ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের নারী ক্রিকেটাররা বেশ উচ্ছ্বসিত। প্রায় এক যুগ পর মিরপুরে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ নারী দলের মধ্যে একমাত্র সালমা খাতুন ছাড়া কারোরই হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।
সেই উচ্ছ্বাস কিছুদিন ধরেই ক্রিকেটারদের ভেতর ছড়িয়ে পড়েছে। গতকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও জ্যোতির কণ্ঠজুড়ে ছিল সে উচ্ছ্বাস।
অপেক্ষার প্রহর কাটিয়ে আগামীকাল (৯ জুলাই) মিরপুরে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছেন তারা। ভারতের সঙ্গে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ভারতের ১১ জয়ের বিপরীতে বাংলাদেশের মাত্র ২।
শক্তি-সামর্থ্যে-অভিজ্ঞতায় বাংলাদেশের মেয়েদের চেয়ে যোজন-যোজন এগিয়ে ভারত। দুই দলের পরিসংখ্যান সেটাই বলছে। তবে এবার ঘরের মাঠে পরিচিত বলেই আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।
তবে কয়টি ম্যাচ জিততে চান প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন তিনি, ‘একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আমাদের নিয়ে আপনার লক্ষ্য কি? আমরা কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে? ছয় ম্যাচে কয়টা ম্যাচ আমাদের জেতা উচিত?’
এরপরই জ্যোতি জানান, ‘এটা হচ্ছে বিশ্বাসের ওপর নির্ভর করে। আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা, সিরিজ জয় সবাই-ই চায়। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়ানোর মতো আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’
কাজটা যে কঠিন, অজানা নয় বাংলাদেশ দলের। মেয়েদের ক্রিকেটে বিশেষ করে উপমহাদেশে অন্য দলগুলোর সঙ্গে ভারতের মেয়েদের শক্তির পার্থক্য খুবই পরিষ্কার।
তবে বিপক্ষ দল নিয়ে বেশি ভাবতে নারাজ জ্যোতি। কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, বিপক্ষ দল নিয়ে বেশি চিন্তা করলে নিজেদের শক্তির জায়গা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। জ্যোতি তাই নিজেদের পরিকল্পনা আর নিজের ক্রিকেটারদের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সেখানে সময় দিতে চান।
এই ভাবনা থেকে অধিনায়কের মতো বাংলাদেশ কোচ হাসান তিলেকরত্নেও মনে করেন, সিরিজ জেতা অসম্ভব নয়। তিনি বলেছেন, ‘কেন আমরা সিরিজ জিততে পারব না? আমাদের সব ধরনের অস্ত্রই আছে। আমরা সিরিজ জিততে পারি। ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন