মুক্তির অপেক্ষায় মিথিলার চার সিনেমা
অভিনেত্রী, সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবক রাফিয়াত রশিদ মিথিলা। যে সেক্টরই তিনি কাজ করেছেন, হয়েছেন সফল, কুড়িয়েছেন জনপ্রিয়তা। এপার বাংলা থেকে ওপার বাংলা, দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এবার ঈদে মুক্তি পেয়েছিল তার ‘কাজলরেখা’ সিনেমা। হয়েছেন প্রশংসিত। এখনো তার হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমা নিয়ে মিথিলা বলেন, “এবারের ঈদে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে আমাদের একটি সিনেমাও রয়েছে। গিয়াস উদ্দিন ভাই পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমা। মুক্তির আগে থেকেই এর গান, লোকেশন ও অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে, যা সরেজমিন দেখতে সম্প্রতি আমি দেশের একটি প্রেক্ষাগৃহে যাই। সেখানে গিয়ে বুঝতে পারি, কাজটি আসলেই ভালো হয়েছে। উপস্থিত সবাই খুব অভূতপূর্ব সাড়া দিয়েছে; যা আমি সত্যিই আশা করিনি। এমন ভালোবাসার কারণও রয়েছে। সিনেমাটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন নির্মাতা। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের সেরাটি দেওয়ার জন্য।” এ সময় নিজের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে মিথিলা বলেন, “আমার মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা রয়েছে। যার মধ্যে দুটি বাংলাদেশের এবং দুটি কলকাতার। এ চারটি সিনেমা নিয়েও আমি আশাবাদী। কারণ প্রতিটি সিনেমার গল্পই অসাধারণ। এর মধ্যে ‘মেঘলা’ সিনেমায় আমি নাম ভূমিকায় অভিনয় করছি।” বাংলাদেশে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমা হচ্ছে নির্মাতা অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্য’।  
৩০ এপ্রিল, ২০২৪

ফের কলকাতার সিনেমায় মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় জগতে তিনি বরাবরই সফল। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের কয়েক বছর পর ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন তিনি। এরই মধ্যে ওপার বাংলার বেশকিছু কাজ করেছেন মিথিলা। ফের কলকাতার নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামে সিনেমা নির্মাণ করছেন দুলাল দে। এ সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিথিলা। সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে কেন্দ্র করে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন জীতু কমল ও শিলাজিৎ মজুমদার। জিতুর জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ। পরিচালক দুলাল দে জানিয়েছেন, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়। সিনেমাটিতে মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি। শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে। এদিকে সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়েল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’এ নিপুণ অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন মিথিলা।
০৯ সেপ্টেম্বর, ২০২৩

সুখবর দিলেন মিথিলা
টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার একাধিক সিনেমায় নায়িকা চরিত্রে দেখা গেছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এবার বাংলাদেশের সিনেমাতেও নায়িকা চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এমনই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা সেই ফেসবুক স্ট্যাটাসে জানা যায়, মিথিলা অভিনীত ঢালিউডের নতুন এ সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন মিথিলা। সিনেমাটি সেন্সর পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ‘জলে জ্বলে তারা’র সব শিল্পী, কলাকুশলীর প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে এটি। এ সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারও আভাস দিয়েছেন মিথিলা। ফেসবুকে মিথিলা লিখেছেন, খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা’।
২৭ আগস্ট, ২০২৩

একই ছবিতে মিথিলা অনিমেষ
কোক স্টুডিও বাংলার ‘নাসেক নাসেক’ গানে বাজিমাত করেছেন গায়ক অনিমেষ রায়। এই সুবাদে জনপ্রিয়তাও পেয়েছেন সবমহলে। একটি গানই পাল্টে দেয় তার সংগীতের গতিপথ। আর সেই পথটা এবার গিয়ে মিলল টলিউডে। সম্প্রতি কলকাতার সিনেমার জন্য প্লেব্যাক করেছেন অনিমেষ। পরিচালক অনির্বাণ চক্রবর্তী নির্মাণ করছেন নতুন ছবি ‘ও অভাগী’। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মাণ হচ্ছে এটি। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এ ছাড়া রয়েছেন ওপার বাংলার সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে অনির্বাণ বলেন, ‘শরৎচন্দ্রের লেখাকে বরাবরই সিনেম্যাটিক মনে হয় আমার কাছে। তবে এই গল্পটা আমি ষাট-সত্তর দশকের পটভূমিতে নিয়ে এসেছি। সেই সঙ্গে কিছু নতুন চরিত্রও যুক্ত করেছি।’ এ সিনেমায় মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্তবয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক। এরই মধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ন রূপে দেখা গেছে। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার সংক্ষিপ্ত মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের। আর এটার অ্যাডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’ অন্যদিকে ছবিটির টাইটেল ট্র্যাকট গেয়েছেন অনিমেষ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। অনিমেষের ভাষ্য, ‘আমি সত্যিই খুশি। অর্ণব দা (শায়ন চৌধুরী অর্ণব) আমায় প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওর মাধ্যমে। খুবই ভালো লাগছে কলকাতার ছবিতে গেয়ে।’ অনিমেষ হাজং সম্প্রদায়ের সন্তান। জানালেন, নিজের ভাষাটা বিশ্বদরবারে নিয়ে যেতে চান তিনি। অন্যদিকে কলকাতার বধূ মিথিলাকে এখন প্রায়ই সেখানকার সিনে পর্দায় পাওয়া যাচ্ছে।
০৪ আগস্ট, ২০২৩

কলকাতা থেকে সুখবর দিলেন মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কিছুদিন হলো সিনেমায় অভিষেক হয়েছে। আলোচনায় আসেন জনপ্রিয় ওয়েব ‘মাই শেলফ অ্যালন স্বপনে’ অভিনয় করে। আর তার এই ওয়েবে অনবদ্য অভিনয়ের জন্য ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কারটিও জিতেছেন তিনি। মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেন মিথিলা।  একই পুরস্কার জেতার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি। আরও পড়ুন : সৃজিত-জয়ার জুটি নিয়ে মুখ খুললেন মিথিলা ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর অ্যাওয়ার্ড পান ইমরান। আর ‘বিদেশ’ নাটকের জন্য জনপ্রিয় অভিনেতার অ্যাওয়ার্ড পান পলাশ।
২৬ জুলাই, ২০২৩
X