মো. মাজহারুল পারভেজ, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

৭২ ব্যক্তি ঘিরে শৈলকুপায় যত ভয়

৭২ ব্যক্তি ঘিরে শৈলকুপায় যত ভয়

একসময়কার চরমপন্থি অধ্যুষিত জনপদ ঝিনাইদহের শৈলকুপা। এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনে ছড়িয়েছে ভোটের উত্তাপ। সংসদ নির্বাচন কেন্দ্র করে অশান্ত জনপদটির গ্রামাঞ্চলে ভোটারদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগ-আতঙ্ক। ভোট সামনে রেখে স্থানীয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা ফিরেছে নিজ নিজ এলাকায়। শেষ মুহূর্তে এসে উপজেলাজুড়ে অন্তত ৭২ ব্যক্তি ভোটারদের কাছে উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দৈনিক কালবেলার অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

জানা গেছে, ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এ অবস্থায় ভোট দিতে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। তবে পুলিশ বলছে, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে শৈলকুপায় বিশেষ নজরদারি রয়েছে।

ভোটাররা জানান, বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধার মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। সংঘবদ্ধ চক্র বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মোড়ে মোড়ে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারে ভোটের দিন। ভোটের আগের রাতেও ত্রাসের রাজত্ব চালানোর আশঙ্কা করছেন ভোটারা। তাদের ভাষ্য, সব সময়ই নির্বাচন ঘিরে ভীতি আর আতঙ্কের মধ্যে দিন কাটে শৈলকুপাবাসীর। এবারও সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে নারী ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সরেজমিন গতকাল বৃহস্পতিবার শৈলকুপার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসী, ফেরারি আসামি, ডিএসবির তালিকাভুক্ত, হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্তসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা নিজ নিজ এলাকায় ফিরে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র এখনো জব্দ করতে পারেনি প্রশাসন। ফলে সাধারণ ভোটারদের আতঙ্ক কাটছেই না। রাজনৈতিক হানাহানিতে সারুটিয়ায় এক ইউনিয়নে ৬ খুনসহ উপজেলাজুড়ে গত কয়েক বছরে ১২১ জন খুনের ঘটনায় এমনিতেই আতঙ্কে রয়েছে মানুষ। তার ওপর ভোটকে পুঁজি করে সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ফের রক্তের হোলিখেলায় মেতে উঠতে পারে বলে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাম্প্রতিক সময়ে উপজেলার রয়েড়া, মিনগ্রাম, কাঁচেরকোল, তমালতলা, ভাটই বাজার, মনোহরপুর, সীমান্তবাজার, দামুকদিয়া, পাইকপাড়া, সারুটিয়ার মাস্টার মোড়সহ বিভিন্ন ইউনিয়নে হামলা, ভাঙচুর ও ত্রাস সৃষ্টির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও তার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর এসব হামলা চালিয়েছে। এসব ঘটনায় ইতোমধ্যে নির্বাচন কমিশন ৫টি মামলা করেছে। এর বাইরে ফৌজদারি মামলাও হয়েছে। কিন্তু মূল সন্ত্রাসীরা এখনো ধরা পড়েনি। কেউ কেউ ধরা পড়লেও তারা জামিনে বেরিয়ে এসেছে। ফলে আতঙ্ক-উদ্বেগ থেকেই গেছে।

নাম প্রকাশ না করার শর্তে রয়েড়া এলাকার এক ভোটার জানান, ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান, জোর করে সীল মারাসহ ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করতে পারে সন্ত্রাসীরা। এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়, যে ৭২ জন উপজেলাজুড়ে ভোটারদের উদ্বেগ-আতঙ্কের কারণ, তাদের মধ্যে রয়েছে ১নং ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামের বকুল জোয়ার্দার, শেখপাড়া উত্তরপাড়া গ্রামের ইকবাল হোসেন ও শেখপাড়া মধ্যপাড়ার সবুজ হোসেন। ২নং মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামের মো. মোস্তাক, একই গ্রামের শাহিন মেম্বার, মো. সোহাগ, মো. শফি জোয়ার্দার ও মো. তুহিন। ৩নং দিগনগর ইউনিয়নের গোকুলনগর ইউপি সদস্য মিরন জোয়ার্দার ও দেবতলা গ্রামের মুক্ত খান। শৈলকুপা পৌরসভার খালধারপাড়ার রিপন হোসেন, শহরের ডিগ্রি কলেজ সড়কের ভুট্টো মিয়া, হাবিবপুরের সেজান, খালকুলা গ্রামের ইমদাদ, একই গ্রামের আবু সাইদ ও হাজারমপাড়া গ্রামের সোহান। ৫নং কাঁচেরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের সাইফুল ইসলাম শনাতন, কাঁচেরকোল গ্রামের ইয়াসিন কাজী, একই গ্রামের ডিশ বাবু ও ইউপি চেয়ারম্যান মামুন জোয়ার্দার। ৬নং সারুটিয়া ইউনিয়নের ভুলুনদিয়া গ্রামের কানাই, একই গ্রামের বলাই, জুয়েল, রনি, কৃত্তিনগর গ্রামের শাহিন। ৭নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সিকদার ওয়াহিদুজ্জামান ইকু, নলখোলা গ্রামের শাওন সিকদার, একই গ্রামের বিপ্লব সিকদার ও জিসান সিকদার। ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের মো. দিনার বিশ্বাস, একই গ্রামের সাজ্জাদ খান, আলাউদ্দিন, বন্দেখালী গ্রামের চঞ্চল ও নতুন মালিথিয়া সুজন। ৯নং মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আশরাফুল, একই গ্রামের শাহীন, হাজরামিনা গ্রামের আল-আমিন, মাধবপুর গ্রামের হারুন, তায়জাল ও রবিউল। ১০নং বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের ফরিদ মুন্সী, রত্নাট গ্রামের বাবুল বিশ্বাস, একই গ্রামের লিটন বিশ্বাস, শিতালী গ্রামের আফাঙ্গীর মোল্লা, বারইহুদা গ্রামের টিটো শেখ ও মকরামপুর গ্রামের মান্নান বিশ্বাস। ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মিল্টন হোসেন, একই গ্রামের আল-আমিন, ফারুক মোল্লা, বকশীপুর গ্রামের রিপন ও বাগুটিয়া গ্রামের মোজাম্মেল হোসেন। ১৩নং উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর গ্রামের মাসুম, একই গ্রামের বিশু, বকুল, বারইপাড়া গ্রামের সাইদ মোল্লা, ওহিদ মোল্লা, রিপন মোল্লা, সেলিম মোল্লা ও অলিয়ার মোল্লা। ১৪নং দুধসর ইউনিয়নের বেড়বেড়ী গ্রামের মোলাম জোয়ার্দার, কুলচারা গ্রামের আশরাফুল ইসলাম, একই গ্রামের নুহ আলম, আব্দুর হক, কবির হোসেন ও ফারুক হোসেন, ভাটই বাজারের তৌফিক, দুধসর গ্রামের রিয়াজ, একই গ্রামের বাবলু। ১৫নং ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইলিয়াস হোসেন, গোলাম রসুল, মিজানুর রহমান ও ইসরাইল মণ্ডল।

জানতে চাইলে ঝিনাইদহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তত। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া নানা কারণে আলোচনায় থাকা শৈলকুপা উপজেলার ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো. আজিম উল আহসান বলেন, ঝিনাইদহবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সব প্রস্তুতি রয়েছে। কিছু হুমকি-ধমকির কথা শোনা গেলেও এসব বিচ্ছিন্ন ঘটনা। তবে শৈলকুপায় আমাদের বিশেষ নজরদারি রয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানোসহ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের মহড়া থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর-জুলুমকারীরা যত শক্তিশালীই হোক, কাউকে রেহাই দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

১০

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১১

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১২

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১৩

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৪

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৫

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৬

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৭

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৮

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৯

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

২০
X