কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার স্বস্তি না শঙ্কা

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার স্বস্তি না শঙ্কা

বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু, পরবর্তী সময়ে তারিক কাজী, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও হামজা চৌধুরী জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। সামিত সোম ও ফাহমিদুল ইসলাম অভিষেকের প্রতীক্ষায় আছেন। কিউবা মিশেলের বাংলাদেশের জার্সি গায়ে তোলার প্রক্রিয়া চলছে। প্রবাসী ফুটবলারদের এ মিছিল দেশের ফুটবলের জন্য ইতিবাচক না নেতিবাচক—এ নিয়ে কালবেলার পক্ষ থেকে বেশ কয়েকজন কোচের সঙ্গে কথা বলা হয়েছিল। এ নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন

মোহাম্মদ আবু ইউসুফ

আমাদের বর্তমান ফুটবল কার্যক্রমে ফলাফলটাই মুখ্য। দুঃখজনকভাবে দেশের ফুটবলের দীর্ঘস্থায়ী উন্নতির বিষয়টা গৌণ হয়ে গেছে। বংশোদ্ভূত ফুটবলার দিয়ে তাৎক্ষণিক সাফল্য হয়তো পাওয়া যাবে; কিন্তু এ সাফল্যের পর কর্মকর্তারা কৃতিত্ব নেবেন। পরবর্তী সময়ে যারা আসবেন, তাদের মধ্যেও শর্টকাট সাফল্যের প্রবণতা কাজ করবে। এভাবে দেশের ফুটবল আরও পিছিয়ে যাবে বলেই আশঙ্কা করছি। বংশোদ্ভূত ফুটবলার আনার সুফল তখনই পাওয়া যাবে, যখন স্থানীয়ভাবে ভালোমানের ফুটবলার তৈরি হবে। আমার মতে, বংশোদ্ভূত ফুটবলার খেলানোর পাশাপাশি দৃষ্টি দেওয়া হোক স্থানীয় প্রতিভার পরিচর্যায়।

হাসানুজ্জামান খান বাবলু

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসার ফর্মুলা হয়তো আপনাকে তাৎক্ষণিকভাবে কয়েকটি জয় এনে দেবে; কিন্তু দেখতে হবে—তার পরের ধাপে কী আছে? প্রবাসী ফুটবলারদের মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদে উন্নতির সুযোগ আমি দেখছি না। প্রবাসীদের খেলানোর পাশাপাশি আমাদের প্রতিভার পরিচর্যায় মনোযোগ দেওয়া জরুরি। তখন দেখা যাবে, প্রবাসী ফুটবলারদের সঙ্গে লড়াই করার মতো অবস্থা তৈরি হবে, যা দেশের ফুটবলের জন্য ইতিবাচক হবে। প্রতিভাবানদের পরিচর্যার জন্য ২০-৩০ বছরের পরিকল্পনা সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে অবকাঠামো। ফুটবলবিশ্বে উন্নতি করা দেশগুলো কিন্তু এ ফর্মুলাতেই চলছে।

শফিকুল ইসলাম মানিক

প্রবাসী ফুটবলারদের বিষয়টাকে আমি অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। নিকট অতীতে দেখা গেছে, এক-দুই ম্যাচ ভালো খেলেই জাতীয় দলে এসেছেন অনেক ফুটবলার। আবার হারিয়ে যেতেও সময় লাগেনি তাদের। প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা আসায় জাতীয় দলে সুযোগ পাওয়ার কাজটা কিন্তু ক্রমেই কঠিন হচ্ছে। স্থানীয়দের মধ্যে যারা জাতীয় দলে আসবেন, তাদের কিন্তু পরীক্ষা দিয়েই আসতে হবে। আমি স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা করব—তারা এমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক, প্রবাসী বাংলাদেশিরা যাতে দলে সহজে সুযোগ না পায়। এতে আমাদের দলের শক্তি বৃদ্ধি পাবে।

জুলফিকার মাহমুদ মিন্টু

অরিজিন প্লেয়ারদের নিয়ে বিশ্বের সব দেশেই আগ্রহ লক্ষ করা যায়। বাংলাদেশের যে অরিজিনরা এসেছেন, তাদের ইতিবাচক প্রভাব অবশ্যই লক্ষ করা যাবে। কিন্তু ফুটবলে প্রকৃত উন্নয়নের জন্য আপনাকে ঘরোয়া আসরগুলো ঢেলে সাজাতে হবে। ঘরোয়া লিগ যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে বৈশ্বিক আসরে গিয়ে কিন্তু কখনো তাল মেলাতে পারবে না আমাদের ফুটবলাররা। তাই অরিজিনদের সুফল নেওয়ার পাশাপাশি

আমাদের ফুটবলের অবকাঠামোসহ যাবতীয় বিষয়গুলো উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার বিকল্প নেই। কিন্তু খজনকভাবে আমাদের ঘরোয়া কার্যক্রম ক্রমেই নাজুক হচ্ছে। দেশের ফুটবলের জন্য যা ভালো লক্ষণ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X