নাজমুল হাসান সাগর
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

পুরান ঢাকায় মামুনকে হত্যায় ছিল দুটি ব্যাকআপ টিম

সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫
পুরান ঢাকায় মামুনকে হত্যায় ছিল দুটি ব্যাকআপ টিম

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া পাঁচজনকে শনাক্তের পর গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে দুজন আলোচিত এই কিলিং মিশনে শুটার (গুলিবর্ষণকারী) হিসেবে অংশ নেন। তারা হলেন ফারুক ওরফে কুত্তা ফারুক ও রবিন। গ্রেপ্তার অন্য তিনজনের মধ্যে একজন হলেন ঘটনাস্থলে তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকা রুবেল। অন্য দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকদের মধ্যে কুত্তা ফারুক ও রবিন পেশাদার শুটার হিসেবে কাজ করেন। এই পাঁচজনকে আটকের তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেন, ‘তাদের (ফারুক, রবিন ও রুবেল) নরসিংদীর ইটাখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের সিলেটের মৌলভীবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবির দল। এই অভিযানে ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেপ্তারে একযোগে অভিযান পরিচালনা করেছে। তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির এক উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মামুনকে হত্যার আগে অন্তত একজন তাকে অনুসরণ করছিল। মামুনকে লক্ষ্য করে দুজন গুলি করলেও আরও অন্তত দুটি ব্যাকআপ টিম আশপাশে ছিল, তাদের শনাক্তেও পুলিশ কাজ করছে।

গত সোমবার সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকের সামনে গুলি করে হত্যা করা হয় জামিনে থাকা মামুনকে। ২৮ বছর আগের একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় তাকে দুই ব্যক্তি ধাওয়া করে গুলি করে। একপর্যায়ে কয়েক গজ দূর থেকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর শুটাররা পালিয়ে যায়। দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল। তখন তিনি প্রাইভেটকার থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে বাঁচতে সক্ষম হন। তবে সেবার হামলাকারীদের গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল নামে একজন নিহত হয়েছিলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মামুন হত্যায় কোনো মামলা হয়নি। সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান নাঈম বলেন, ‘নিহতের পরিবার এসে মামলা করবে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে।’

নিহত মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। বড় হয়েছেন ঢাকায়। পড়ালেখা করেছেন ঢাকা কলেজে। এক সময় শীর্ষ সন্ত্রাসী ইমনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। দুজন মিলে তখন রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকা নিয়ন্ত্রণ করতেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ‘ইমন-মামুন’ বাহিনী। মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছর সাজা খেটে ২০২৩ সালে কারামুক্ত হন। এর তিন মাসের মাথায় ওই বছরের সেপ্টেম্বরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে তার ওপর হামলা হয়। ওই হামলায় গুলিতে নিহত হন মোটরসাইকেল আরোহী আইনজীবী। তখন পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বলা হয়, ইমনের সহযোগীরা মামুনকে হত্যার চেষ্টায় ওই হামলা চালায়।

মামুনের স্ত্রী বিলকিস আক্তার জানান, তার স্বামী মামলা শেষে সাধারণ জীবনযাপন করছিলেন। এর আগে যারা তাকে হত্যা করতে চেয়েছিল, এবারও তারাই তাকে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে সিএমএম আদালতের চিঠি: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং আদালত প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে ৩৭টি আদালত বিচার কার্যক্রম পরিচালনা করে। এই আদালতগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তথা হত্যা, অপহরণ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, ধর্ষণ মামলা, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন আইনের মামলা, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রকৃতির মামলা আমলে গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা মহানগরীর ৫০টি থানার বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আদালতের বিচারকরা দৈনন্দিন বিচার কার্যক্রম সম্পাদনে তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিচারকরা এজলাসে বিচারকার্য সম্পন্ন পূর্বক খাস কামরায় বিভিন্ন মামলার আদেশ ও রায় লেখার কাজ করে থাকেন। এর ফলে তাদের বাসায় ফিরতে প্রতিদিন প্রায় সন্ধ্যা হয়ে থাকে। এ আদালত ভবন এলাকা ও প্রাঙ্গণের রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান, যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত সোমবার ঢাকার আদালতপাড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে জনৈক মামুন নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে একজন বিচারপ্রার্থী হিসেবে সংশ্লিষ্ট একটি আদালতে হাজিরা প্রদান করে বাড়ি ফেরার সময় কোর্ট আঙিনার পাশে তাকে হত্যা করা হয়। এ থেকে প্রতীয়মান হয় যে, আদালত প্রাঙ্গণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মানুষের সমাগম ঘটে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতি এবং নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিচারকরা, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, আইনজীবী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিক বৃন্দ এবং সর্বোপরি হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

১০

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

১১

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

১২

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

১৩

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৪

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১৫

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১৬

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৭

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৮

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৯

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

২০
X