গাজীপুরে ট্রেন দুর্ঘটনা / স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩, তদন্তে ২ কমিটি
গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩ মে) গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।  এদিকে ঘটনার পর থেকে জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত ৬টি ট্রেন। জয়দেবপুরের স্টেশন মাস্টার হানিফ আলী মিয়া বলেন, আজ পৌনে ১১টার দিকে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। রেললাইনের পয়েন্টের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে তেলবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। কমিউটার ট্রেনটিতে যাত্রী কম থাকায় হতাহতের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আপঘুন্টি স্টেশন মাস্টার হাশেম ও পয়েন্টসম্যান সাদ্দাম হোসেনসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধারের জন্য ১২টা ৫৫ মিনিটে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এরই মধ্যে রেলের সব বগি তল্লাশি করা হয়েছে। তবে ভেতরে কেউ আটকা নেই। ট্রেনের চালক ও সহকারী চালকসহ ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। সিগন্যাল ভুল, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করা হয়েছে। দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এরআগে শুক্রবার বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, রেল দুর্ঘটনায় দুই ট্রেনের চালক ও সহকারীরা আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া রেল দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কমলাপুর রেলস্টেশনে আটকা পড়েছেন ৪-৫টি ট্রেনের যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না। একজন উদ্ধারকর্মী জানান, শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। অন্যান্য দিন ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামে। আজ বন্ধ থাকায় এটির থ্রোপাস করার কথা। আর অপরদিকে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এখানে আপলাইন ও ডাউনলাইন আছে, কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হল সে বিষয়ে তদন্তের পর জানা যাবে। এর আগে গতকাল রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। পরে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী রিজার্ভ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তখন এ রুটে সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী রিজার্ভ ট্রেন সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। বর্তমানে রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সাড়ে ৭টায় ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজবাড়ীর সঙ্গে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
০৩ মে, ২০২৪

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত
রাজধানী ঢাকার কারওয়ান বাজারে লাইনচ্যুত হয়েছে যমুনা এক্সপ্রেস। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে লাইনচ্যুত হয় ট্রেনটি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ এ যাত্রায় অস্বস্তিতে পড়তে হয়। এ সময় ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক লাইনে চলাচল করে। এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল কারওয়ান বাজার। সেখানে ডাবল লাইন। একটি লাইন বন্ধ রয়েছে। আরেকটি সচল। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটিতে যায় নগরবাসী। এর ফলে রাজধানী ঢাকা তৈরি হয় ফাঁকা নগরীতে। মোবাইলফোন অপারেটর কোম্পানিগুলো থেকে তথ্য জানা যায়, ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী ব্যক্তি। আর এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখেরও বেশি সিমধারী। গত বছর ঈদুল ফিতরের সময়ে ঈদের আগে পাঁচ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছিলেন।
১৭ এপ্রিল, ২০২৪

এবার পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস নামের একটি ট্রেনের একটি বগি লাইনচ‌্যুতির ঘটনা ঘটেছে। আজ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির চারটি চাকা লাইনচ‌্যুত হ‌য়েছে। এতে ঢাকার সা‌থে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ র‌য়ে‌ছে। স্থানীয়ভাবে বগি উদ্ধারের তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নের বুকিং মাস্টার রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।  বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুু‌টি থাকার কার‌ণে লাইনচ‌্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে আসার জন্য উর্ধতন মহলকে অবহিত করা হয়েছে।  তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের সব রকমের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
১৮ মার্চ, ২০২৪

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।  রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।  ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ট্রেনের বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।   এ ছাড়া ঢাকা ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারগামী ট্রেন একপাশ দিয়ে চলাচল করছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলের স্টেশন মাস্টার জামাল হোসেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেছেন, ট্রেন দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় কেউ তেমন গুরুতর আহত হননি বলেও জানান তিনি।
১৭ মার্চ, ২০২৪

দিনাজপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করা হলেও দুপুর সোয়া ১২টার দিকে আবারও ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ৩১টি বগি নিয়ে ভোরে পার্বতীপুরে আসে। ট্রেনটি রংপুরে যাওয়ার পথে সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনের অন্যসব বগি টেনে পার্বতীপুর রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় পঞ্চগড়-পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বোনারপাড়া গামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর স্টেশনে আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে কাজ শুরু করলে বেলা সাড়ে ১১টার পর ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। পরে উদ্ধার হওয়া ট্রেনটি বাকি বগি নেওয়ার জন্য পার্বতীপুর রেলস্টেশনে আসার পথে আবারও একই স্থানে লাইনচ্যুত হয়। পরে আবারও উদ্ধারকারী দল দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।  পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা-জামালপুর রেল যোগাযোগ ৫ ঘণ্টা পর স্বাভাবিক
ময়মনসিংহগামী ২৫৬ নম্বর লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ পাঁচ ঘণ্টা এ পথে ট্রেন যোগাযোগ বন্ধের পর বিকেল ৪টায় যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার  দিকে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। জামালপুর সদরের পিয়ারপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আ. মমিন। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত যাতায়াত করে। জানা গেছে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর পথে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তা-২ (ঢাকা) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ফেনী রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর দুইটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে। সাগরিকা এক্সপ্রেসের আনসার কমান্ডার শফিকুর রহমান জানান, ফেনী রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৪

সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি উদ্ধার, চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের চারটি চাকা লাইনচ্যুতের পর বগিটি উদ্ধার করা হয়েছে। এদিকে বগি উদ্ধারের ফলে চার ঘণ্টা  পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। রেললাইনের স্লিপারের জোড়া অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো নাশকতার আলামত পায়নি চট্টগ্রাম রেলওয়ে বিভাগ ও রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি । চট্টগ্রাম রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে স্লিপারের একটি অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। কিন্তু উদ্ধারকর্মীরা দ্রুত এসে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টা ১০ মিনিটে উদ্ধারকাজ শেষ হলেও ঢাকামুখি লেনে ট্রেন চলাচল শুরু করে ১০টা ৪৫ মিনিটে। রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী কালবেলাকে বলেন, রেলওয়ে স্লিপারের একটি অংশ ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এখানে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ আবু হানিফ কালবেলাকে বলেন, শীতকালে রেললাইনগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে জোড়া অংশে ভেঙ্গে যায়। এটিকে রেলের বাসায় রেল ব্রোকেন বলে। উদ্ধার কাজ শেষে বর্তমানে চট্টগ্রাম ও ঢাকামুখি লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
০৩ জানুয়ারি, ২০২৪

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা ৪০ মিনিটের দিকে বাড়বকুণ্ড এলাকায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬ টা ৪০ মিনিটে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিনের পিছনের বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের যাত্রীরা জানায়, সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়। রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের পিছনের বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তিনি জানেন না রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে জানেন।  সীতাকুণ্ডের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ আছে।
০৩ জানুয়ারি, ২০২৪

রংপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রংপুরের কাউনিয়া রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাউনিয়া স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক। কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ চলছে। স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২৯ ডিসেম্বর, ২০২৩
X