হিলি স্থলবন্দর দিয়ে আসছে ভারতের পেঁয়াজ
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে। কোরবানির আগে ভারতের পেঁয়াজ আসায় দেশে দাম বাড়বে না, বলছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে মেসার্স আর এস বি ট্রেডার্স পেঁয়াজ আমদানি করে। একটি ট্রাক ৩০ টন পেঁয়াজ নিয়ে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এতদিন আমদানি বন্ধ ছিল। গত ৪ মে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরও ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার আমদানি শুরু হয়েছে।
১৫ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৮ মে) একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, বুধবার হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সরকারিভাবে উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। তিনি বলেন, এতে করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ আছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
০৮ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুধবার (১ মে) সকালে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে বুধবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল (২ মে) বৃহস্পতিবার যথারীতি দুই দেশের মধ্যে এ কার্যক্রম সচল হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, মে দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সচল থাকছে। বুধবার সকাল থেকেই অন্যান্য দিনের মতো যথারীতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
০১ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে টানা ছয় দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দুদেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন। আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে হিলি বন্দরে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারবেন। হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।
০৯ এপ্রিল, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির অনুমতি
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ আমদানিকারক।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার (৩১ জানুয়ারি) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়। গতকাল বিকেল থেকে আমদানি অনুমতি পত্র (আইপি) দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, হঠাৎ করে আবার আলুর দাম বৃদ্ধি কারণে বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে বাজারে দাম অনেকটাই কমে যাবে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আদায় 
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আহরণ বেড়েছে। গত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪৮ কোটি ২ লাখ টাকারও বেশি রাজস্ব এসেছে। স্থলবন্দর দিয়ে জিরা ও পাথর আমদানি থেকে সবচেয়ে বেশি শুল্ক আসে। চলতি অর্থবছরের শুরুতে জিরার শুল্কায়ন মূল্য দ্বিগুণ করা হয়। পাথরের শুল্কায়ন মূল্যও বাড়ানো হয়েছে।  হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, অর্থবছরের প্রথম ছয় মাসে এ বন্দর দিয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৬১ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় যা ছিল ২১৩ কোটি ১৬ লাখ টাকা। এ বছরের জুলাইয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা, আগস্টে ৪৩ কোটি ৯২ লাখ টাকা, সেপ্টেম্বরে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা, অক্টোবরে ৩৬ কোটি ৭১ লাখ টাকা, নভেম্বরে ৫২ কোটি ৯৭ লাখ টাকা এবং ডিসেম্বরে ৫৭ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব আয় হয়।  হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, হিলি স্থলবন্দর থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে  রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে দেয়নি এনবিআর। তারপরও আমরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২৬১ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি। আমরা ধারণা করছি, গত অর্থবছর স্থলবন্দর থেকে যে পরিমাণ রাজস্ব আহরণ হয়েছিল তার সঙ্গে ৩০ শতাংশ যোগ করে নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এনবিআর। হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের মূল পণ্য জিরা। বন্দর দিয়ে মসলা পণ্যটির আমদানি বাড়লে রাজস্ব আহরণ আরো বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড জিরা আমদানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য দ্বিগুণের মতো বাড়িয়েছে। আগে প্রতি টন জিরা ১ হাজার ৮০০ ডলার মূল্যে শুল্কায়ন করা হলেও সেটি বাড়িয়ে এখন ৩ হাজার ৫০০ ডলার করা হয়েছে। এতে করে বন্দর দিয়ে জিরার আমদানি কমেছে।
১৭ জানুয়ারি, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন।  তিনি বলেন, আজ শুভ বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই হিলি বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল আলম বলেন, ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে আজ হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম ছুটির আওতামুক্ত। এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
২৫ ডিসেম্বর, ২০২৩

হরতালে স্বাভাবিক হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে দ্বিতীয় দিনেও কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। বন্দরটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও অব্যাহত রয়েছে। তবে অন্য দিনের তুলনায় দিনাজপুরগামী বাস কম চলাচল করতে দেখা গেছে। সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানির কাজ শুরু হয়। পানামা পোর্ট ও শুল্ক স্টেশনের সব বিভাগ ও বন্দরের  কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য উঠা-নামা এবং পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে। বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দরে ভেতরে ও বাইরে গোডাউনগুলোতে লোড-আনলোড করছে। তবে পণ্য নিয়ে ট্রাকগুলো দেশের বিভিন্নস্থানে ছেড়ে যেতে দেখা যায়নি।  হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, হিলি স্থলবন্দরে হরতালে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এবং যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। 
২০ নভেম্বর, ২০২৩

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের বিজিবি ক্যাম্প হিলি সিপি বিওপি'তে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএসএফ রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি মহিনদার সিং।  সৌজন্য বৈঠকে বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়করাসহ অন্যান্য স্টাফ অফিসার ও কোম্পানি অধিনায়করা যোগদান করেন। অন্যদিকে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের পক্ষেও চারজন ব্যাটালিয়ন কমান্ডেন্টসহ অন্যান্য অফিসার ও প্রতিনিধিরা এ সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিএসএফ প্রতিনিধিদল বিওপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডার ও তার দল বিওপি ফটকে তাদের অভ্যর্থনা জানান। এ ছাড়াও বিজিবির একটি চৌকস দল কর্তৃক সেক্টর কমান্ডার রায়গঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করেন। বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, হিলি সীমান্তে বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর, ২০২৩

হিলি স্থলবন্দর হয়ে আসছে ১২ হাজার টন ভারতীয় আলু
দেশের বাজারে আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) অথবা শুক্রবার ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সঙ্গনিরোধ উপসহকারী ইউসুফ আলী। তিনি বলেন, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ১২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে আগামী দুই দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি শুরু হবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আমরা হিলির ১০ জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। খুব দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।
০১ নভেম্বর, ২০২৩
X