

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার সকালের মধ্যেই তার লন্ডন যাত্রার সম্ভাবনা রয়েছে। অবশ্য বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার ওপর। এবারও কাতারের আমিরের দেওয়া রয়েল অ্যাম্বুলেন্সেই লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
এদিকে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে দেশে আসছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বৈঠক শেষে দুপুর ২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে। আজ ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে।
জানা যায়, লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। হাসপাতালটি লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল। এটি বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করে, যেমন—কার্ডিয়াক, অর্থোপেডিক, ক্যানসার ও স্নায়ুরোগ। হাসপাতালটিতে অত্যাধুনিক সুবিধা, বিশ্ববিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন প্রযুক্তি রয়েছে।
দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা কাটছেই না। হাসপাতালের সামনে প্রতিদিনই বাড়ছে ভিড়। বিএনপির বাইরেও বিভিন্ন দলের নেতারা তার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, নিয়মিত খোঁজখবর রাখছেন। অনেকে সশরীরে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।
গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসার জন্য তারা লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আজ শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এ সময় খালেদা জিয়ার সঙ্গে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাইরের দুজন চিকিৎসক থাকবেন বলে জানান ডা. জাহিদ। বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে এ প্রস্তুতি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না—জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড আজ (গতকাল) তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা উনাকে ফিজিক্যালি (সশরীরে) দেখেছেন। তাদের সবার সঙ্গে সর্বশেষ আলাপ হয়েছে।’
লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পন্ন—মির্জা ফখরুল: গতকাল বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কাতারের আমিরের নিজ উদ্যোগে ও তার মহানুভবতায় আমরা একটি অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটি আজকে (বৃহস্পতিবার) রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই (আজ) খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে কাজগুলো দরকার, সে কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে, কারা কারা যাচ্ছেন। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে।’
এদিকে কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর সময় নির্ধারণ হয়নি বলে জানা গেছে। যে কারণে অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে বিলম্ব হতে পারে। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার যুক্তরাজ্যের সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী কালবেলাকে বলেন, ‘টেকনিক্যাল কারণে কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি আসার সময় নিশ্চিত হওয়া যায়নি। তবে আশা করছি দ্রুত সময়েই অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। আমাদের প্রস্তুতি প্রক্রিয়াধীন।’
খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন ১৪ জন: বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন। তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক অধ্যাপক আবু জাফর মো. (এ জেড এম) জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।
খালেদা জিয়াকে নিতে আসছেন পুত্রবধূ ডা. জুবাইদা: অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে দেশে আসছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। যদিও এদিন সকাল থেকেই ডা. জুবাইদার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ নিয়ে দলের কেউ মুখ খোলেননি। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গতকাল রাত ৮টায় কালবেলাকে বলেন, ‘ভাবি (ডা. জুবাইদা) লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা) বাংলাদেশ বিমানে রওনা হবেন। ওই ফ্লাইট শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আবার কাতারের এয়ার অ্যাম্বেুলেন্সে ম্যাডামকে নিয়ে তিনি লন্ডন ফিরে যাবেন। সেটি দুপুরের দিকে হতে পারে।’
খালেদা জিয়ার জন্য দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের: খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। গতকাল সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।
কর্মসূচি ঘোষণা বিএনপির: খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।
এদিকে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মন্তব্য করুন