আলী ইব্রাহিম
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ এএম
প্রিন্ট সংস্করণ
অনিয়ম-দুর্নীতি

কাস্টমসে শাস্তি হয় শুধু ছোটদের, বড়রা অধরা

কাস্টমসে শাস্তি হয় শুধু ছোটদের, বড়রা অধরা

ছোটদের শাস্তি, ধরাছোঁয়ার বাইরে বড়রা—জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমসে এটিই যেন নিয়মে পরিণত হয়েছে। একের পর এক আলোচিত অনিয়মের ঘটনায় নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও ঊর্ধ্বতনদের বিরুদ্ধে কোনো তদন্তই হয় না। চট্টগ্রাম কাস্টম হাউসে আলোচিত অবৈধ মদের কনটেইনার কেলেঙ্কারি থেকে শুরু করে বিলাসবহুল রোলস রয়েস খালাসের ঘটনায়ও এমনটাই দেখা গেছে। এসব অনিয়মে সহকারী রাজস্ব কর্মকর্তার শাস্তি হয়েছে। আর ভালো জায়গায় বদলি হয়েছেন সংশ্লিষ্ট কমিশনার।

ঢাকা কাস্টম হাউসে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের পরও এর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আটক হয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি। কিন্তু বহাল তবিয়তে আছেন কমিশনার। তাকে দায়মুক্তি দিতে এরই মধ্যে এনবিআরের একজন সদস্য সক্রিয় হয়ে উঠেছেন। শুধু তাই নয়, ভুল তথ্য দিয়ে স্বর্ণ গায়েবের তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, হযরত শাহজালাল বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের সুরক্ষিত গুদাম থেকে স্বর্ণ উধাও হওয়ার ঘটনা জানাজানির আগেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন কয়েক কর্মকর্তা। শুরুতে বাজার থেকে ১৫০ ভরি স্বর্ণ কিনে গুদামে ঢোকানোর চেষ্টা করা হয়। পরে জানা যায়, চুরি হওয়া স্বর্ণের পরিমাণ অনেক বেশি। এ কারণে আর ঘটনা ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, ভয়াবহ এ ঘটনা সামনে আসার পর থেকে এনবিআর এবং পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। এজাহারে দায়ের করা প্রতিটি ডিটেনশন মেমো (ডিএম) ২০২৩ সালের হলেও কমিশনার নুরুল হুদা আজাদের দাবি, ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ঘটনা ঘটেছে।

এ বছরের জানুয়ারি মাসে গুদামের সব পণ্যের তালিকা তৈরি করে সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম শাহেদকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ওই

তালিকার একটি কপি কালবেলার হাতে এসেছে। সেইসঙ্গে ২০২০-২১ সালেও স্থায়ী এবং অস্থায়ীভাবে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে স্বর্ণ জমা রাখারও একটি কপিও পেয়েছে কালবেলা। এসব তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, প্রচুর পরিমাণ স্বর্ণ স্থায়ী ও অস্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয়েছে। অথচ এ নিয়ে পদে পদে ভুল তথ্য দিচ্ছেন কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ। আর অনিয়ম ঢাকতে তাকে সমর্থন দিচ্ছেন এনবিআরের কয়েক কর্মকর্তা।

ঢাকা কাস্টম হাউসের স্বর্ণ চুরির তদন্তের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ কালবেলাকে বলেন, ‘মামলার তদন্তভার পাওয়ার পর আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তে ঊর্ধ্বতন কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগ রয়েছে, স্বর্ণ চুরির ঘটনা জানাজানি হওয়ার পরও নিজ বলয়ের কর্মকর্তাদের নিয়ে বসুন্ধরার বাসায় বৈঠক করেন এনবিআরের এক সদস্য। এই কর্মকর্তাদের দায়িত্বকালে বিভিন্ন হাউসে বড় অনিয়ম হলেও নির্বিকার ছিল এনবিআর। এ কারণে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছেন এই বলয়ের কর্মকর্তারা। এর আগে কোনো ধরনের বিল অব অ্যান্ট্রি ছাড়া ঢাকা কাস্টমসের এয়ারফ্রেইট ইউনিট থেকে পণ্য খালাস হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের শাস্তি হলেও কর্মকর্তারা ছিলেন অধরা। কিছু দিন আগে ঢাকা কাস্টম হাউসের এয়ারফ্রেইট ইউনিটে কেজিপ্রতি ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। এই অনিয়ম বন্ধে দুই মন্ত্রীর স্বাক্ষরে চিঠি দেওয়া হয়। কিন্তু বিষয়টি আমলে নেননি সেখানকার কমিশনার। উল্টো এসব অভিযোগ ভুয়া বলে কালবেলার কাছে দাবি করেন তিনি।

সূত্র জানায়, এর আগে ওই কমিশনার নিজেই বায়োজিন নামে একটি প্রতিষ্ঠানের কাছে একজন সহকারী রাজস্ব কর্মকর্তার মাধ্যমে কোটি টাকা দাবি করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি মামলা করলে মালিকের সঙ্গে সমঝোতা করেন কমিশনার।

এ ছাড়া মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। মেডিটেল নামে একটি কোম্পানিকে এলসি ছাড়া ৪০ হাজার ইউরোর পণ্য কাস্টম হাউস থেকে ছেড়ে দেওয়া হয়। এলসি ছাড়া পণ্য অর্থাৎ অবৈধভাবে পণ্যের দাম পরিশোধ হলে সাধারণত অর্থ পাচারের সন্দেহ করা হয়। এ ক্ষেত্রে শুল্ক গোয়েন্দা ও কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে চিঠি দিতে হয়। এসব নিয়মনীতির ধারে কাছেই নেই এই কমিশনার। কাস্টম হাউসে অসংখ্য অনিয়মের অভিযোগ উঠলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যান কমিশনার। উল্টো কাস্টমসে তার প্রভাব বাড়ে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই ঢাকা কাস্টম হাউসের এয়ারফ্রেইট ইউনিট দিয়ে আসে আমদানি নিষিদ্ধ ১৮টি পাখি। অভিযোগ রয়েছে, কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনারের কথিত এক ভাই এগুলো এনেছেন।

এভাবে একের পর এক অনিয়ম ঘটলেও এনবিআরের কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত সদস্য পালন করছেন নীরব ভূমিকা। এর আগে সিনিয়র কর্মকর্তাকে সুপারসিড করে এ কে এম নুরুল হুদা আজাদকে ঢাকা কাস্টমসের কমিশনার পদে বসান এই সদস্য। এনবিআরে কর্মরত থাকাকালেই সদস্যের আস্থাভাজন এবং তার বলয়ের লোক হিসেবে পরিচিত ছিলেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে কথা বলার জন্য গত বৃহস্পতিবার এনবিআরের কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মাসুদ সাদিকের সঙ্গে দেখা করতে চাইলে তিনি কথা বলতে বা দেখা করতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তী সময়ে পুরো বিষয়টি উল্লেখ করে খুদেবার্তা পাঠালেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবারও তার মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে কোনো জবাব পাওয়া যায়নি।

সূত্র জানায়, শুধু ঢাকা কাস্টম হাউসের কমিশনার নন, এই বলয়ের আরেক কর্মকর্তা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. ফখরুল আলম। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে দায়িত্বে থাকা অবস্থায় শুল্কায়ন ছাড়া বেরিয়ে যায় বিলাসবহুল গাড়ি রোলস রয়েস। আর রোলস রয়েস শুল্কায়ন ছাড়া বেরিয়ে যাওয়ার পর বিপাকে পড়েন শুল্ক গোয়েন্দার তৎকালীন মহাপরিচালক মোবারা খানম। পরবর্তী সময়ে মদের কনটেইনারও আটক করার সার্বিক কার্যক্রম তদারকি করেন তিনি। চট্টগ্রাম কাস্টমস থেকে বেরিয়ে মদের কনটেইনার চলে আসে নারায়ণগঞ্জে। শুল্ক গোয়েন্দা ও র্যাব মিলে প্রায় শতকোটি টাকার অবৈধ মদ আটক করে। এ ঘটনার সপ্তাহখানেক পর সরিয়ে দেওয়া হয় তৎকালীন শুল্ক গোয়েন্দার মহাপরিচালককে। আর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক করা হয় যার দায়িত্বে থাকার পর এসব অনিয়ম ঘটেছে তাকেই। আর সর্বশেষ প্রতিবেদনে অবৈধ মদ খালাসের ঘটনায় অভিযুক্ত করা হয় দুজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে।

এই বলয়ে আরও আছেন বেনাপোলের সাবেক কমিশনার মো. আজিজুর রহমান। যিনি বর্তমানে ঢাকা উত্তর বন্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিমানবন্দরে এই কমিশনারের টাকাসহ একটি গোয়েন্দা সংস্থার কাছে আটক হন তৎকালীন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল। তার প্রাথমিক জবানবন্দিতে এই টাকা কমিশনার আজিজুর রহমানের বলে জানান। এ ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয় ঢাকা কাস্টমসের কাছে। এই কমিশনারকে দায়মুক্ত করতে ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকে সমঝোতা করা হয়। পরবর্তী সময়ে চূড়ান্ত জবানবন্দিতে বাদ পড়ে এই কমিশনারের নাম।

বলয়ের আরেক সদস্য পারভেজ রেজা। যিনি বেনাপোল কাস্টমসে থাকা অবস্থায় একটি মামলায় অভিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি এই মামলা থেকে অব্যাহতি পান। আর অভিযুক্ত থাকা অবস্থায় তিনি কাস্টমসের সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া এই বলয়ের কর্মকর্তা হওয়ায় তিন বছর ধরে কাস্টমস পলিসিতে দায়িত্ব পালন করছেন এনবিআরে দ্বিতীয় সচিব হিসেবে। এর আগে কাস্টমস পলিসিতে ছিলেন একই বলয়ের আরেক কর্মকর্তা মেহরাজ উল আলম সম্রাট। এই দুই কর্মকর্তাকে ভালো জায়গায় বদলি করা হয়েছে। এর মধ্যে পারভেজকে ঢাকা কাস্টম হাউসে বলয়ের লোকের কাছে। আরেকজন সম্রাট রয়েছেন এনবিআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা সিআইসিতে। এ ছাড়া ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার হিসেবে আছেন অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীন। এনবিআরের একটি পলিসি শাখা থেকে তাকে ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, ‘বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আর আমরা এ ধরনের ঘটনায় সব সময় দেখেছি চুনোপুঁটিদের বলির পাঠা বানানো হচ্ছে। আর বড়রা এবং সুবিধাভোগীরা অধরাই রয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে বড় কর্মকর্তাদের এক ধরনের দায়মুক্তি দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘এনবিআরের সক্ষমতা রয়েছে ভালো কিছু করার। তারা বিষয়টি ভালোভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সংশ্লিষ্ট কাস্টম হাউস কর্তৃপক্ষ এ ঘটনার দায় কোনোভাবে এড়াতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব মানবিক দিবস

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৬ সহস্রাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ইবিতে অভ্যুত্থানবিরোধী সেই ১৯ শিক্ষক কারা?

১৯ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ৪ তলা থেকে ফেলে দিল প্রেমিক যুগল

ইউক্রেনের জন্য ভালো খবর আসতে পারে, ইঙ্গিত দিলেন ইতালির প্রধানমন্ত্রী

১০

গ্রেটার ইসরায়েল ধারণার জন্ম হলো যেভাবে

১১

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

১২

আশ্বাসে ‍সরে দাঁড়ালেন অনশনরত ২ শিক্ষার্থী, অন্যরা ‘অনড়’

১৩

সূর্যের হাসি ক্লিনিকে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

১৪

হাসপাতালের সামনে অদ্ভুত আচরণ করছিল কিশোর, অতঃপর...

১৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়াল

১৬

১৯ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X