কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করবে অ্যান্ড্রয়েডের এই গোপন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত কয়েক মাসে অ্যান্ড্রয়েডে একের পর এক নতুন ফিচার যুক্ত করেছে গুগল। নতুন Material 3 Expressive ডিজাইনের মাধ্যমে অ্যান্ড্রয়েড পেয়েছে আরও বোল্ড ও আধুনিক রূপ। পাশাপাশি নোটিফিকেশনের জন্য যুক্ত হয়েছে আইওএস-ধাঁচের Live Updates। সব মিলিয়ে সম্প্রতি অ্যান্ড্রয়েডে এসেছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন।

তবে এত ফিচারের ভিড়ে যেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেক ব্যবহারকারী, সেটি হলো অ্যান্টি-থেফট ও সিকিউরিটি টুলস। এসব ফিচার ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হলে একদিকে যেমন ফোনকে সুরক্ষিত রাখবে, অন্যদিকে ব্যক্তিগত ডেটাও নিরাপদ রাখবে।

এর পাশাপাশি ফোনকলের মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা ঠেকাতেও নতুন টুল যুক্ত করেছে গুগল।

এই ধারাবাহিকতায় ডিসেম্বর ২০২৫-এ অ্যান্ড্রয়েড ১৬ QPR2 আপডেটের সঙ্গে, বিশেষ করে পিক্সেল ডিভাইসগুলোর জন্য আরও কিছু নতুন নিরাপত্তা ফিচার চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, Circle to Search ব্যবহার করে স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করার সুবিধা।

Circle to Search দিয়েই ধরা পড়বে প্রতারণা

এর আগেও অ্যান্ড্রয়েডে একাধিক অন-ডিভাইস সুরক্ষা ব্যবস্থা ছিল। অ্যাপের ভেতর প্রতারণামূলক আচরণ শনাক্ত করা কিংবা গুগলের ফোন অ্যাপের মাধ্যমে স্ক্যাম ও জাল কল ব্লক করার সুবিধা আগে থেকেই চালু ছিল। তবু কিছু প্রতারণামূলক বার্তা বা কল এড়িয়ে যাওয়ার ঘটনা ঘটত, আর সেখানেই নতুন এই ফিচারের গুরুত্ব।

Circle to Search অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি ফিচার। এর মাধ্যমে স্ক্রিনে থাকা যেকোনো লেখা বা ছবির ওপর বৃত্ত এঁকে তাৎক্ষণিকভাবে সার্চ করা যায়। সাম্প্রতিক সময়ে এতে অন-স্ক্রিন টেক্সট অনুবাদ এবং গুগল সার্চের এআই মোডে ফলো-আপ প্রশ্ন করার সুবিধাও যোগ হয়েছে।

তবে ডিসেম্বর-২০২৫ আপডেটে যুক্ত হওয়া নতুন সুবিধাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো মেসেজ স্ক্যাম বা জালিয়াতি কি না, সে বিষয়ে সন্দেহ হলে শুধু বার্তাটির ওপর সার্কেল বা হাইলাইট করলেই Circle to Search জানিয়ে দেবে সেটি ভুয়া কি না।

গুগলের ভাষ্য অনুযায়ী, প্রতারকরা সাধারণত গুগল মেসেজেস বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ দাবি করা, লোভনীয় প্রস্তাব দেওয়া বা ভুয়া ওয়েবসাইটের লিংক পাঠানোর কৌশল ব্যবহার করে। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারী সহজেই জানতে পারবেন, বার্তাটি বিশ্বাসযোগ্য নাকি প্রতারণার চেষ্টা।

কীভাবে কাজ করে এই ফিচার

এই সুবিধা ব্যবহার করতে হলে ন্যাভিগেশন বারে ট্যাপ করে ধরে রেখে Circle to Search চালু করতে হবে। এরপর সন্দেহজনক মেসেজটি হাইলাইট করলে গুগল এআই এবং ওয়েব থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে বিশ্লেষণ করবে সেটি স্ক্যাম কি না।

বিশ্লেষণের ফল অনুযায়ী কী করা উচিত—যেমন লিংক এড়িয়ে যাওয়া, প্রেরককে ব্লক করা বা সতর্ক থাকার পরামর্শ; সেটিও দেখাবে Circle to Search।

বাস্তব ব্যবহারে গুগল পিক্সেল ১০ প্রো ডিভাইসে একাধিক মেসেজ পরীক্ষা করে দেখা গেছে, ফিচারটি স্প্যাম ও আসল বার্তার মধ্যে বেশ নির্ভুলভাবে পার্থক্য করতে পেরেছে।

যেসব ক্ষেত্রে এআই সরাসরি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, সেখানে ব্যবহারকারী ‘Ask anything’ অপশন ব্যবহার করে গুগল এআই মোডে প্রশ্ন করতে পারবেন। এমন পরিস্থিতিতে এআই জানিয়ে দিতে পারে, সেটি ঋণসংক্রান্ত স্ক্যাম, ফিশিং চেষ্টা বা কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে করা প্রতারণা কি না।

এর ফলে জুয়া, ঋণ, ‘বাই নাউ পে লেটার’সহ বিভিন্ন ধরনের সন্দেহজনক অফার আসল নাকি ভুয়া—তা বোঝা আরও সহজ হবে। পাশাপাশি এসব বার্তা কীভাবে ব্লক বা রিপোর্ট করতে হয়, সে সম্পর্কেও জানতে পারবেন ব্যবহারকারীরা।

ডিসেম্বর-২০২৫ আপডেটে আরও যা থাকছে

এই সুরক্ষামূলক ফিচারের পাশাপাশি ডিসেম্বর-২০২৫ আপডেটে অ্যান্ড্রয়েড ও পিক্সেল ডিভাইসের জন্য আরও কিছু ব্যবহারবান্ধব ফিচার চালু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নোটিফিকেশন সামারি ফিচার, যার মাধ্যমে দীর্ঘ মেসেজ বা একাধিক গ্রুপ চ্যাট সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখা যাবে।

এ ছাড়া নেটিভ সাপোর্ট না থাকলেও অ্যাপগুলোতে ডার্ক থিম প্রয়োগের জন্য এক্সপ্যান্ডেড ডার্ক মোড এবং স্বয়ংক্রিয় থিমড আইকন ফিচারও যুক্ত হচ্ছে।

সব মিলিয়ে, Circle to Search দিয়ে স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করার সুবিধাটি হয়তো আলোচনার বাইরে থেকে যাবে, কিন্তু বাস্তবে এটি ডিসেম্বর ফিচার ড্রপের অন্যতম কার্যকর ও অবমূল্যায়িত ফিচার। দৈনন্দিন জীবনে প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে এটি অনেক ব্যবহারকারীর জন্য নীরবে বড় সহায়ক হয়ে উঠতে পারে।

সূত্র : অ্যান্ড্রয়েড পুলিশ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দিল ভারত

সড়কে প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত তিন যাত্রী

আকিকা না দিলে কি সন্তানের ওপর বিপদ-আপদ লেগে থাকে? 

চট্টগ্রামে এক মঞ্চে বসছেন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা

সুইফটের বিয়েতে এলাহী আয়োজন

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সব প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার 

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

জামায়াত নেতাদের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

সরকারি খাস জমির মাটি কাটার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

১০

‘নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল সেই টাকা আমরা দিলাম’

১১

এবারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

১২

স্ক্যাম ও জালিয়াতি শনাক্ত করতে সাহায্য করবে অ্যান্ড্রয়েডের এই গোপন ফিচার

১৩

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

১৪

মিয়ানমারের মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

১৫

নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারবেন না যারা

১৬

জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

১৭

ব্যাট করেন ১৬৬ স্ট্রাইকরেটে, এবার আসছেন বিপিএল কাঁপাতে

১৮

ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

১৯

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

২০
X