

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করবে জনগণ।
সোমবার (২৬ জানুয়ারি) নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ২০০১ সালে সর্বশেষ আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তারপর চারটি নির্বাচনে জেলে ছিলাম। আওয়ামী লীগ আমাকে নির্বাচন করতে দেয়নি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, প্রতিশ্রুতি দিচ্ছি নাটোরে একটি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হবে; গ্যাসের লাইন আসবে। আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।
গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন