বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

আফগানিস্তানে রাজনৈতিক দলের কার্যক্রম ‘নিষিদ্ধ’

তালেবানের সর্বশেষ খড়্গ
আফগানিস্তানে রাজনৈতিক দলের কার্যক্রম ‘নিষিদ্ধ’

আফগানিস্তানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম তালেবান প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর থাকা শরিয়াহ আইন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। তাই এসব দলের কার্যক্রম বন্ধ থাকবে। খবর দ্য ডনের।

তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচারমন্ত্রী শেখ মৌলভি আবদুল হাকিম শারায়ে বুধবার রাজধানী কাবুলে তার মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। কারণ, শরিয়াহ আইনে এসব দলের কোনো স্থান ও ভূমিকা নেই। জাতীয় স্বার্থরক্ষায় এসব দল কোনো কাজ করে না। এমনকি নাগরিকরাও এসব দলের কার্যক্রম পছন্দ করে না। পরে বিচারমন্ত্রী আবদুল হাকিমের এ ঘোষণা বিবৃতি আকারে প্রকাশ করা হয়। তালেবাননিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওই বিবৃতি প্রচার করে।

পর্যবেক্ষকরা বলছেন, এ ঘোষণা এটাই প্রমাণ করে যে, আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা বন্ধ করতে চায় তালেবান। সেইসঙ্গে রাষ্ট্রক্ষমতায় নিজেদের একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে তারা। ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় তালেবানের প্রত্যাবর্তন ও পশ্চিমাদের বিশৃঙ্খল পশ্চাদপসরণের ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের উদার গণতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এ পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ক্ষমতায় এসেই প্রচলিত নানা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে তালেবান। বিধিনিষেধ আরোপ করা হয় নারীদের শিক্ষা ও একাকী চলাফেরায়, এনজিও কার্যক্রমে। সম্প্রতি আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার (রূপচর্চাকেন্দ্র) বন্ধেরও নির্দেশ দিয়েছে তালেবান সরকার। প্রকাশ্যে গানবাজনাও বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বিপুল অর্থের বিভিন্ন বাদ্যযন্ত্র পুড়িয়ে ফেলে তালেবান সদস্যরা। এসবের ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলের কার্যক্রমে লাগাম টানা হয়েছে। এদিকে তালেবান সরকারের ক্ষমতা দখলের পর বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। খাবার ও ওষুধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্রব্য আমদানি করার মতো পর্যাপ্ত অর্থ তালেবান সরকারের হাতে নেই। বাজারে পণ্য সরবরাহ কম থাকায় সেগুলোর দামও নাগালের বাইরে। দেশটির ৩ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ১ কোটি ১৪ লাখ মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছে। অপুষ্টিতে ভুগছে ৩৫ লাখ শিশু। হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। যত দিন যাচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বিপুল পরিমাণে মানবিক সহায়তা পাওয়া না গেলে নিকট ভবিষ্যতে দুর্ভিক্ষের কবলে পড়বে আফগানরা। এরকম পরিস্থিতিতে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত দেশটির সার্বিক অবস্থাকে আরও অবনতির দিকে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আমির হামজার বিরুদ্ধে মামলা

রাশিয়ায় রেকর্ডভাঙা তুষারপাত, বরফে ঢেকে গেছে শহর

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : রিজওয়ানা হাসান

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি ও তার স্ত্রীর কোটি টাকা জব্দের আদেশ

বিকল্প প্রার্থী দেওয়া কয়েক আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির

নিকারের সভায় নতুন ৪ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন

দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা

সুখবর দিলেন অ্যাটলি-প্রিয়া

১০

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না : আসিফ নজরুল  

১১

বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশিকায় কী আছে

১২

অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী

১৩

নরসিংদীতে সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ 

১৫

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

১৬

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ

১৭

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

১৮

এবার হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

১৯

বাড়ি ভাড়া দেওয়ার সময় নির্ধারণ করে দিল ডিএনসিসি

২০
X