স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে না পেয়ে সৌদি ক্লাবের নজর এখন নেইমারে

পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ বানাতে চেয়েছিল সৌদির আল হিলাল। কিন্তু সেই প্রলোভনে পা না দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। এতে হতাশ আল হিলালের নজর এখন মেসির সাবেক ক্লাব বার্সেলোনা ও পিএসজির সতীর্থ নেইমারের দিকে।

ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম এক প্রতিবেদনে দাবি করেছে, গত শুক্রবার প্যারিসে প্রতিনিধি দল পাঠিয়েছিল আল হিলাল। সেখানে ব্রাজিলিয়ান তারকার দলবদল এবং সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে তারা।

এদিকে সিবিএস স্পোর্টস জানিয়েছে, আল নাসর যেভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করেছে, ঠিক একইভাবে নেইমারের সঙ্গে চুক্তি সারতে চাইছে আল হিলাল। তাকে ৪৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে চাচ্ছে সৌদি ক্লাবটি।

২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তবে সেই দামের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। এখন তাকে বিক্রি করে লোকসান পুষিয়ে নিতে চাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এরই মধ্যে নেইমারকে বিক্রি করার জন্য ইউরোপের একাধিক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছে পিএসজি। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি। মৌসুমের শেষ দিকে এসে খেলতে পারেননি বেশকিছু ম্যাচ। এ মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।

ঘনঘন ইনজুরিতে পড়ায় তার ওপর বিরক্ত পিএসজির কর্তারা। শঙ্কিত তার ফিটনেস নিয়েও। আসছে দলবদলের মৌসুমে প্যারিস ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন নেইমার নিজেও। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, এর মধ্যে নাকি একাধিক শীর্ষ ইংলিশ ক্লাবকে নিজের আগ্রহের কথা জানিয়েও রেখেছেন ব্রাজিলিয়ান তারকা।

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, নেইমারের প্রতিনিধিরা এরই মধ্যে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের সঙ্গে কথা বলেছেন।

এর মধ্যে আরেকটি বড় খবর হচ্ছে, পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে চেলসির মালিক টড বোয়েলির সাম্প্রতিক বৈঠকে নাকি নেইমারকে নিয়েও আলোচনা হয়েছে। যদি আলোচনা ফলপ্রসূ হয়, তবে আগামী মৌসুমে হয়তো স্টামফোর্ড ব্রিজের গাঢ় নীল জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে। শুধু চেলসিই নন, জোরের সঙ্গে শোনা যাচ্ছে নিউক্যাসলের নামও। নেইমারের দলবদল প্রসঙ্গ সামনে আসার পর থেকেই নিউক্যাসলের আগ্রহের কথা সামনে আসছে ঘুরেফিরে।

তবে সময় গড়ানোর সঙ্গে বিশ্বের সবচেয়ে দামি তারকাকে কেনার লড়াইয়ে এগিয়ে আসতে পারে অন্য ইংলিশ ক্লাবগুলোও, যা জমিয়ে তুলতে পারে গ্রীষ্মের দলবদল। এ অবস্থায় আল হিলালের প্রস্তাব মূল্য বাড়াবে নেইমারের। মেসির পর নেইমার হচ্ছে সৌদি ক্লাবটির মূল আকর্ষণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পপুলার ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি

পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

২৩ অক্টোবর : নামাজের সময়সূচি 

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

‘সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে’

ইউএনএফপিএ এবং জাপান সরকারের মাঝে ৪০ কোটি টাকার সহায়তা চুক্তি

১০

‘রাষ্ট্রপতির চেয়ারে বসে কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না’

১১

বুলগেরিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

১২

ভিনির দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের অসাধারণ জয়

১৩

ঘূর্ণিঝড় ডানার তাণ্ডব চলবে রাত থেকে ভোর পর্যন্ত

১৪

টানা দ্বিতীয় হারে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

১৫

বঙ্গভবন এলাকা থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান হাসনাত-সারজিসের

১৬

বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

১৭

প্রধান উপদেষ্টার একান্ত সচিব হলেন মোজাম্মেল হক

১৮

প্রধান উপদেষ্টা সুস্থ আছেন, গুজব না ছড়ানোর অনুরোধ

১৯

যুক্তরাজ্য বিএনপির সম্পাদক কয়ছরকে জগন্নাথপুরে গণসংবর্ধনা

২০
X