্দেক হোসেন, নাসিরসহ অজ্ঞাত ২০-২৫ জন সংঘবদ্ধভাবে পূর্ব পরিকল্পিত এই চাঁদার টাকা না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হামলা চালিয়ে জখম করে। তিনি আরও বলেন, আমার কাপড়ের গার্মেন্টসটিতে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় আমাকে রক্ষা করতে এসেও অনেকে হামলার স্বীকার হয়েছে। এতে আমি মাথায়, পিঠে, হাতেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। আমার সঙ্গে এই নির্মম নির্যাতনের বিচার দাবি করছি। অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর পালোয়ান গংদের মোবাইল ফোনে কল করেও রিসিভ হয়নি। তাই তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসান বলেন, সোহাগ নামের ওই রোগীকে আমরা নিবিড় পর্যবেক্ষণের জন্য দ্রুত ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি নিয়েছি। এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, এখনো এ ধরনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৫ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে বেধড়ক পিটুনি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলার রহমান রুমীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকার প্রভাবশালী আরিফুর গণি লিমনসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।  আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (২১ এপ্লিল) সকাল ১১টায় বেলকুচি উপজেলার তামাই বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পরিকল্পিতভাবে তামাই গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ফজলার রহমানের ওপর হামলা চালায় লিমন সরকার, জুয়েল সরকার, লিটন সরকার ও এশাদুল সরকারের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনো আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে আরও জানা যায়, সমবায় সমিতির নামে লিজকৃত একটি পুকুরের সুফলভোগী সদস্যদের সঙ্গে প্রভাবশালী আরিফুর গণি লিমন গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় প্রায় ২০০ ডিসিমেল জায়গাজুড়ে ওই পুকুরটি নিজেদের বলে দাবি করে লিমনের পরিবার। মাছ চাষের জন্য গত শনিবার (২০ এপ্লিল) পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে যায় পুকুরের সুফলভোগী সদস্যরা। এ সময় আরিফুর গণি লিমনসহ আরও কয়েকজন ব্যক্তি এসে বাধা দেন। এ সময় ভাঙ্গবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলার রহমান রুমী এগিয়ে গিলে তাকে বেধড়ক পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মারাত্মাকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বেলকুচি থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করে আহত ছোট ভাই হাজী হিরুন একটি মামলা দায়ের করা করেন।  এ ছাড়াও ইতোপূর্বে সমিতির নামে এই পুকুরটি লিমনের পরিবারের সদস্যরা জোর করে দখলের চেষ্টা করে। সেই সময় স্থানীয়রা তাদের সঙ্গে এক হয়ে মাছচাষ করার জন্য অনুরোধ জানালেও তাতেও তারা রাজি হয়নি। তারা তিন লাখ টাকা অবৈধভাবে দাবি করে। পরবর্তীতে ওই পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করে। এ বিষয়ে আরিফুর গণি লিমন বলেন, এদের সঙ্গে দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলে আসছিল। তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি কোর্টে জামিনের জন্য এসেছি। এ বিষয়ে বেলকুচি থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে। এখনো আসামিদের আটক করা হয়নি। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- ৩নং ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, তামাই হান্ডলুম ও পাওয়ালুম সমিতির সাধারণ সম্পাদক বাতেন শেখ, ইউপি সদস্য আব্দুর গফুর, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী এটিএম গোলাম, তামাই বহুমুখী স্কুলের অভিভাবক সদস্য শাহিন আলমসহ অন্যন্য ব্যক্তিবর্গ।
২১ এপ্রিল, ২০২৪

থানায় নিয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি
ঈদের রাতে বিল্লালুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে।  ছাত্রলীগ নেতা বিল্লালুর রহমান গাজীপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা।  এদিন রাতে ইকবাল হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকেও ধরে এনে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে মনিরামপুর থানায় সদ্য যোগদানকারী ওসি (তদন্ত) পলাশ বিশ্বাসের বিরুদ্ধে।  এমডি বিল্লালুর রহমান উপজেলার গোপালপুর গ্রামের নূর আলীর ছেলে এবং ইকবাল হোসেন মাছনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম ছেলে। জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর ছবি সংবলিত লেখার ওপর কালি লেপটে দেওয়ায় অভিযোগ তুলে সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে থানায় ধরে আনা হয় তাদের। মারধরের শিকার বিল্লালের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ বড় ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তারাও থানায় চলে আসেন। কী অপরাধে ছেলেকে ধরে আনা হয়েছে জানতে চাইলে পুলিশ দুর্ব্যবহার করে। পরে শুক্রবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ছেলের জন্য খাবার আনতে বাড়িতে যান। ফিরে এসে দেখতে পান হাত-পা ব্যান্ডেজ করা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছেলে বিল্লালকে নামানো হচ্ছে।  এ সময় পুলিশের কাছে জানতে চাইলে বিল্লালের পেট খারাপ করায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। কিন্তু পরে দেখতে পান তার ছেলেকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। মারধরের শিকার যুবলীগ নেতা ইকবাল হোসেনের বাবা তরিকুল ইসলাম বলেন, কে বা কারা সাবেক প্রতিমন্ত্রীর ছবিতে কালি লেপটে দিয়েছে। যার দায়ভার ছেলের ওপর চাপিয়ে ঈদের রাতে বাড়ি থেকে থানায় তুলে এনে মারধর করে পুলিশ। থানায় গিয়ে এ প্রতিবেদকের সঙ্গে মারধরের শিকার বিল্লালুর রহমানের কথা হয়। তিনি জানান, থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস হকিস্টিক দিয়ে তাকে বেধড়ক মারধর করেছে। এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস মারধরের কথা অস্বীকার বলেন, সরকারি সম্পত্তি নষ্ট ও একজন সম্মানিত ব্যক্তির ছবি এবং লেখার ওপর কালি দেওয়ার অভিযোগে তাদের ধরে আনা হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু বলেন, ধারণা করা হচ্ছে বিল্লালের বাম হাত ভেঙে গেছে। তবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মনিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
১২ এপ্রিল, ২০২৪

বিদ্যুৎ বন্ধ রাখায় প্রকৌশলীকে বেধড়ক পিটুনি
কেপিআইভুক্ত কন্ট্রোলরুমে প্রবেশ করে সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানাকে পেটালেন সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর (সিসিক) রায়হান হোসেন ও তার সহযোগীরা। শিলাবৃষ্টি ও ঝড়-তুফান চলাকালে ১১ কেভি ফিডার ফল্টের কারণে বিদ্যুৎ বন্ধ রাখার কারণে তারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। রোববার (৩১ মার্চ) রাতে দক্ষিণ সুরমা বড়ইকান্দি এলাকার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কেপিআইভুক্ত কন্ট্রোলরুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১ এপ্রিল) কাউন্সিলর রায়হান হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সহকারী প্রকৌশলী মো. মাসুদ রানা। মামলায় অভিযুক্ত অপর দুজন হলেন দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কাজী বায়েজিদ আহমেদ ও শাহাদাত হোসেন রওজা। মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান। তিনি বলেন, ‘পুলিশ এরইমধ্যে মামলার তদন্ত কাজ শুরু করেছে।’ মামলার এজহারে সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়-তুফান হয়। এতে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেট দপ্তরের ১১ কেভি ফিডার ফল্টের কারণে বন্ধ হয়ে যায়। ফলে দপ্তরের আওতাধীন বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ লাইন সচল করার জন্য দপ্তরের নির্বাহী প্রকৌশলী নির্দেশে সহকারী প্রকৌশলী মাসুদ রানাসহ দপ্তরের সকল উপসহকারী প্রকৌশলী ও পালাবদলে কর্মরত কর্মচারীরা দপ্তরে উপস্থিত হন। ফিডার লাইন চালু করার জন্য মাসুদ রানাসহ উপসহকারী প্রকৌশলীরা দপ্তরের বড়ইকান্দি উপ-কেন্দ্রের কন্ট্রোল রুমে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান হোসেনসহ আরও দুইজন বিনা অনুমতিতে কেপিআইভুক্ত কন্ট্রোলরুমে প্রবেশ করে দুটি চালু ১১ কেভি ফিডার (১১ কেভি কদমতলী ও ১১ কেভি স্টেশন ফিডার) বন্ধ করতে এবং ১১ কেভি বড়ইকান্দি ফিডার চালু করতে চাপ দিতে থাকেন। এ সময় সহকারী প্রকৌশলী মাসুদ রানা তাদেরকে বুঝাতে চেষ্টা করেন, কোনো ফিডার বন্ধ বা চালু করার জন্য সুনির্দিষ্ট কারণ প্রয়োজন। ফল্ট লাইন চালু করলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, জান ও মালের ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু এসব কথা না শুনে তারা সহকারী প্রকৌশলী মাসুদ রানাকে হুমকি-ধমকি দিতে থাকেন। এক পর্যায়ে মাসুদ রানা বন্ধ হওয়া ১১ কেভি বরইকান্দি ফিডার জোরপূর্বক চালু করতে উদ্যত হয়। কিন্তু এতে মানুষের জীবন সংশয় ও নিরাপত্তার কথা ভেবে তাদের ফিডার চালু করা থেকে নিবৃত করার চেষ্টা করেন। এতে কাউন্সিলর রায়হান হোসেনসহ তার দুই অনুসারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক আক্রমণ করেন। এ ব্যাপারে সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, কাউন্সিলর ফল্টের কারণে বন্ধ হওয়া ১১ কেভি বড়ইকান্দি ফিডার জোরপূর্বক চালু করতে চেয়েছিলেন। কিন্তু এভাবে এই ফিডার চালু করলে অনেক সমস্যা হবে। মানুষের জানমালের ক্ষতি হবে। তাই আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু তিন আমার কোনো কথা না শুনে আমার উপর আক্রমণ করেন। আমাকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে কন্ট্রোল রুমের বাইরে নিয়ে যেতে যেতে বলতে থাকে এলাকা তাদের, তাদের কথাতেই সব কিছু হবে। আমাকে বাইরে নিয়ে গিয়ে মেরে পার্শ্ববর্তী সুরমা নদীতে ফেলে দেবে। এ সময় উপস্থিত আমার সহকর্মীরা তাদের কোনোক্রমে নিবৃত করলে আমি প্রাণে বেঁচে যাই। কিন্তু যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে যায় অফিসের আশেপাশে পেলে আমাকে মেরে ফেলবে। এরপর তারা মোটরসাইকেলে স্থানীয় সন্ত্রাসী নিয়ে দপ্তরের সামনে অবস্থান করে।’ তিনি আরও বলেন, ‘এ সময় বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, আম্বরখানা, সিলেট দপ্তরের আওতাধীন শেখঘাট ৩৩ কেভি ফিডারের ফন্ট মেরামতের জন্য আমার দপ্তরের ৩৩ কেভি বরইকান্দি ফিডার শাটডাউন নিলে সমগ্র অফিস প্রাঙ্গণ ও কন্ট্রোল রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে তারা ভাবে আমি ইচ্ছাকৃতভাবে লাইন বন্ধ করেছি এবং এজন্য তারা দ্বিতীয় দফায় এসে আমাকে গুম করে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয়।’ এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান হোসেন বলেন, ‘বক্তব্য নিতে হলে আমার সঙ্গে দেখা করেন। তাহলে আমি আমার ব্যাখা দেব’।
০৩ এপ্রিল, ২০২৪

দানবাক্সের টাকা চুরির অভিযোগে ২ কিশোরকে বেধড়ক পিটুনি
বগুড়ার নন্দীগ্রামে দুইশ টাকা চুরির অপবাদে দুই কিশোরকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। গাছে বেঁধে কয়েক দফায় নির্যাতনের একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।  বুধবার (২৭ মার্চ) নন্দীগ্রাম পৌরসভার নামুইট তিনমাথা বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই কিশোরের একজন উপজেলার তাঁরাটিয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মুর্শিদুল। অন্যজন ভাটরা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন। রোববার (৩১ মার্চ) রাতে সুমনের বাবা মিজানুর রহমান বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার  পরিপ্রেক্ষিতে  রাতেই  দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মাতব্বর নজরুল ইসলাম ও কাচু প্রামাণিক। স্থানীয় সূত্রে জানা গেছে, নামুইট তিনমাথা বাজারে ওয়াক্ত নতুন জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে দুই কিশোরকে রাস্তা থেকে ধরে নিয়ে যান নজরুল ও কাচু। পরে গ্রামের কয়েকজন মোড়ল একত্রিত হয়ে ওই দুই কিশোরকে রশি দিয়ে গাছে বেঁধে সালিশ বসায়। এ সময় কিশোরদ্বয়কে বেধড়ক মারধর করা হয়। এমনকি গ্রাম্য মোড়লদের হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি তারা।  আরও জানা যায়, এতিম মুর্শিদুলকে নির্যাতনের সময় তার হতদরিদ্র মা মোড়লদের কাছে আকুতি মিনতি করেও সন্তানকে রক্ষা করতে পারেননি। এদিকে, মারধরে আহত হলেও দুই কিশোরকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। প্রকাশ্যে দিবালোকে সড়কের মোড়ে নির্যাতনের সময় শতশত মানুষ ভিড় করেন। এ সময় অবশ্য কয়েকজন পথচারী মারধর না করার অনুরোধ করলেও মোড়লদের আচরণ ছিল বেপরোয়া। নির্যাতনের শিকার সুমন জানান, তারা বাবা-ছেলে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। যদিও ঘটনার দিন সকালে দুই বন্ধু অটোভ্যান নিয়ে নন্দীগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। নামুইট মোড়ে ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চোর চোর চিৎকার করেন নজরুল। এ সময় কয়েকজন এসে যাচাই না করেই তাদের মারতে শুরু করেন এবং প্রায় ঘণ্টাখানেক চলে এ মারধর। প্রমাণ ছাড়া মারধরের বিষয়ে উপস্থিত কয়েকজন প্রশ্ন তোলায় পরে তাদের মসজিদের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে আরও প্রায় আধাঘণ্টা নির্যাতনের পর দুই কিশোরকে নামুইট তিনমাথা মোড়ে এনে কড়ইগাছে রশি দিয়ে বেঁধে রাখে। এ ব্যাপারে অবশ্য গ্রাম্য মাতব্বররা দাবি করেছেন, ফজর নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা চলে যাওয়ার পর দুই কিশোর দানবাক্স থেকে টাকা চুরি করে। তাদেরকে আটক করে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, চুরির অপবাদে গাছে বেঁধে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ভিডিওসহ তথ্য পেয়েই অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
০১ এপ্রিল, ২০২৪

গাজীপুরে যুবলীগ নেতাকে বেধড়ক পিটুনি
গাজীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটুনি দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌরশহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তার প্রাইভেটকারটি ভাঙচুর করে। আহত আশরাফুল ইসলাম ওয়াসিম শ্রীপুর পৌর শহরের আমতলী এলাকার মো. নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।  প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওয়াশিম প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫-২০ জন যুবক শ্রীপুর রেলগেট এলাকার পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।  শ্রীপুর থানার ওসি  মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২১ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বেধড়ক পিটুনি
ছাত্রলীগ-যুবলীগের মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ২ ছাত্রলীগ নেতার অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে নগরের পাঁচলাইশ থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এ হামলা চালানো হয়। চমেকে ভর্তি দুই ছাত্রলীগ নেতা হলেন- আরাফাত হোসেন ও মিজান রহিম। খোঁজ নিয়ে জানা যায়, নুর মোস্তফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর। ২০২১ সালের ৭ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে টিনু ৭৮৯ ভোট পেয়ে জয়ী হন। কাউন্সিলর নুর মোস্তফা টিনু ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মধ্যে স্থানীয়ভাবে রাজনৈতিক বিরোধের বিষয়টি বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। অভ্যন্তরীণ বিরোধের জেরে মারধরের শিকার মেহেদী হাসান রাকিব চকবাজার এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মেহেদী হাসান রাকিব জানান, রোববার (৩ মার্চ) আমাকে তুলে নিয়ে মারধর করে নুর মোহাম্মদ টিনু। এরই প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করে। সেখানে হঠাৎ ৮০ থেকে ১০০ জন সশস্ত্র হামলা চালায়। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।   পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘কাউন্সিলরসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ নিচ্ছি। হাসপাতালে এসেছি। ঘটনার বিষয়ে ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  এ বিষয়ে বক্তব্য জানার জন্য চসিক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর মোবাইলে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
০৪ মার্চ, ২০২৪
X