বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনে ইন্ডিয়া টুডে তথ্য বিকৃত করার পাশাপাশি গুজব রটিয়েছে, মিথ্যাচার করেছে। গত মঙ্গলবার ইন্ডিয়া টুডে ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি সভা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনটি দৃষ্টিগোচর হওয়ার পর এর প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই; বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। ‘আসন্ন অভ্যুত্থান’ সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে।
আইএসপিআর প্রতিবাদে বলেছে, এটিই প্রথম নয়, ইন্ডিয়া টুডে আগেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। গত ১১ মার্চ সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানাই এবং ভিত্তিহীন ও উসকানিমূলক খবর প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করছি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মন্তব্য করুন