নতুন রূপে সাকিবের শিক্ষা জীবনে পদার্পণ!
এবার শিক্ষা উদ্যোক্তা পেশায় নাম লেখালেন বিশ্বক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এবং মাগুরার সংসদ সদস্য সাকিব আল হাসান। রোববার (১২ মে) সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এ ঘোষণা দেন।  সেখানে তিনি বলেন ‘হ্যাঁ, আবার শিক্ষাজীবনে ফিরতে বাধ্য হলাম। তবে শিক্ষার্থী হিসেবে না বরং ডি স্মার্ট সলিউশন লিমিটেডের একজন শিক্ষা উদ্যোক্তা হিসেবে।’ পোস্টটিতে সাকিব আল হাসান তার নিজের শিক্ষা ভাবনা তুলে ধরে বলেন, ‘আমার সবসময়েই মনে হয়েছে, আমাদের মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। প্রতিটি শিশুর জন্য শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সেজন্য শিক্ষাবান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বই, মিড-ডে মিলের মতো অনেক কার্যকরী পদক্ষেপ নিয়েছে। তারপরেও শিক্ষাব্যয় সামলাতে না পেরে প্রতি বছর বিপুল পরিমাণ শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন শেষ না করেই অকালে ঝরে পড়ছে’।  ডি স্মার্ট সলিউশন লিমিটেড প্রতিষ্ঠানটি মূলত দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাইরের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, ব্যাগ, সোয়েটার, স্যু, স্টেশনারিসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রস্তুত ও সরবরাহের কাজ করে আসছে। সাকিব আল হাসান ডি স্মার্ট সলিউশন লিমিটেড সম্পর্কে উল্লেখ করেন, এবার আমার লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা ইউনিফর্মসহ অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করার মাধ্যমে ঝরে পড়ার হারকে যথাসম্ভব কমিয়ে আনা এবং জাতিসংঘ প্রদত্ত টেকসই উন্নয়নের ৪ নম্বর লক্ষ্যমত্রা অর্জনে (SDG 4) বাংলাদেশ সরকারকে সহায়তা করা। তাই বাংলাদেশ সরকারের ‘নতুন বছর, নতুন বই কর্মসূচী’কে আরও শক্তিশালী করতে আমরা চালু করতে যাচ্ছি, ‘নতুন বছর, নতুন বই, নতুন পোশাক কর্মসূচি’।  ডি স্মার্ট সলিউশন লিমিটেডের কোম্পানি পলিসি তুলে ধরে সাকিব আল হাসান বলেন, ‘কোম্পানিটির উদ্ভুত লভ্যাংশের একটি অংশ সরাসরি খরচ করা হবে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণে।’  উল্লেখ্য সাকিব আল হাসান তার ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলোচনায় আসেন। সেখানে তাকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। এ সময় তার হাতে ছিল স্কুল ব্যাগ এবং নেমপ্লেটে লেখা ছিল ফয়সাল। যে নামে তাকে তার স্কুল-কলেজের বন্ধুরা এবং মাগুরার সবাই চেনে। ভিডিওটিতে সাকিব আল হাসান বলেন, আবার শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলাম। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সে সময় অনেকেই ব্যাপারটিকে সাকিব আল হাসানের নতুন কোনো প্রডাক্ট প্রমোশনাল স্ট্যান্ট। সেই ভিডিওটির উত্তর দিতেই এই ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেন সাকিব আল হাসান। রেস্টুরেন্ট, স্বর্ণসহ নানা ধরনের ব্যবসায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু এবারই প্রথম শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে উদ্যোক্তা হিসেবে কাজ করার সীদ্ধান্ত নিয়েছেন। অনেকেই ব্যাপারটিকে বেশ ইতিবাচক চোখে দেখছেন।  উল্লেখ্য, ডি স্মার্ট সলিউশন লি. নামের প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করেছেন মো. মাইনুল হাসান দুলন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। ডি স্মার্ট সলিউশন লি. এর সঙ্গে সাকিব আল হাসানের যুক্ত হওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি আমাদের জন্য দেশ-বিদেশ থেকে অনেক অনেক সন্মান এনে দিয়েছেন। তিনি ডি স্মার্ট সলিউশনের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আশা করছি আমাদের কার্যক্রমকে সারাদেশ এবং দেশের বাহিরে ছড়িয়ে দিতে সহজ হবে।
১৩ মে, ২০২৪

দলীয় সংসদ সদস্যকে আ.লীগ নেতার হুমকি
‘আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান।’ শনিবার (১১ মে) বিকেলে টাঙ্গাইল সখীপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সদস্যদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে এ হুমকি দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু।  তিনি বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাকে প্রতিহত করা হবে। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। হুমকির বিষয়ে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার গুন্ডাবাহিনী নিয়ে এ সভার আয়োজন করেছে। সেখানে ভালো কোনো বক্তব্য আশা করা যায় না। যে ভাষায় তারা কথা বলেছে এটা কোন রাজনৈতিক ভাষা হতে পারে না। এটা গুন্ডাদের ভাষা। এটা শিষ্টাচার বহির্ভূত। আমি চাই রাজনীতিবিদরা রাজনীতির ভাষাই কথা বলুক । জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বলেন, বক্তব্য দিতে গিয়ে কথাটি বলে ফেলেছি। এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি। যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন প্রমুখ। এর আগে গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
১১ মে, ২০২৪

পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব চান সাঈদ খোকন
পুরান ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার (০৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এক সম্পূরক প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্পূরক প্রশ্নে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আজ আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী। তার স্মৃতির প্রতির শ্রদ্ধা জানিয়ে আমি প্রশ্ন করছি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে। পুরান ঢাকার তরুণ-তরুণীদের জন্য ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে কি না? যদি না থাকে তাহলে এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না?  এমন প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই, ওনার নির্বাচনী এলাকায় আমাদের এস্টাব্লিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে সারা বাংলাদেশে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আরও পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
০৯ মে, ২০২৪

৬ জুন বাজেট ঘোষণা
আগামী ৬ জুন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আগামী ৬ জুন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
০৯ মে, ২০২৪

হঠাৎ চুন্নুর কঠোর সমালোচনায় ব্যারিস্টার সুমন
সংসদ সদস্যরা কত টাকা বেতন পান তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। যা নিয়ে গত মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কাছে নালিশ দেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এরই প্রেক্ষিতে মুজিবুল হক চুন্নুর কঠোর সমালোচনা করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (৮ মে) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুমন বলেন, এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে। আমি সেটা প্রকাশ করেছি। এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায়? ব্যারিস্টার সুমন বলেন, জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয়। তিনি দাবি করেন বিরোধী দল, কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে। এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে। মঙ্গলবার সংসদে সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। চুন্নু বলেন, তিনি (সুমন) বলেছেন, এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে। তিনি (সুমন) বলেছেন, এক লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। চুন্নু আরও বলেন, তিন মাসের মধ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কীভাবে পেলেন? তিন কোটি টাকা গমের জন্য, আর বাকি ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, এই ২৮ কোটি টাকা কী আমি পেয়েছি, আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? এরই মধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরাতো পাইনি। চুন্নু বলেন, আগামী ৫ বছরের জন্য কয়টা প্রকল্প করব, তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলছেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। 
০৮ মে, ২০২৪

ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার
কানাডার তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা। এরপর তুমুল বিপাকে পড়েছেন তিনি। সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। বুধবার (০১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কনজারভেটিভ লিডার পিয়েরে পোইলিভরেকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিনি উন্মাদ বলে আখ্যা দেন। এরপর বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে তাকে দিনের বাকি অংশের জন্য সংসদ থেকে বের করে দেওয়া হয়।  বিবিসি জানিয়েছে, কানাডায় আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ট্রুডো ও পিয়েরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা রয়েছে। মঙ্গলবার তাকে পার্লামেন্টের হাউস অব কমন্স থেকে বহিষ্কার করা হয়।  রয়টার্স জানিয়েছে, নির্বাচনী জরিপে কনজারভেটিভরা এগিয়ে রয়েছেন। পিয়েরে ক্ষমতাসীন দল লিবারেল সরকারকে নিয়মিত কার্বন ট্যাক্সের জন্য আক্রমণ করে চলেছেন। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে বলেও দাবি তার।  মঙ্গলবার এই বিরোধী নেতা হাউস অব কমন্সে ভাষণ দেওয়ার সময় ট্রুডোকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, ‘এই উন্মাদ প্রধানমন্ত্রীর এই উন্মাদ নীতির অবসান কবে হবে?’ এমন বক্তব্যের পর স্পিকার গ্রেগ ফার্গাস তাকে মন্তব্য প্রত্যাহার করতে চারবার অনুরোধ করেন। তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন।  স্পিকারের আহ্বানে সাড়া না দেওয়ায় তিনি পিয়েরেকে বলেন, পিয়েরে স্পিকারের কর্তৃত্বকে উপেক্ষা করেছেন। এরপর তিনি তাকে দিনের বাকি অংশের জন্য হাউস থেকে বের হয়ে যাওয়ার কথা নির্দেশ দেন। ফরে পিয়েরে এবং তার দলের বেশিরভাগ আইনপ্রণেতা সংসদ থেকে চলে যান।  উল্লেখ্য, কানাডার পার্লামেন্ট থেকে এভাবে কেনো সদস্যকে বের করে দেওয়ার ঘটনা বিরল। 
০১ মে, ২০২৪

সংসদ অধিবেশন বসছে বৃহস্পতিবার
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।  রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন চলবে মাত্র ছয় কার্যদিবস। এর মধ্যেই পাস হতে পারে একটি বিল। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। সরকারি দলের হুইপ ইকবালুর রহিম জানান, গ্রাম আদালত বিল ২০২৪, সংশোধিত স্থানীয় সরকারসহ ৪টি বিল এ অধিবেশনে পাসের জন্য উপস্থাপন করা হতে পারে। এ ছাড়া একাদশ সংসদের শ্রম বিল, গণমাধ্যম কর্মী ও বৈষম্যবিরোধী বিলসহ ৫টি অমীমাংসিত আইনও গতি পেতে পারে। জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন। চলবে মাসব্যাপী। এর আগে ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। যা শেষ হয় ৫ মার্চ।
০১ মে, ২০২৪

সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। মঙ্গলবার (৩০ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। সংসদ অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম জাতীয় সংসদ ভবন থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এতে আরও বলা হয়েছে, বেতার মধ্যম তরঙ্গ ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফ এম ৯২.০ মেগাহার্জ এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ Bangladesh Betar এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
৩০ এপ্রিল, ২০২৪

সংসদ সদস্যের প্রার্থী দাবি করায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শনিবার (২৭ এপ্রিল) নির্বাচন অনুসন্ধান কমিটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ঘোড়াঘাট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন মো. কামরুল ইসলাম এ নোটিশ দেন। ওই নোটিশে অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়া ওই চেয়ারম্যান প্রার্থী হলেন, আনারস প্রতীকের প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম। রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য। তিনি গত বৃহস্পতিবার বিকেলে কাজী শুভ রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীনুর আলম অভিযোগের চিঠি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে এক উঠান বৈঠকে নিজেকে এমপির সমর্থিত (সংসদ সদস্য শিবলী সাদিক) মনোনীত প্রার্থী দাবি করে ভোট চান। যেটা আচারণবিধি লঙ্ঘন করেছেন মর্মে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলামের করা লিখিত ও হোয়াটসঅ্যাপের ভিডিও চিত্র অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী ভোটারদের উদ্দেশে বলছেন, জাতীয় নির্বাচনের এক পথ সভায় এমপি ( সংসদ সদস্য শিবলী সাদিক) তাকে তার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে সমর্থন করেছেন। আমি মনে করি, এই সম্মান এখন শিবলী সাদিকের সম্মান। এই সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। অভিযোগ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী বলেন, আমরা বংশপরম্পরায় রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের রাজনীতির ইতিহাস প্রায় ১০০ বছরের উপরে। আমি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। হয়তো কথা বলার ক্ষেত্রে আমি বলে থাকতে পারি। ওইটা হয়তো ভুলবশত হতেই পারে। আগামী দিন আর এ রকম হবে না। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে ওনাকে (কাজী শুভ রহমান চৌধুরী) শোকজ করা হয়েছে।
২৮ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ ভাঙন ধরাতে আঘাত করলে আমরা বসে থাকব না। আমরা সকলে মিলে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২৬ এপ্রিল) শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পারভীন জামান কল্পনা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অল্পতে খুশি হন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঠিক করে আওয়ামী লীগটা করতে হবে। আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই ভাই ভাই। আজ যারা মূর্তি ভাঙে তারা কোনোদিন আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুরের কিছু অংশ স্বাধীন হয়েছিল ১০ জানুয়ারি। তেমনি শৈলকুপার অনেক এলাকায় শান্তি ফিরে আসলেও কিছু এলাকায় এখনো শান্তি ফিরে আসেনি। তাই সবাই ঐক্যবদ্ধভাবে শৈলকুপার শান্তি ফিরিয়ে আনতে কাজ করতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। মুখ খুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যেমন সাহসের সঙ্গে যোগদানের মাধ্যমে সঠিক রাজনীতির পথে যুক্ত হলেন, তেমনিভাবে আগামীতে সঠিক পথে চলতে পারলে একটি শান্তিপূর্ণ  উন্নয়নের শৈলকুপা গড়ে তোলা সম্ভব হবে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন জামান কল্পনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সামনে রেখে আমরা নতুন শৈলকুপা গড়তে এগিয়ে যেতে চাই। শৈলকুপার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের খান পাড়ায় ২০০ ঘর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম দুলালের পক্ষে যোগদান করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজি আশরাফুল আজম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ৮নং ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাদ আলী মেম্বারসহ উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
২৬ এপ্রিল, ২০২৪
X