প্রথম দুই ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে এরই মধ্যে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের জেদ মনে হয় তৃতীয় ওয়ানডেতে ওঠাল অজিরা। রোববার (২৪ আগস্ট) সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৩১ রান।
প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। হেড-মার্শ রীতিমতো ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর। অজি এই দুই ব্যাটারই দেখা পান শতকের। ২৫০ রানে প্রথম উইকেটের পতন হয় অজিদের। ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাহারাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
হেড বিদায় নিলেও কমেনি অস্ট্রেলিয়ার রান তোলার গতি। মার্শের সঙ্গে যোগ দিয়ে সমান গতিতে রান তুলতে শুরু করেন ক্যামেরন গ্রিনও। মাত্র ৫৫ বলে ১১৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, মার্শ ফেরেন ১০০ রান করে।
শেষদিকে ব্যাট হাতে তাণ্ডব চালান ক্যারি। ৩৭ বলে অপরাজিত ৫০ রান আসে তার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে মাহারাজ ও সেনুরান মুথুসামি একটি করে উইকেট নেন।
মন্তব্য করুন