

ধ্বংসস্তূপের ধুলোয় যখন জীবন থমকে দাঁড়ায়, রংতুলিতে তখনো কেউ জীবনের স্বপ্ন এঁকে যায়। আর ক্রাচে ভর দিয়ে হাঁটা সেপথের মানুষটি প্রমাণ করে— আশা মরে না, শুধু জীবনের গল্প বদলায়। সোমবার গাজার দেইর আল-বালাহর বাইরে মাঘাজি শরণার্থী শিবির থেকে তোলা সংগৃহীত
মন্তব্য করুন