

হলিউডে অনুষ্ঠিত হয়ে গেল ৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হলিউডের পুরস্কার মৌসুম। অস্কারের দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে, তারই এক আগাম বার্তা দিয়ে গেল এবারের গোল্ডেন গ্লোবস।
নয়টি মনোনয়ন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ শেষ পর্যন্ত জিতে নেয় চারটি বড় পুরস্কার। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল / কমেডি), সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক এবং সেরা সহ-অভিনেত্রী—এই চার বিভাগে জয় পায় ছবিটি। টেলিভিশন বিভাগে দাপট দেখিয়েছে নেটফ্লিক্স অরিজিনাল ‘অ্যাডোলেসেন্স’। মোট চারটি পুরস্কার জিতে নেয় এই সিরিজ। সেরা লিমিটেড সিরিজ, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সেরা সহ-অভিনেত্রী বিভাগেও সাফল্য পায় এটি।
এদিকে ড্রামা টেলিভিশন সিরিজ বিভাগে আলো ছড়িয়েছে ‘দ্য পিট’। সিরিজটি অর্জন করে সেরা টিভি সিরিজ (ড্রামা) এবং সেরা অভিনেতা—এই দুই গুরুত্বপূর্ণ পুরস্কার।
চলচ্চিত্র বিভাগে আবেগ আর শিল্পের মেলবন্ধনে তৈরি ‘হ্যামনেট’ জিতে নেয় সেরা ড্রামা চলচ্চিত্রর সম্মান। একই সঙ্গে ছবিটির প্রধান অভিনেত্রী জেসি বাকলি পান সেরা অভিনেত্রীর পুরস্কার।
অন্যদিকে, ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ড্রামা চলচ্চিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হন ওয়াগনার মউরা। উল্লেখযোগ্যভাবে, ছবিটি সেরা নন-ইংলিশ ভাষার চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।
এ বছর গোল্ডেন গ্লোবসে যুক্ত করা হয়েছে নতুন একটি বিভাগ, সেটি হলো ‘সেরা পডকাস্ট’। এই বিভাগে পুরস্কার জিতে নেয় ‘গুড হ্যাং উইথ অ্যামি পোহলার’। এর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জয়ের স্বাদ পেলেন অ্যামি পোহলার।
এ ছাড়াও প্রথমবার গোল্ডেন গ্লোবজয়ীর তালিকায় নাম লেখান ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স) এবং টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।
গত বছরের মতো এবারও গোল্ডেন গ্লোবসের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মার্কিন কৌতুকশিল্পী নিকি গ্লেজার। উদ্বোধনী মনোলগে তিনি উপস্থিত এ-লিস্ট তারকাদের নিয়ে রসিকতায় মেতে ওঠেন, যা অনেকের কাছেই রিকি জারভেইস, টিনা ফে ও অ্যামি পোহলারের মতো গ্লোবসের কিংবদন্তি সঞ্চালকদের কথা স্মরণ করিয়ে দেয়।
এখানে বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো:
সেরা চলচ্চিত্র – ড্রামা
বিজয়ী: হ্যামনেট
সেরা চলচ্চিত্র – মিউজিক্যাল বা কমেডি
বিজয়ী: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
বিজয়ী: ‘দ্য সিক্রেট এজেন্ট’
সেরা অ্যানিমেটেড ছবি
বিজয়ী – ‘কেপপ ডেমন হান্টার্স’
সেরা নারী অভিনেত্রী -ড্রামা
বিজয়ী: জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পুরুষ অভিনেতা – ড্রামা
বিজয়ী: ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা নারী অভিনেত্রী- মিউজিক্যাল/ কমেডি
বিজয়ী - রোজ বার্ন
সেরা পুরুষ অভিনেতা – মিউজিক্যাল/ কমেডি
বিজয়ী: টিমোথি চালামেট (মার্টি সুপ্রিম)
সেরা সহ অভিনেত্রী
বিজয়ী - টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা সহ অভিনেতা
বিজয়ী - স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সিনেমাটিক এবং বক্স অফিস অর্জন বিজয়ী: সিনার্স
সেরা পরিচালক
বিজয়ী: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা চিত্রনাট্য
বিজয়ী: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
মন্তব্য করুন