নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আমির সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৬ খেলায় ৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি শিরোপা নিশ্চিত করেন। সাড়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা হাবিবুর রহমান সোহেল রানার্সআপ হয়েছেন। তৃতীয় স্থান পাওয়া মোহাম্মদ মেসবাহ উদ্দিনের সংগ্রহ ছিল ৪ পয়েন্ট।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে তিন দিনের এ প্রতিযোগিতার পর্দা নেমেছে । ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত আসরে ৮ রেটেড দাবাড়ুসহ মোট ১০ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ও নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা মোস্তফা সাইফুল ইসলাম বাদল, প্রতিযোগিতার প্রধান বিচারক ফিদে আরবিটার মোহাম্মদ শামীম, দেশের দাবাবিষয়ক ওয়েবসাইট চেস বিডি ডটকমের সম্পাদক মোরসালিন আহমেদ ও সুশান্ত দে।
মন্তব্য করুন