গাজায় বন্দি থাকা শেষ জীবিত মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এটি যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার ফল বলেও জানা গেছে। খবর আলজাজিরার।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এডান আলেকজান্ডার ছিলেন সেই জিম্মিদের মধ্যে অন্যতম। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হবে।
এই মুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো, যখন গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ও মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।
মন্তব্য করুন