সৈয়দ ফারুক হোসেন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

বিচক্ষণ ক্রিকেটার এবং আদর্শ রাজনীতিক

নড়াইল-২ আসনের এমপি ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
নড়াইল-২ আসনের এমপি ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজার অবদান অপরিসীম। তিনি যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের কাছে নিয়ে গেছেন, সেটি অতুলনীয়। বিশেষ করে তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের কারণে খেলার মাঠে অত্যন্ত জটিল পরিবেশে টাইগারদের খুব বেশি উজ্জীবিত হতে দেখা যায়। অনেক জয়ের পেছনে মাশরাফীর অনুপ্রেরণা মুখ্য ভূমিকা পালন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বড় ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিজয়ী হয়েছেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। মাশরাফী জীবনযুদ্ধে হার না মানা একজন যোদ্ধা। তিনি বাংলাদেশের গর্ব এবং যুবকদের অনুপ্রেরণা। একজন মানুষ তখনই উদার হয়, যখন তার মধ্যে কোনো অহংকার কিংবা হিংসা কোনোটাই বিরাজ করে না। একজন প্রকৃত মানুষের যতগুলো গুণ থাকা দরকার, সবটুকু গুণই তার রয়েছে। তিনি প্রত্যেক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য খাবার ও নগদ অর্থ নিয়মিত প্রদান করেন। মাশরাফীর আহ্বানে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার বিত্তবান মানুষরা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। সংসদ সদস্যের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নানাবিধ ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিয়ে তা বাস্তবায়ন করে চলেছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ও সেইসঙ্গে একজন আদর্শ দলনেতা হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মেছিলেন কিংবদন্তি ক্রিকেটার মাশরাফী। তিনি নড়াইলে কৌশিক নামেই সমধিক পরিচিত। তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও দিতে চান। তিনি দেশকে বেশি ভালোবাসেন ও শ্রদ্ধা করেন মুক্তিযোদ্ধাদের, সেটা সবসময়ই প্রমাণিত। খেলাধুলার পাশাপাশি নিজ এলাকায় জনকল্যাণমূলক কাজে নিবেদিত মাশরাফী। তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। নড়াইল এটি একটি অলাভজনক নড়াইলভিত্তিক দাতব্য সংস্থা, যেটি ২০১৭ সালে বাংলাদেশি ক্রিকেটার এবং রাজনীতিবিদ মাশরাফী বিন মোর্ত্তজা প্রতিষ্ঠিত করেছিলেন, যা বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করে। মাত্র ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছে নড়াইলবাসী। এ ছাড়া একটি বহুজাতিক প্যাথলজিক্যাল প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ছাড়ে প্যাথলজি পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফীর সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেওয়া হয়। করোনাভাইরাস মোকাবিলায় তহবিল গঠনের লক্ষ্যে নিজের ১৮ বছরের সঙ্গী ও প্রিয় অনুষঙ্গ ব্রেসলেট নিলামে তুলেছিলেন মাশরাফী। দুস্থ মানুষকে আর্থিক সাহায্য, স্বাস্থ্যসেবা, কৃষি-বীজ বিতরণ, সোলার প্যানেল বিতরণ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে এ ফাউন্ডেশন। মাশরাফী নড়াইলের গর্বিত সন্তান এবং তিনি সৎ ও আদর্শবান।

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মাশরাফী সকাল থেকে রাত অবধি নড়াইলের প্রতিটি জনপদে ছুটে বেড়িয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ—এ তিন মন্ত্র নিয়েই রাজনীতিতে পা রাখেন তিনি। সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফীর আয় প্রায় ৫৫ শতাংশ কমেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত ক্ষমতায় থাকলে জনপ্রতিনিধিদের আয় বাড়লেও মাশরাফীর আয় কমেছে এবং স্থাবর সম্পদ যা ছিল, তাই আছে। তিনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। অবহেলিত একটি ছোট্ট জেলাকে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দুস্থ, অনাথ, এতিম লোকদের কর্মসংস্থানসহ সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তিনি। আমার নিজ এলাকার এমপি এবং আমার আত্মীয় হওয়ার সুবাদে তার সঙ্গে বেশ কাছ থেকে মেলামেশার সুযোগ হয়েছে আমার। তার কাছে কোনো গরিব-দুঃখী লোক এসে খালি হাতে ফিরে যেতে দেখিনি।

প্রিয় শহর নড়াইলের ছোট থেকে বড় সবারই জানা তাদের কৌশিক খুবই ধর্মপরায়ণ, নিখাদ দেশপ্রেমিক এবং সৎ একজন মানুষ। বিশ্বকাপের পর থেকে সবকিছু তুলে রেখে সাংসদ মাশরাফী ছুটে বেড়িয়েছেন মানুষের জন্য। সেটা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়। ঢাকা থেকে নড়াইল। সংসদ ভবন থেকে নিজের এলাকা। নতুন এক চ্যালেঞ্জ তার জন্য। মাদকমুক্ত জেলা গড়তে হবে জেলাকে। আধুনিক শহরের প্রকৃত মডেল না বানালে চলবে না। চিকিৎসা ও প্রযুক্তি আর যোগাযোগ ব্যবস্থায় অনুপম নজিরের অঞ্চল গড়ে তোলেন নিজ জেলাকে। নিজের ওপর বিশ্বাস থেকে অজানাকে চ্যালেঞ্জ করে বসা মাশরাফী বারবার হাঁটু ভেঙে পড়েছেন এবং প্রতিবার ভেতরে প্রবল হুংকারে জেগে ওঠে শেষে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বদরবারে দিয়েছেন নতুন এক পরিচয়। তার হাত ধরেই তো অবহেলার পাহাড় ডিঙিয়ে এই পাললিক বদ্বীপের ক্রিকেটারদের সত্যিকারের ‘টাইগার’ বা বাঘের খেতাব মেলা। মাশরাফী শুধু ব্যক্তি হিসেবে নয়, শুধু আদর্শ দলনেতার সর্বোচ্চ উদাহরণ। বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ।

লেখক: রেজিস্ট্রার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১০

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১১

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১২

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৩

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৪

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৫

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

১৬

বিএনপির প্রয়োজনীয়তা

১৭

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

১৮

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

১৯

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

২০
X