সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের বৈঠক হয়েছে। গত শুক্রবার এই বৈঠক হয়। আলজাজিরা জানায়, চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় কয়েক বছর ধরে চলা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সম্মত হওয়ার পর দেশ দুটির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এটি। কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করার পর গত বৃহস্পতিবার সৌদি সফরে যান আব্দুল্লাহিয়ান। মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও তাকেই সৌদির প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি ভাবা হয়। কয়েক বছর ধরে সৌদির পররাষ্ট্রনীতি ঢেলে সাজানো শুরু করেছেন তিনি।
মন্তব্য করুন