‘সুস্থ দেহ প্রশান্ত মন, খেলায় করব দেশ গঠন’ স্লোগানে মাঠে গড়িয়েছে আওয়ামী লীগের দুই দপ্তরের প্রীতি ক্রিকেট ম্যাচ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে ম্যাচটি শুরু হয়। এতে অংশ নিয়েছে আওয়ামী লীগের দপ্তর টিম (ধানমন্ডি ৩/এ একাদশ) ও ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর টিম।
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তারানা হালিম প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা মীর সাব্বির।
আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক উপদপ্তর সম্পাদক সায়েম খান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিমের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
ধানমন্ডি ধানমন্ডি ৩/এ একাদশ : সায়েম খান (অধিনায়ক), মো. আলাউদ্দিন, আদিত্য নন্দী, রায়হান কবির, বনফুল, সায়মন খান, নজরুল ইসলাম পাঠান, হাবিব, অনিক পাল, রাজীব সরদার, আবুল হোসেন, শাওন গরামী, কৌশিক এবং সজীব মোল্লা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর একাদশ : রিয়াজ উদ্দিন (রিয়াজ) উদ্দিন (অধিনায়ক), আনিসুর রহমান, মুস্তাফিজুর রহমান শাহরিয়ার, নূর মোহাম্মদ মিঠু, আবুল হোসেন, রতন, তানভীর, লিজান, নসিব, সবুজ, আশরাফুল, রায়হান, আবির এবং রাব্বি।
মন্তব্য করুন