কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলা, বহু ফিলিস্তিনি হতাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণের রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৩১ মে) এই তথ্য জানিয়েছে।

এই ত্রাণকেন্দ্রটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন পুরো গাজা ভূখণ্ড চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজা এখন বিশ্বের সবচেয়ে খাদ্য-অনিরাপদ স্থান। পুরো জনসংখ্যাই দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানায়, গত কয়েকদিনে অনুমোদিত ৯০০ ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টি গাজায় প্রবেশ করতে পেরেছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, জর্ডানের রাজধানী আম্মানে ২ লাখ মানুষের এক মাসের খাদ্য মজুদ থাকলেও, নিরাপত্তাজনিত বাধায় তা গাজায় পাঠানো যাচ্ছে না।

সম্প্রতি নতুন একটি ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে জাতিসংঘের বদলে একটি মার্কিন কোম্পানি ইসরায়েলি সামরিক সহায়তায় কাজ করছে। এতে করে বিতরণে বিশৃঙ্খলা ও ক্ষোভ আরও বেড়েছে। অনেক স্থানে ক্ষুব্ধ মানুষ ত্রাণকেন্দ্রে ঢুকে পড়ছে, শুধু খাবার ও ওষুধের জন্য।

হামাস এই নতুন ত্রাণ ব্যবস্থাকে ‘অমানবিক প্রতারণা’ বলে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন ‘ফ্যাসিবাদী আগ্রাসন’ বন্ধ করে নিরাপদভাবে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা হয়।

এ ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের কাছে ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন। হামাস এর জবাবে ধাপে ধাপে বন্দি বিনিময়ের প্রস্তাব দেয়—১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ১৮টি মরদেহের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ত্রাণে বাধাহীন প্রবেশ নিশ্চিত করার দাবি জানায়।

তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। উইটকফ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, এ প্রস্তাব গ্রহণযোগ্য নয়, এটি কেবল পিছিয়ে দেওয়ার চেষ্টা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে ত্রাণ বন্ধ এবং ইসরায়েলি হামলা বাড়ার পর গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে।

গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি।

শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১০

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১১

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১২

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৩

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৪

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৫

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

১৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

১৭

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

১৮

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৯

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

২০
X