স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচের বিপর্যয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের

বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারের দশা ছিল এই রকম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারের দশা ছিল এই রকম। ছবি : সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে দরকার ছিল ১৭৯ রান। তবে শুরুতেই ব্যাটিং ধস নামায় ১০৪ রানে অলআউট হয়ে যায় লিটন দাসের দল। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নেওয়ায় সিরিজ জয় উদযাপনে কোনো ঘাটতি থাকছে না টাইগারদের।

সিরিজের শেষ ম্যাচে জয় হাতছাড়া হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানের বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। কিন্তু আগের দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দিয়েই সিরিজ নিশ্চিত করেছিল লিটন দাসের দল।

আজকের ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিং সহায়ক নয়, এমন দুই-পেসি উইকেটেও শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে সফরকারীরা। সাহিবজাদা ফারহানের ঝলমলে হাফসেঞ্চুরি (৫২ রান) এবং হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজের কার্যকর ক্যামিও ইনিংসে পাকিস্তান তোলে চ্যালেঞ্জিং ১৭৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেন ব্যাটিং বিপর্যয়ের আরেকটি ক্লাসিক উদাহরণ তৈরি করে। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান। এরপর একে একে ফিরে যান লিটন, মিরাজ, জাকের, মেহেদী—সবাই। ৪.৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। পাওয়ারপ্লেতে পড়ে যায় ৬ উইকেট, যার পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না।

এক প্রান্ত আগলে চেষ্টা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেও, তার ইনিংস শুধু ব্যবধান কমানোর কাজেই ব্যবহৃত হয়। পুরো ইনিংসে বাংলাদেশ পায় মাত্র ১০৪ রান, অলআউট হয়ে যায় ১৬.৪ ওভারে।

পাকিস্তানের বোলিং আক্রমণে ছিলেন দারুণ বৈচিত্র্য। সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। পাশাপাশি ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ নেন ২টি করে উইকেট। শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত বোলিংয়ের ছাপ রেখেই ম্যাচ নিয়ন্ত্রণে রাখে বাবরহীন পাকিস্তান দল।

তবে এই হারে বাংলাদেশের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগবে না বলেই ধারণা। সিরিজ জয় এবং তরুণদের পারফরম্যান্স থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো নিয়েই তারা এগোতে চাইবে আগামী সিরিজগুলোর দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

প্রাণ গেল মসজিদের ইমামের

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

১০

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

১১

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

১২

মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে চালু হচ্ছে নতুন পোশাক

১৩

বিএনপিতে যোগ দিলেন অব্যাহতি পাওয়া জাপা নেতা

১৪

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার ক্রয় বড় বাধা বলে মনে করছে আইএমএফ

১৫

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

১৬

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান

১৭

উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন না করাসহ ১২টি নির্দেশনা মানতে হবে পর্যটকদের

১৮

যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক

১৯

রাজধানীতে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

২০
X