এশিয়া কাপ কিংবা নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে “সম্পূর্ণ বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে বোর্ড জানায়, এমন কোনো আলোচনা তো দূরের কথা, এ নিয়ে কোনো প্রকার চিঠিও দেওয়া হয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এএসিসি)।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ক্রিকবাজকে বলেন, ‘আজ সকালে আমরা জানতে পারি যে, কিছু সংবাদমাধ্যমে বিসিসিআই এশিয়া কাপ ও নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে বলে খবর ছড়িয়েছে। এসব খবরের কোনো ভিত্তি নেই। এই বিষয়ে বিসিসিআইয়ের ভেতরে এখন পর্যন্ত কোনো আলোচনা পর্যন্ত হয়নি। কাজেই এএসিসিকে কিছু লেখার প্রশ্নই আসে না।’
সাইকিয়া আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান মনোযোগ আইপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দিকে, যেখানে পুরুষ ও নারী উভয় দলই অংশ নিচ্ছে।’
উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’–এর পর উপমহাদেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এশিয়া কাপ ও নারী ইমার্জিং কাপ নিয়ে নানা জল্পনা শুরু হয়। চলতি বছর পুরুষদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব–২৩ নারী ইমার্জিং এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে এএসিসির।
এই প্রসঙ্গে সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ কিংবা অন্য কোনো এএসিসি ইভেন্ট এখনো বিসিসিআইয়ের আলোচনায়ই আসেনি। কাজেই এ নিয়ে ছড়িয়ে পড়া কোনো সংবাদই সত্য নয়। বিষয়টি নিয়ে যথাসময়ে বিসিসিআই সিদ্ধান্ত নেবে এবং তা আনুষ্ঠানিকভাবে জানাবে।’
সরাসরি রাজনৈতিক পরিস্থিতিকে এড়িয়ে গেলেও বিসিসিআইয়ের এই বার্তা যেন স্পষ্ট—তারা এখন মাঠের খেলায় মনোযোগ দিচ্ছে, কূটনৈতিক উত্তাপে নয়। তাই এশিয়া কাপ নিয়ে এখনই চূড়ান্ত কিছু ভাবেনি ভারত।
মন্তব্য করুন