জাহাঙ্গীর মাহমুদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

কাঠের ফার্নিচারের চাহিদা বাড়ছে, খুশি ব্যবসায়ীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
কাঠের ফার্নিচারের চাহিদা বাড়ছে, খুশি ব্যবসায়ীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের মাসব্যাপী আয়োজনে প্রায় অর্ধেক সময় পেরিয়েছে। সেইসঙ্গে প্রাণ ফিরেছে মেলায়। বিশেষ করে আবহাওয়ার বৈরিতা না থাকলে লোকসমাগমে ছুটির দিনগুলোতে পা ফেলার জায়গা থাকছে না মেলা প্রাঙ্গণে। ব্যবসায়ীরা জানান, কাঠের ফার্নিচারের চাহিদা বেড়েছে ব্যাপক। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা ফার্নিচারের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। পছন্দের ফার্নিচার অর্ডার করছেন।

গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, মেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়নগুলোর জায়গা নির্ধারণ করা হয়েছে চায়না এক্সিবিশন সেন্টারের ভেতর। সারি করে পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কাঠের ফার্নিচারের প্যাভিলিয়নগুলো হওয়ায় কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই পছন্দের পণ্য বা আসবাব কিনতে পারছেন ক্রেতারা।

পুরান ঢাকার বংশাল থেকে আসা আকলিমা বেগম নামে এক ক্রেতা বলেন, প্রতি বছরই মেলায় ব্র্যান্ড ফার্নিচার কোম্পানিগুলো আধুনিক ও গতানুগতিক ধারার বাইরে ডিজাইন বা নকশার পণ্য নিয়ে আসে। সেসব নতুন নকশার পণ্য দেখতে এসেছেন। পছন্দের সঙ্গে দাম মিলে গেলে কিনে ফেলবেন।

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঘর সাজানোর জন্য এক সেট সোফা কিনব ভাবছিলাম। হাতিল, আক্তার, নাদিয়াসহ কয়েকটি প্যাভিলিয়ন ঘুরে দেখেছি। কিন্তু দামের সঙ্গে বনিবনা হচ্ছে না, বলে কিনতে পারিনি।’

আক্তার ফার্নিচারের এবিপি সেলস সাগর রায় বলেন, ‘বেড, ন্যাচারাল মার্বেলের ডাইনিং টেবিলসহ বেশকিছু এক্সক্লুসিভ পণ্য এসেছে। সেগুলো মেলার শোরুম ছাড়া বাজারের কোনো শোরুমে এখনো ডিসপ্লে করা হয়নি। ক্রেতাদের আকর্ষণের জন্য বেশকিছু পণ্যে ছাড়াসহ নানা অফার রাখা হয়েছে।’

নাদিয়া ফার্নিচারের ডেপুটি ম্যানেজার সফিকুল ইসলাম বলেন, ‘মেলায় নিয়ে আসা ৮০ থেকে ৯০ শতাংশ পণ্যই একেবারে নতুন ও বাহারি নকশার হয়। সিজনিং করা অরজিন কাঠের পণ্য নিয়ে এসেছি। যাতে ক্রেতা দর্শনার্থীরা সামর্থ্যের মধ্যে পণ্য ক্রয় করতে পারেন।’

হাতিল ফার্নিচারের সিনিয়র অফিসার রাইসুল ইসলাম জানান, এবার মেলায় হাতিল ফার্নিচার কোম্পানি বেশকিছু আসবাব নিয়ে এসেছে একেবারে নতুন। রিসাইক্লিং চেয়ার, ডাইনিং টেবিল, বেড, সোফাসহ বেশ কয়েকটি পণ্য। সব শ্রেণি-পেশার মানুষ যাতে তাদের পছন্দমতো কিনতে পারে, সেভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কিউটস ফার্নিচার, জেএমজি ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচারসহ বেশ কয়েকটি ফার্নিচার কোম্পানি তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক তরফদার সোহেল রহমান বলেন, শনিবার ছুটির দিনে বেশ ভালো লোকজন এসেছেন। ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

১০

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

১১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

১২

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

১৩

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১৪

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৫

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১৬

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৭

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১৮

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৯

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

২০
X