কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তারা ‘যে কোনো মুহূর্তে’ হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই আবার শুরু করতে পারেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এরক প্রতিবিদেন থেকে এ তথ্য জানা যায়।

নেতানিয়াহু বলেন, যুদ্ধের লক্ষ্যগুলো কেবল আলোচনার মাধ্যমে নয়, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও পূরণ করা হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বন্ধের একদিন পর ইসরায়েলি কমব্যাট অফিসারদের এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত। গাজায়, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই—আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব।

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলের নতুন হুমকি

গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। চুক্তি অনুযায়ী, এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করে ইসরায়েল।

নেতানিয়াহু দাবি করেন, হামাস ‘অপমানজনক অনুষ্ঠান’ আয়োজনের মাধ্যমে মুক্তি পাওয়া জিম্মিদের অসম্মান করেছে। তিনি বলেন, অপপ্রচারের জন্য জিম্মিদের ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের জন্য নিন্দনীয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।

হামাসের বন্দি হস্তান্তর নিয়ে ইসরায়েলের ক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির পর হামাস এখন পর্যন্ত ২৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে প্রতিবারই মুক্তির সময় সংগঠনটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রচারণাকে চ্যালেঞ্জ করেছে।

এর আগে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। তবে তখন শিরি বিবাসের মরদেহের পরিবর্তে ভুল করে আরেকজনের দেহ হস্তান্তর করা হয়েছিল, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। পরে পরদিন হামাস শিরি বিবাসের মরদেহ হস্তান্তর করে।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত

নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল আবারও হামাসের ওপর সামরিক অভিযান চালালে পুরো মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

হামাসের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েল প্রতারণার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। বন্দি বিনিময় প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

এদিকে, বন্দি বিনিময় চুক্তি পুনরায় কার্যকর করার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তারা ইসরায়েলি সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে, গাজার অচলাবস্থা কাটাতে নতুন কোনো কূটনৈতিক সমাধান না আসলে খুব শিগগিরই আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক, নেই ইসলামী আন্দোলনের নেতারা

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

১০

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

১১

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১২

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১৩

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১৪

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১৫

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৬

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৯

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

২০
X