আমজাদ হোসেন হৃদয় ও লিটন ইসলাম
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ
মুখর ঢাবি ক্যাম্পাস

মনোনয়ন চমকে শুরু ডাকসুর ডামাডোল

রেকর্ড সংখ্যক মনোনয়ন সংগ্রহ
ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ গতকাল শেষ হওয়ার কথা থাকলেও সময় এক দিন বাড়ানো হয়েছে। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ধরেই এদিন ঘোষণা করা হয় নির্বাচনের অধিকাংশ প্যানেল। প্যানেল ঘোষণা ঘিরে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল প্যানেল ঘোষণায় চমক দেখায় বেশিরভাগ ছাত্র সংগঠন, বিশেষ করে শীর্ষ পদগুলোয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।

জানা গেছে, গতকাল ডাকসুর কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে ১২ আগস্ট থেকে সাত দিনে মোট ৫৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ১৮টি হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। সর্বশেষ ২০১৯ সালের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ২৩৭ জন এবং ১৮টি হল সংসদের ১৩টি পদে ৫৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তপশিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর। গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন থাকলেও রাতে এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানোর কথা জানায় নির্বাচন কমিশন। ফলে আজ মনোনয়নপত্র সংগ্রহ করে আগামীকাল বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। তপশিল অনুযায়ী, আগামীকাল মনোয়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিল। জমা দেওয়া সময় বাড়ানোর কথা জানালেও নির্বাচন কমিশন বাছাইয়ের সময় পরিবর্তনের বিষয়ে কিছু জানায়নি। তপশিল অনুযায়ী, ২১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

এবারের ডাকসু নির্বাচনে আটটি প্যানেলে এবং পৃথকভাবে স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। গতকাল ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা না হলেও তাদের প্যানেলে চমক থাকছে। বিশেষ করে সিনিয়র একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২০১৮-১৯ সেশনের দুই নেতা শীর্ষ তিন পদের দুটিতে থাকার আভাস পাওয়া গেছে। অন্য প্যানেলগুলোর প্রার্থীরা একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করলেও ছাত্রদল নেতারা আলাদা আলাদা মনোনয়নপত্র তোলেন। এমনকি মনোনয়নপত্রে পদও উল্লেখ করেননি তারা। ফলে ছাত্রদলের প্যানেল নিয়ে চমকের আভাস মিলছে। প্যানেল চূড়ান্ত করতে তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন সংগঠনটির শীর্ষ নেতারা। সূত্রমতে, ভিপি পদে ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদদীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এগিয়ে আছেন। এজিএস পদে আরও আলোচনায় আছেন ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমাম হাসেন অনিক। এ ছাড়া ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম জিসানসহ একাধিক প্রার্থী। গতকাল মনোনয়ন ফরম তুলে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের এখনো প্যানেল চূড়ান্ত হয়নি। তবে আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন ফরম তুলতে বলেছেন। আমরা তুলেছি। তবে আমরা কে কোন পদে নির্বাচন করব, সেটা আমাদের নেতা ঠিক করে দেবেন।’

গতকাল বড় চমক দেখিয়ে ‘ইনক্লুসিভ’ বা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে শিবিরের বাইরে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের রেখেছে সংগঠনটি। শিবিরের প্যানেলে মনোনয়ন পেয়েছেন একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীও। এ ছাড়া রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও। শীর্ষ তিন পদে রাখা হয়েছে আলোচিত প্রার্থীদের। ভিপি পদে নির্বাচন করবেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও জুলাইয়ের অন্যতম সংগঠক সাদিক কায়েম, ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ জিএস এবং সেক্রেটারি মহিউদ্দিন খান এজিএস পদে নির্বাচন করবেন।

প্যানেল ঘোষণা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীকে নিয়ে একটা সম্মিলিত প্যানেল দেওয়ার জন্য। এ প্যানেল নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণে যে উদ্যোগ নেওয়া দরকার, ছাত্রশিবির সেটা করবে।’

শিবিরের ঢাবি শাখার সভাপতি বলেন, ‘আমাদের প্যানেলকে একটি ইনক্লুসিভ প্যানেল করার চিন্তা করেছি। সেই চিন্তা থেকেই এভাবে প্যানেল সাজানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’

গতকাল প্যানেল ঘোষণায় উত্তেজনা লক্ষ করা গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেল নিয়ে। শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা না করলেও মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। তবে কালবেলার সূত্র নিশ্চিত হয়েছে, ভিপি পদে সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচন করবেন। এই দুই পদ আগে থেকেই চূড়ান্ত থাকলেও মূলত এজিএস পদ নিয়ে দুই দিন ধরে দফায় দফায় মিটিংয়ে বসে সংগঠনটি। শেষ পর্যন্ত এই পদে সবচেয়ে বেশি আলোচনায় থাকা মুখ্য সংগঠক তাহমীদ আল মোদাসসির চৌধুরীকে বাদ দিয়ে মুখপাত্র আশরেফা খাতুনকে চূড়ান্ত করেছেন তারা। নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাগছাস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার প্যানেলেও থাকছে চমক। এ প্যানেলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কালবেলার কাছে আসা তথ্যমতে উমামাকে ভিপি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই নেতা থাকছেন শীর্ষ পদগুলোতে। তার মধ্যে সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া জিএস এবং বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এজিএস পদে নির্বাচন করতে পারেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বাগছাসের কয়েকজন নেতাও এ প্যানেল থেকেই নির্বাচন করতে পারেন। আনুষ্ঠানিকভাবে আজ এ প্যানেল ঘোষণা করা হবে বলে জানান উমামা ফাতেমা। তিনি বলেন, ‘আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করব। আমাদের ডাকসু প্যানেল হবে শিক্ষার্থীবান্ধব।’

বামজোটের প্যানেলেও দেখা গেছে চমক। এ প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন শামসুননাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। এর আগে তিনি কোনো আলোচনায় ছিলেন না। বামজোটের প্যানেলে দেখে অনেকেই অবাক হয়েছেন। এ প্যানেল থেকে জিএস পদে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস পদে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল থাকছেন। বামজোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। অন্য পদগুলোতে জোটের কারা কারা প্রার্থী, সেটি মঙ্গলবার প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এজিএস প্রার্থী জুবেল বলেন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল করা হয়েছে।

এ ছাড়া ছাত্র অধিকার পরিষদ একটি সমন্বিত জোট গঠনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি, সহসভাপতি সাবিনা ইয়াসমিন জিএস এবং ঢাবি শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এজিএস পদে নির্বাচন করবেন।

৮ প্যানেল থেকে শীর্ষ পদে পাঁচ নারী: এবারের ডাকসু নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী অংশ নেবেন বলে জানা গেছে। আটটি প্যানেল থেকে শীর্ষ তিন পদে লড়বেন পাঁচ নারী শিক্ষার্থী। তারা হলেন স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, বাগছাসের প্যানেল থেকে এজিএস পদে আশরেফা খাতুন, আরেক স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস পদে ফাতেহা শারমিন এ্যানি, ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং বামজোটের প্যানেল থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় মিছিল নিয়ে প্রবেশ করায় অন্য প্যানেলের নেতারা আপত্তি জানান। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা আসলে আচরণবিধির সে রকম লঙ্ঘন পাইনি। সবাই সর্বোচ্চ পাঁচজন করে সমর্থক নিয়ে এসেছেন। আমরা তাদের বলেছি লবিতে স্লোগান না দিতে।’

মনোনয়নপত্র নিতে বাধার অভিযোগ: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে ছাত্রদলের প্রার্থীদের মনোনয়নপত্র নিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ড. জসীম বলেন, ফজিলাতুন নেছা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য আসতে দেরি করেছে বিধায়, তাকে তাৎক্ষণিক বাধা দেওয়ার চেষ্টা হয়। তবে বিষয়টি সমাধান হয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থী যাতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল: গতকাল রাতে ডাকসু নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আরো লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট বিকেল ৫টা এবং ২০ আগস্ট বিকেল ৫টা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১০

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১১

রামপুরায় বাসে আগুন

১২

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৩

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৫

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৬

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৭

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৮

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

২০
X