কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে নতুন দপ্তর খুলছে ইসরায়েল

একটি নতুন গাজা উপত্যকা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত।
একটি নতুন গাজা উপত্যকা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরানো নিশ্চিত করতে নতুন একটি সরকারি অধিদপ্তর গঠনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার এই নতুন অধিদপ্তর গঠনের মাধ্যমে ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছাড়ার প্রক্রিয়াকে ‘সহজ ও কার্যকর’ করার পরিকল্পনা করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন এ দপ্তর বিভিন্ন সরকারি সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে।

বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা থেকে তৃতীয় কোনো দেশে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করতে ইচ্ছুক ফিলিস্তিনিরা বিশেষ সহায়তা প্যাকেজ পাবেন। এই প্যাকেজের আওতায় তাদের জন্য সমুদ্র, আকাশ এবং স্থলপথে প্রস্থানের বিশেষ ব্যবস্থা থাকবে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে, যাতে গাজা ছাড়তে ইচ্ছুক ফিলিস্তিনিরা নিরাপদে অন্য দেশে যেতে পারেন। তবে ঠিক কোন দেশ গাজাবাসীদের গ্রহণ করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, একটি নতুন গাজা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি ঘোষণা দেন যে, চলমান যুদ্ধের পর গাজা উপত্যকা আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাসের নিয়ন্ত্রণে থাকবে না।

যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। পরবর্তী সময় ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে এবং আরব-মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার মুখে পড়েছে। তারা বলছে, গাজা ‘দখল’ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের শামিল।

এছাড়া সম্প্রতি জেরুজালেমে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’র প্রশংসা করেন নেতানিয়াহু। এরপরই নতুন দপ্তর গঠনের ঘোষণা আসে, যা ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই উদ্যোগের মূল লক্ষ্য গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করা। তবে গাজার সাধারণ জনগণের জন্য এর ভবিষ্যৎ কী হতে পারে, তা এখনও অনিশ্চিত।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল সরকার তাদের অবস্থানে অনড় এবং গাজার ভূখণ্ড পুনর্গঠনের পরিকল্পনা এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

ইরানে হামলার খায়েশ নেই : ট্রাম্প

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

মেরাজ কি রজবের ২৭ তারিখেই হয়েছিল?

ধানের শীষ পবিত্র মার্কা, বদনাম হতে দিব না : শামা ওবায়েদ 

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল নবীজির (সা.)

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে ঢা‌বি সাদা দলের উদ্বেগ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

১০

রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১১

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 

১২

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

১৪

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

১৫

উন্নত ফিচার ও শক্তিশালী ব্যাটারিসহ নতুন স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

১৬

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ

১৭

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান

১৮

নগরবাউল জেমসের উদ্দেশ্যে যে প্রশ্নটি করলেন আসিফ আকবর

১৯

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

২০
X