

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাজে পারফরম্যান্সের পরও দলে জায়গা পেয়েছেন কুয়েন্টিন স্যাম্পসন। তবে সবাইকে চমকে অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইসকে বিশ্বকাপ দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও টিকে গেছেন বিশ্বকাপের দলে। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। স্পিন বিভাগে আকিল ও চেইসের সঙ্গে থাকছেন গুডাকেশ মোটি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ১১ জন আছেন এবারের ১৫ সদস্যের দলে।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি তাদের খেলার কথা ছিল মূলত বাংলাদেশের বিপক্ষে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। ‘সি’ গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেডেন সিলস, ম্যাথু ফোর্ড।
মন্তব্য করুন