কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তারা ‘যে কোনো মুহূর্তে’ হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই আবার শুরু করতে পারেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এরক প্রতিবিদেন থেকে এ তথ্য জানা যায়।

নেতানিয়াহু বলেন, যুদ্ধের লক্ষ্যগুলো কেবল আলোচনার মাধ্যমে নয়, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও পূরণ করা হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বন্ধের একদিন পর ইসরায়েলি কমব্যাট অফিসারদের এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত। গাজায়, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই—আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব।

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলের নতুন হুমকি

গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। চুক্তি অনুযায়ী, এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করে ইসরায়েল।

নেতানিয়াহু দাবি করেন, হামাস ‘অপমানজনক অনুষ্ঠান’ আয়োজনের মাধ্যমে মুক্তি পাওয়া জিম্মিদের অসম্মান করেছে। তিনি বলেন, অপপ্রচারের জন্য জিম্মিদের ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের জন্য নিন্দনীয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।

হামাসের বন্দি হস্তান্তর নিয়ে ইসরায়েলের ক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির পর হামাস এখন পর্যন্ত ২৫ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে প্রতিবারই মুক্তির সময় সংগঠনটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রচারণাকে চ্যালেঞ্জ করেছে।

এর আগে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। তবে তখন শিরি বিবাসের মরদেহের পরিবর্তে ভুল করে আরেকজনের দেহ হস্তান্তর করা হয়েছিল, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। পরে পরদিন হামাস শিরি বিবাসের মরদেহ হস্তান্তর করে।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত

নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল আবারও হামাসের ওপর সামরিক অভিযান চালালে পুরো মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

হামাসের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েল প্রতারণার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। বন্দি বিনিময় প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

এদিকে, বন্দি বিনিময় চুক্তি পুনরায় কার্যকর করার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তারা ইসরায়েলি সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে, গাজার অচলাবস্থা কাটাতে নতুন কোনো কূটনৈতিক সমাধান না আসলে খুব শিগগিরই আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

মানুষের অধিকার ফিরিয়ে দিন : বাবুল

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

০৪ মে : টিভিতে আজকের খেলা

০৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

বখাটেদের ভয়ে দুই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

১০

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

১১

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১২

০৪ মে : আজকের নামাজের সময়সূচি

১৩

পেকুয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

১৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

১৫

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

১৬

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

১৭

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

১৮

মুক্তির পথে তারাগঞ্জের হাজারো মানুষ

১৯

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

২০
X