কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার স্বস্তি না শঙ্কা

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার স্বস্তি না শঙ্কা

বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু, পরবর্তী সময়ে তারিক কাজী, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও হামজা চৌধুরী জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন। সামিত সোম ও ফাহমিদুল ইসলাম অভিষেকের প্রতীক্ষায় আছেন। কিউবা মিশেলের বাংলাদেশের জার্সি গায়ে তোলার প্রক্রিয়া চলছে। প্রবাসী ফুটবলারদের এ মিছিল দেশের ফুটবলের জন্য ইতিবাচক না নেতিবাচক—এ নিয়ে কালবেলার পক্ষ থেকে বেশ কয়েকজন কোচের সঙ্গে কথা বলা হয়েছিল। এ নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন

মোহাম্মদ আবু ইউসুফ

আমাদের বর্তমান ফুটবল কার্যক্রমে ফলাফলটাই মুখ্য। দুঃখজনকভাবে দেশের ফুটবলের দীর্ঘস্থায়ী উন্নতির বিষয়টা গৌণ হয়ে গেছে। বংশোদ্ভূত ফুটবলার দিয়ে তাৎক্ষণিক সাফল্য হয়তো পাওয়া যাবে; কিন্তু এ সাফল্যের পর কর্মকর্তারা কৃতিত্ব নেবেন। পরবর্তী সময়ে যারা আসবেন, তাদের মধ্যেও শর্টকাট সাফল্যের প্রবণতা কাজ করবে। এভাবে দেশের ফুটবল আরও পিছিয়ে যাবে বলেই আশঙ্কা করছি। বংশোদ্ভূত ফুটবলার আনার সুফল তখনই পাওয়া যাবে, যখন স্থানীয়ভাবে ভালোমানের ফুটবলার তৈরি হবে। আমার মতে, বংশোদ্ভূত ফুটবলার খেলানোর পাশাপাশি দৃষ্টি দেওয়া হোক স্থানীয় প্রতিভার পরিচর্যায়।

হাসানুজ্জামান খান বাবলু

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে আসার ফর্মুলা হয়তো আপনাকে তাৎক্ষণিকভাবে কয়েকটি জয় এনে দেবে; কিন্তু দেখতে হবে—তার পরের ধাপে কী আছে? প্রবাসী ফুটবলারদের মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদে উন্নতির সুযোগ আমি দেখছি না। প্রবাসীদের খেলানোর পাশাপাশি আমাদের প্রতিভার পরিচর্যায় মনোযোগ দেওয়া জরুরি। তখন দেখা যাবে, প্রবাসী ফুটবলারদের সঙ্গে লড়াই করার মতো অবস্থা তৈরি হবে, যা দেশের ফুটবলের জন্য ইতিবাচক হবে। প্রতিভাবানদের পরিচর্যার জন্য ২০-৩০ বছরের পরিকল্পনা সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে অবকাঠামো। ফুটবলবিশ্বে উন্নতি করা দেশগুলো কিন্তু এ ফর্মুলাতেই চলছে।

শফিকুল ইসলাম মানিক

প্রবাসী ফুটবলারদের বিষয়টাকে আমি অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। নিকট অতীতে দেখা গেছে, এক-দুই ম্যাচ ভালো খেলেই জাতীয় দলে এসেছেন অনেক ফুটবলার। আবার হারিয়ে যেতেও সময় লাগেনি তাদের। প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা আসায় জাতীয় দলে সুযোগ পাওয়ার কাজটা কিন্তু ক্রমেই কঠিন হচ্ছে। স্থানীয়দের মধ্যে যারা জাতীয় দলে আসবেন, তাদের কিন্তু পরীক্ষা দিয়েই আসতে হবে। আমি স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা করব—তারা এমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক, প্রবাসী বাংলাদেশিরা যাতে দলে সহজে সুযোগ না পায়। এতে আমাদের দলের শক্তি বৃদ্ধি পাবে।

জুলফিকার মাহমুদ মিন্টু

অরিজিন প্লেয়ারদের নিয়ে বিশ্বের সব দেশেই আগ্রহ লক্ষ করা যায়। বাংলাদেশের যে অরিজিনরা এসেছেন, তাদের ইতিবাচক প্রভাব অবশ্যই লক্ষ করা যাবে। কিন্তু ফুটবলে প্রকৃত উন্নয়নের জন্য আপনাকে ঘরোয়া আসরগুলো ঢেলে সাজাতে হবে। ঘরোয়া লিগ যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে বৈশ্বিক আসরে গিয়ে কিন্তু কখনো তাল মেলাতে পারবে না আমাদের ফুটবলাররা। তাই অরিজিনদের সুফল নেওয়ার পাশাপাশি

আমাদের ফুটবলের অবকাঠামোসহ যাবতীয় বিষয়গুলো উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার বিকল্প নেই। কিন্তু খজনকভাবে আমাদের ঘরোয়া কার্যক্রম ক্রমেই নাজুক হচ্ছে। দেশের ফুটবলের জন্য যা ভালো লক্ষণ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

রোজার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আমির হামজার বিরুদ্ধে মামলা

রাশিয়ায় রেকর্ডভাঙা তুষারপাত, বরফে ঢেকে গেছে শহর

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : রিজওয়ানা হাসান

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি ও তার স্ত্রীর কোটি টাকা জব্দের আদেশ

বিকল্প প্রার্থী দেওয়া কয়েক আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির

নিকারের সভায় নতুন ৪ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন

দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, সবকিছু থেকে বিরতি নিতে চান নেহা

১০

সুখবর দিলেন অ্যাটলি-প্রিয়া

১১

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না : আসিফ নজরুল  

১২

বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশিকায় কী আছে

১৩

অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী

১৪

নরসিংদীতে সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

১৫

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ 

১৬

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

১৭

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ

১৮

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

১৯

এবার হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

২০
X