

রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম পাঁচ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের ওপর আস্থাহীনতা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় দামের রেকর্ড হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার গ্রিনিচ সময় ১২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে লেনদেন চলাকালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করে, যা সর্বকালের রেকর্ড। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।
ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬০ দশমিক ৪০ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে।
এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক লিন ট্রান বলেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতি শুধু বাজারের উদ্বেগের কারণে নয়, বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থার পরিবর্তনের প্রতিফলন।
বুধবার চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ছিল মার্কিন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দুর্বলতা নিয়ে উদ্বেগ উড়িয়ে দেওয়ায় ডলারভিত্তিক স্বর্ণ বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন। এ সময় তিনি দাবি করেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমবে।
উইজডমট্রির পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বলেন, সম্ভাব্য যে কোনো প্রার্থীই জেরোম পাওয়েলের তুলনায় ট্রাম্পের চাপে কম প্রতিরোধী হবেন। এটি স্বর্ণের জন্য ইতিবাচক।
চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা অব্যাহত থাকলে চলতি বছর স্বর্ণের দাম ৬ হাজার ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে।
এদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১১২ দশমিক ৫৯ ডলার প্রতি আউন্সে দাঁড়ালেও চলতি বছরে ধাতুটির দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। সোমবার রুপার দাম সর্বোচ্চ ১১৭ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৭৫ ডলার হয়েছে।
মন্তব্য করুন