গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলার তৃতীয় দিন রোববার হঠাৎ করেই অবরুদ্ধ উপত্যকাটিতে পা রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ দিন দক্ষিণ গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেন যুদ্ধবাজ এ নেতা।
এ সময় তিনি জানান, বিজয়ের আগ পর্যন্ত কোনো কিছুই ইসরায়েলকে থামাতে পারবে না। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের চিফ অব স্টাফ তাজাচি ব্রাভারম্যান, জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাচি হানেগবি, নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল আভি গিল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল আমির বারাম।
গাজা সফরকালে হামাসের একটি টানেলও পরিদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ২০০৫ সালের পর সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছেন নেতানিয়াহু। জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
নেতানিয়াহু বলেন, আমরা জিম্মিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবাইকে ফিরিয়ে আনব। এই যুদ্ধে হামাসকে নির্মূল করে জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলের জন্য গাজাকে নিরাপদ করার লক্ষ্য অর্জন করতে চাই আমরা। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমনকি গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও জানিয়েছে দেশটি।
আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। খবর বিবিসির।
মন্তব্য করুন