রংপুরের কাউনিয়া রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাউনিয়া স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক।
কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ চলছে। স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন