কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

আবেগ কাজ করলেও দায়িত্ব পালন করেছি

৩২ বছর পর জল্লাদ শাহজাহানের মুক্তি
কারামুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত
কারামুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

পুলিশের খাতায় দুর্ধর্ষ ডাকাত ছিলেন শাহজাহান ভূঁইয়া। ডাকাতি ছাড়াও মামলা ছিল খুনের। বিচার শেষে সাজাও হয়েছিল তার। সাজার পর কারাগারে গিয়ে হয়ে ওঠেন জল্লাদ। এক সময় প্রধান জল্লাদ হিসেবে কারাভ্যন্তরে তার হাঁকডাক ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধুর খুনিদের থেকে শুরু করে যুদ্ধাপরাধী—এমন অন্তত ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন তিনি। অবশেষে ৩১ বছর ৬ মাস দুই দিন কারাভোগের পর সেই জল্লাদ শাহজাহান গতকাল রোববার দুপুরে মুক্তি পেয়েছেন। সাজা ভোগ শেষ হওয়ায় কারা কর্তৃপক্ষ তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত করে।

মুক্তি পেয়ে শাহজাহান ভূঁইয়া বলেন, নানা সময়ে তিনি এক কারাগার থেকে অন্য কারাগারে গেছেন। এবার মুক্ত বাতাসে বেরিয়ে ভালো লাগছে। এখন তার বয়স ৭৩ বছর। তিনি বিয়ে করেননি।

তিনি বলেন, ‘আমার এক বোন আছে। তাকে কখনো দেখিনি। কিন্তু ফোনে কথা হয়েছে। সে আমাকে কোনো দিন দেখতেও আসেনি। সুযোগ পেলে বোনের কাছে থাকব। তবে এখন কারাগারে পরিচয় হওয়া আমার এক বন্ধুর কাছে থাকব।’

গতকাল কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে সাদা জামা আর সাদা প্যান্টের সঙ্গে কালো বেল্ট পরা অবস্থায় দেখা যায়। মেহেদিমাখা চুলগুলো পাতলা হলেও তার গোঁফ লম্বা ছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন প্রায় ৩২ বছর ধরে কারাগারের চার দেয়ালের মধ্যে থাকা এই শাহজাহান। কখনো মুক্তির আনন্দে হাসছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শাহজাহান ভূঁইয়ার জন্ম ১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশে। কলেজ শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অন্য একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তার। এ ছাড়া উভয় রায়ে তাকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তার আরও ছয় মাসের কারাদণ্ড হয়। অস্ত্র ও হত্যা মামলায় মোট ৪২ বছরের দণ্ডপ্রাপ্ত শাহজাহান কারাগারে ভালো আচরণ করায় ও ফাঁসির কাজে সহায়তা করায় সাজা কমে ৩১ বছর ৬ মাস হয়েছে।

শাহজাহান ভূঁইয়া বলেন, তিনি অন্তত ৬০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তখন আবেগ কাজ করলেও দায়িত্বটাকেই বড় করে দেখেছেন। এখন তার থাকার কোনো জায়গা নেই। বাড়িঘর কিছু নেই। তাই সরকার যেন তার একটা ব্যবস্থা করে। এখন তার একটিই চিন্তা—ভালোভাবে চলতে চান।

কারা কর্তৃপক্ষ তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আদর করেছে জানিয়ে বলেন, ‘আমি সেখানে ভালো ছিলাম। একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল। আমি সাহসী ছিলাম বলেই এ কাজ পেয়েছিলাম। কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন। এখন আমি চলে এসেছি, এ কাজ অন্যরা করবেন।’

মুক্তজীবনে সাংবাদিকদের কাছে স্মৃতিচারণও করেন শাহজাহান। বলেন, ‘ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এরশাদ শিকদার বলেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি, আর মুনীর একটি সিগারেট চেয়েছিলেন।’

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, কারাগারের রেকর্ড অনুযায়ী দুই মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান ভূঁইয়া। একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইনে মামলা। এ দুটি মামলায় ১৯৯১ সালের ১৭ মে থেকে কারাগারে ছিলেন। এই সাজার মধ্যে প্রতি ফাঁসির জন্য দুই মাস কারা রেয়াত পেয়েছেন তিনি। কারাবিধি অনুযায়ী আচার-আচরণ এবং অন্যান্য কারণে সব মিলিয়ে ১০ বছর ৫ মাস রেয়াত পেয়েছেন।

তিনি বলেন, শাহজাহানের হাতে কোনো টাকা-পয়সা না থাকায় যে ১০ হাজার টাকা তার দণ্ড হয়েছিল, তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছে।

শাহজাহান ৬০ জনের ফাঁসি কার্যকর করছেন বলে দাবি করলেও এই কারা কর্মকর্তা বলেন, কারা রেকর্ড অনুযায়ী ২০০১ সাল থেকে ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।

তিনি যাদের ফাঁসি কার্যকর করেছেন, তাদের মধ্যে বঙ্গবন্ধুর ছয় খুনি, যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির দুই জঙ্গিও রয়েছে। শারমিন রীমা হত্যার আসামি মুনীর এবং খুলনার আলোচিত ব্যক্তি এরশাদ শিকদারের ফাঁসিও দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X