ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বেকারত্ব বর্তমানে দেশের জন্য বড় এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের সঙ্গে বরিশালও এর ব্যতিক্রম নয়। বিজয়ী হলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বরিশালের বেকার নারী-পুরুষদের বেকারত্বের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।
গতকাল মঙ্গলবার বিকেলে ২৬নং ওয়ার্ডের চরজাগুয়া এলাকায় গণসংযোগকালে একথা বলেন মুফতি ফয়জুল করীম।
এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, একটি কুচক্রী মহল হাতপাখার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা দেখে গুজব ছড়িয়ে ভোটারদের প্রতারিত করার পাঁয়তারা চালাচ্ছে।
তিনি নগরবাসীকে এসব প্রতারক ও কুচক্রী মহলের গুজব থেকে সতর্ক হয়ে হাতপাখার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। পরে তিনি ১৪ ও ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
মন্তব্য করুন