ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে ফুটবলারদের সাথে অবরুদ্ধ বাংলাদেশি সাংবাদিকরাও

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল করার পর মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ফুটবল দলের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছিল। ফিরতি ফ্লাইট ছিল বিকেল ৩টায়। কিন্তু টিম হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পরে জানানো হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ত্রিভুবন বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পাণ্ডে গতকাল দুপুরে কাঠমান্ডু পোস্টকে বলছিলেন, ‘দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোঠেশ্বর এলাকায় ধোঁয়া দেখা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। বিমানবন্দর বন্ধ করা হয়নি, আমরা সেটি করবও না। স্থানীয় যাতায়াতের সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছতে পারছেন না। এ অবস্থায় ফ্লাইট উড্ডয়নও সম্ভব হচ্ছে না। নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ার ছাড়াও বিমান সংস্থাগুলো সব ফ্লাইট স্থগিত করেছে।’

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ কভার করতে ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ প্রতিনিধি কাঠমান্ডু অবস্থান করছেন। দুই প্রীতি ম্যাচ শেষ করে বেশিরভাগ ক্রীড়া সাংবাদিকের আগামীকাল ঢাকায় ফেরার কথা ছিল। বর্তমান অবস্থায় তাদের নির্ধারিত সময়ে ফেরার বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আজ বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ জুবায়ের কাঠমান্ডু থেকে কালবেলাকে বলেন, ‘বাংলাদেশ থেকে যে ক্রীড়া সাংবাদিকরা এখানে এসেছেন, তারা থামেলের মুসলিম চক এলাকার কাছাকাছি জায়গার বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। এখানে তেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।’

মোহাম্মদ জুবায়ের আরও বলছিলেন, ‘আন্দোলনের কারণে কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ছিল। বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা অবস্থান করছেন—এমন এক হোটেলেও বিদ্যুৎ বিপর্যয় ছিল। তাদের ওই হোটেল ছেড়ে অন্যত্র চলে আসার কথা।’

কাঠমান্ডুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ জুবায়ের বলছিলেন, ‘নেপালে বর্তমান কোনো নিরাপত্তা বাহিনী নেই। লুটপাটের ভয়ে হোটেলের ফকট বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।’

তার আগে, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দলের অবস্থা সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার ইকবাল হোসেন বলছিলেন, ‘কাঠমান্ডুর পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা যেখানে অবস্থান করছি, তার আশপাশে চলছে বিক্ষোভ, জ্বালাও-পোড়াও। নিরাপত্তার কারণে ফুটবলাররা হোটেল থেকে বের হতে পারেনি। সবাই টিম হোটেলেই অবস্থান করছেন।’

কাঠমান্ডু থেকে কালবেলাকে জানানো হয়েছে, ‘ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিকের আজই ঢাকায় ফেরার ফ্লাইট ছিল। সে অনুযায়ী তিনি বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনও সম্পন্ন করেছিলেন। তারপরই আন্দোলনকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় আটকা পড়েছিলেন ওই ক্রীড়া সাংবাদিক। পরে অবরুদ্ধ ওই ক্রীড়া সাংবাদিককে স্থানীয় ক্রীড়া সংবাদিক প্রজ্জল ওলি মোটরসাইকেলে করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন।’

নেপালে আটকে পড়া ক্রীড়া সাংবাদিকরা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাত দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আজ বিশেষ ফ্লাইটে করে জাতীয় দলের ফুটবলারদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একই ফ্লাইটে আটকে পড়া ক্রীড়া সাংবাদিকদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X